রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
- ক. 1 : 2
- খ. 2 : 1
- গ. 1 : 4
- ঘ. 4 : 1
উত্তরঃ 4 : 1
- ক. 2 cm
- খ. 4 cm
- গ. 6 cm
- ঘ. 8 cm
উত্তরঃ 4 cm
- ক. ৩
- খ. ৯
- গ. ১৮
- ঘ. ২৭
উত্তরঃ ৯
- ক. 24 বর্গ সেমি
- খ. 42 বর্গ সেমি
- গ. 44 বর্গ সেমি
- ঘ. 45 বর্গ সেমি
উত্তরঃ 24 বর্গ সেমি
105. ABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
- ক. ৩২০
- খ. ২৮০
- গ. ২৪০
- ঘ. ২৯০
উত্তরঃ ২৪০
106. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
- ক. ২০০
- খ. ২৫০
- গ. ৩০০
- ঘ. ৩৫০
উত্তরঃ ৩০০
107. কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি -
- ক. বর্গ
- খ. রম্বস
- গ. ট্রাপিজিয়াম
- ঘ. আয়তক্ষেত্র
উত্তরঃ আয়তক্ষেত্র
- ক. 2
- খ. 3
- গ. 4
- ঘ. 5
উত্তরঃ 3
110. কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অংকিত বৃত্তটির কেন্দ্রকে বলে -
- ক. অন্তঃকেন্দ্র
- খ. পরিকেন্দ্র
- গ. লম্বকেন্দ্র
- ঘ. ভরকেন্দ্র
উত্তরঃ পরিকেন্দ্র
111. চতুর্ভূজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
- ক. 90
- খ. 135
- গ. 175
- ঘ. 210
উত্তরঃ 135
112. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য ৬। ক্ষুদ্রতম কোণের মান কত?
- ক. ৩২
- খ. ৩৮
- গ. ৪২
- ঘ. ৪৮
উত্তরঃ ৪২
115. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
- ক. 60
- খ. 45
- গ. 30
- ঘ. 25
উত্তরঃ 30
- ক. ২
- খ. ৪
- গ. ৮
- ঘ. ১৬
উত্তরঃ ১৬
118. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ড কত ডিগ্রি ঘুরবে?
- ক. ৯০
- খ. ৩৬০
- গ. ৩০০
- ঘ. ১৮০
উত্তরঃ ৩৬০
119. আয়ত্রক্ষেত্রের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুসমূহের যোগে যে চতুর্ভুজ হয়, তা একটি -
- ক. রম্বস
- খ. বর্গক্ষেত্র
- গ. সামান্তরিক
- ঘ. আয়ত্রক্ষেত্র
উত্তরঃ রম্বস
- ক. ৮ঃ৫
- খ. ৪ঃ১
- গ. ৫ঃ২
- ঘ. ৬ঃ২
উত্তরঃ ৪ঃ১
122. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
- ক. সমদ্বিখণ্ডিত কোণ
- খ. পূরক কোণ
- গ. সম্পূরক কোণ
- ঘ. সমকোণ
উত্তরঃ সম্পূরক কোণ
123. বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে তিনগুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয় -
- ক. ২ গুণ
- খ. ৯ গুণ
- গ. ৩ গুণ
- ঘ. ৫ গুণ
উত্তরঃ ৯ গুণ