রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
126. একটি সরলরেকার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
- ক. ৯০
- খ. ১৬০
- গ. ১৮০
- ঘ. ১২০
উত্তরঃ ১৮০
- ক. ১৫
- খ. ৩০
- গ. ২৪
- ঘ. ২০
উত্তরঃ ২৪
- ক. ১.৬ কিমি
- খ. ১.৮ কিমি
- গ. ১ কিমি
- ঘ. ১.২ কিমি
উত্তরঃ ১.২ কিমি
129. একটি ঘড়ি দুপুর ১২টা হতে চলতে শুরু করেছে। ৫টা ১০ মিনিটে ঘণ্টার কাঁটাটি কত ডিগ্রিতে ঘুরবে?
- ক. ১৪৫
- খ. ১৫০
- গ. ১৫৫
- ঘ. ১৬০
উত্তরঃ ১৫৫
130. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?
- ক. ৮ সেমি
- খ. ৪ সেমি
- গ. ৫ সেমি
- ঘ. ৭ সেমি
উত্তরঃ ৫ সেমি
132. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে -
- ক. সম্পূরক কোণ
- খ. বিপ্রতীক কোণ
- গ. স্থুলকোণ
- ঘ. প্রাবৃদ্ধকোণ
উত্তরঃ প্রাবৃদ্ধকোণ
133. ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করার উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি -
- ক. বিষমবাহু
- খ. সমদ্বিবাহু
- গ. সমবাহু
- ঘ. সমকোণী
উত্তরঃ সমবাহু
134. দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর -
- ক. সম্পূরক কোণ
- খ. বিপ্রতীপ কোণ
- গ. সন্নিহিত কোণ
- ঘ. পূরক কোণ
উত্তরঃ সম্পূরক কোণ
135. If the sum to two adjacent angles is equal to two right angles, then the two angles are -
- ক. adjacent angles
- খ. straight angles
- গ. supplementary angles
- ঘ. condemmatory angles
উত্তরঃ supplementary angles
136. ঘড়িতে এখন ৮টা বজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি হবে -
- ক. ১৫০ ডিগ্রি
- খ. ১৬০ ডিগ্রি
- গ. ৯০ ডিগ্রি
- ঘ. ১২০ ডিগ্রি
উত্তরঃ ১২০ ডিগ্রি
- ক. ১২ বর্গ সে.মি.
- খ. ২৪ বর্গ সে.মি.
- গ. ৩০ বর্গ সে.মি.
- ঘ. ৪৮ বর্গ সে.মি.
উত্তরঃ ২৪ বর্গ সে.মি.
138. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
- ক. ভূমি * উচ্চতা
- খ. (ভূমি ( উচ্চতা)/২
- গ. (ভূমি * উচ্চতা)/৩
- ঘ. দৈর্ঘ্য * প্রস্থ
উত্তরঃ (ভূমি ( উচ্চতা)/২
139. চতুর্ভুজের চার কোণর সমষ্টি কত?
- ক. দুই সমকোণ
- খ. তিন সমকোণ
- গ. তিন সমকোণের বেশি কিন্তু চার সমকোনের কম
- ঘ. চার সমকোণ
উত্তরঃ চার সমকোণ
140. একই সরলরেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৫
উত্তরঃ ৩
142. একটি ত্রিভুজের একটি কোণের মান 90 ; অন্য কোণ দুটির অনুপাত 2 : 3 হলে ছোট কোণটির পূরক কোণ -
- ক. 36
- খ. 144
- গ. 54
- ঘ. 126
উত্তরঃ 54
143. একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 94 হলে অপর একটি কোণের মান হবে -
- ক. 43
- খ. 47
- গ. 94
- ঘ. 88
উত্তরঃ 43
146. একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ ৮০ হলে অপর দুটি কোণের পরিমাণ কত?
- ক. ৫০ ও ৫০
- খ. ৫৫ ও ৪৫
- গ. ৪০ ও ৬০
- ঘ. ৬০ ও ৬০
উত্তরঃ ৫০ ও ৫০
147. একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬। তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান হবে -
- ক. ৪৮
- খ. ৯৬
- গ. ৮৪
- ঘ. ৪২
উত্তরঃ ৮৪
149. ABC ত্রিভুজে AB = AC, BC এর সমান্তরাল EF রেখা AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।
- ক. 132
- খ. 108
- গ. 160
- ঘ. 80
উত্তরঃ 132