পরমানুর গঠন
1. বস্তু/মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলে-
- ক. অণু
- খ. পরমাণু
- গ. ইলেকট্রন
- ঘ. প্রোটন
উত্তরঃ পরমাণু
- ক. নিউট্রিনো
- খ. নিউট্রন
- গ. পজিট্রন
- ঘ. ডিউট্রেরন কণা
উত্তরঃ নিউট্রন
- ক. প্রোটন
- খ. নিউট্রন
- গ. ইলেক্ট্রন
- ঘ. হাইড্রোজেন পরমাণু
উত্তরঃ হাইড্রোজেন পরমাণু
- ক. কণা
- খ. ক্ষুদ্র কণা
- গ. সাধারণ কণা
- ঘ. অতি ক্ষুদ্র কণা
উত্তরঃ অতি ক্ষুদ্র কণা
- ক. আয়তন নেই, ওজন আছে
- খ. ওজন আছে, আয়তন আছে
- গ. আয়তন আছে, ওজন নেই
- ঘ. আয়তন নেই, ওজন নেই
উত্তরঃ ওজন আছে, আয়তন আছে
8. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?/পরমাণুর কেন্দ্র গঠিত হয়-
- ক. ইলেট্রন ও প্রোটন
- খ. নিউট্রন ও প্রোটন
- গ. নিউট্রন ও পজিট্রন
- ঘ. ইলেক্ট্রন ও পজিট্রন
উত্তরঃ নিউট্রন ও প্রোটন
12. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
- ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
- খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
- গ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
- ঘ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
উত্তরঃ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
16. কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে
- ক. তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা
- খ. তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
- গ. তার পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যা
- ঘ. তার পরমাণুতে মৌলিক কণিকার সংখ্যা
উত্তরঃ তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
17. কোন পরমাণুর ভরসংখ্যা হচ্ছে
- ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
- খ. প্রোটনের সংখ্যা
- গ. নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা
- ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমষ্টি
উত্তরঃ নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
18. নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা N হলে, পারমাণবিক ভর সংখ্যা-
- ক. A=P+N
- খ. Z=A+P
- গ. M=P+N
- ঘ. N=A+P
উত্তরঃ A=P+N
19. পারমাণবিক ওজন কোনটির সমান?
- ক. ইলেকট্রন ও নিউট্রনের ওজনের সমান
- খ. প্রোটনের ওজনের সমান
- গ. নিউট্রন ও প্রোটনের ওজনের সমান
- ঘ. প্রোটন ও ইলেকট্রনে রওজনের সমান
উত্তরঃ নিউট্রন ও প্রোটনের ওজনের সমান
- ক. নিউট্রনের ভর
- খ. প্রোটনের ভর
- গ. নিউট্রন ও প্রোটনের ভর
- ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর
উত্তরঃ নিউট্রন ও প্রোটনের ভর
21. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
- ক. গাউস
- খ. গে লুস্যাক
- গ. জন ডাল্টন
- ঘ. ডেমোক্রিটাস
উত্তরঃ জন ডাল্টন
22. বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?
- ক. বৈজ্ঞানিক আর্কিমেডিস
- খ. বৈজ্ঞানিক ডাল্টন
- গ. গ্যালিলও
- ঘ. বৈজ্ঞানিক আইনস্টাইন
উত্তরঃ বৈজ্ঞানিক ডাল্টন