পরমানুর গঠন
28. যেসব পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, সেগুলোকে বলা হয়
- ক. আইসোটোন
- খ. আইসোটোপ
- গ. আইসোবার
- ঘ. আইসোমার
উত্তরঃ আইসোটোপ
- ক. আইসোটোপ
- খ. আইসোমার
- গ. আইসোটোন
- ঘ. আইসোবার
উত্তরঃ আইসোটোপ
30. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক
- ক. ভরসংখ্যা সমান থাকে
- খ. নিউট্রন সংখ্যা একই থাকে
- গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
- ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে
উত্তরঃ প্রোটন সংখ্যা সমান থাকে
31. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বরা হয়-
- ক. আইসোটোন
- খ. আইসোমার
- গ. আইসোটোপ
- ঘ. আইসোবার
উত্তরঃ আইসোটোন
32. যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে-
- ক. আইসোটোপ
- খ. আইসোবার
- গ. আইসোটোন
- ঘ. আইসোমার
উত্তরঃ আইসোটোন
33. একটি ইলেকট্রনে চার্জের পরিমান হল
- ক. 1.7x10-8 কুলম্ব
- খ. 9x1011 কুলম্ব
- গ. 1.609x10-19 কুলম্ব
- ঘ. 1.609x10-9 কুলম্ব
উত্তরঃ 1.609x10-19 কুলম্ব
35. সোডিয়াম-এর (Na23) একটি পরমাণুতে রয়েছে-
- ক. ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
- খ. ১১টি প্রোটন ও ১২টি নিউটন
- গ. ১২ টি প্রোটন ও ১১টি নিউটন
- ঘ. ১৩টি প্রোটন ও ১০টি নিউটন
উত্তরঃ ১১টি প্রোটন ও ১২টি নিউটন
36. ১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা-
- ক. ১x১০২৩x১০২৩
- খ. ৬.০২x১০২৩
- গ. ৩.০১x১০২৩
- ঘ. ১৪.০৪x১০২৩
উত্তরঃ ৬.০২x১০২৩
40. পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়?
- ক. পেট্রোলিয়াম
- খ. ইউরেনিয়াম-২৩৫
- গ. অক্সিজেন
- ঘ. প্লাটিনাম
উত্তরঃ ইউরেনিয়াম-২৩৫
41. যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
- ক. আইসোটোপ
- খ. আইসোটোন
- গ. আইসোবার
- ঘ. আইসোমার
উত্তরঃ আইসোটোন
42. পারমাণবিক সংখ্যার আবিস্কারক কে?
- ক. Robert Norman
- খ. Sir Thomas Browne
- গ. Henry Moseley
- ঘ. James Clerk Maxwell
উত্তরঃ Henry Moseley