পরমানুর গঠন

26. অক্সিজেনের আণবিক ভর কত?

  • ক. ১৬
  • খ. ১৬ গ্রাম
  • গ. ৩২
  • ঘ. ৩২ গ্রাম

উত্তরঃ ৩২

বিস্তারিত

27. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?

  • ক. ২:১
  • খ. ১:২
  • গ. ১৬:১
  • ঘ. ১:১৬

উত্তরঃ ১:২

বিস্তারিত

30. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক

  • ক. ভরসংখ্যা সমান থাকে
  • খ. নিউট্রন সংখ্যা একই থাকে
  • গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
  • ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে

উত্তরঃ প্রোটন সংখ্যা সমান থাকে

বিস্তারিত

31. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বরা হয়-

  • ক. আইসোটোন
  • খ. আইসোমার
  • গ. আইসোটোপ
  • ঘ. আইসোবার

উত্তরঃ আইসোটোন

বিস্তারিত

33. একটি ইলেকট্রনে চার্জের পরিমান হল

  • ক. 1.7x10-8 কুলম্ব
  • খ. 9x1011 কুলম্ব
  • গ. 1.609x10-19 কুলম্ব
  • ঘ. 1.609x10-9 কুলম্ব

উত্তরঃ 1.609x10-19 কুলম্ব

বিস্তারিত

35. সোডিয়াম-এর (Na23) একটি পরমাণুতে রয়েছে-

  • ক. ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
  • খ. ১১টি প্রোটন ও ১২টি নিউটন
  • গ. ১২ টি প্রোটন ও ১১টি নিউটন
  • ঘ. ১৩টি প্রোটন ও ১০টি নিউটন

উত্তরঃ ১১টি প্রোটন ও ১২টি নিউটন

বিস্তারিত

36. ১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা-

  • ক. ১x১০২৩x১০২৩
  • খ. ৬.০২x১০২৩
  • গ. ৩.০১x১০২৩
  • ঘ. ১৪.০৪x১০২৩

উত্তরঃ ৬.০২x১০২৩

বিস্তারিত

37. ভারী পানি (Heavy water) এর সংকেত কি?

  • ক. 2H2O2
  • খ. H2O
  • গ. D2O
  • ঘ. HD2O2

উত্তরঃ D2O

বিস্তারিত

39. ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি?

  • ক. U234
  • খ. U235
  • গ. U238
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

40. পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. ইউরেনিয়াম-২৩৫
  • গ. অক্সিজেন
  • ঘ. প্লাটিনাম

উত্তরঃ ইউরেনিয়াম-২৩৫

বিস্তারিত

42. পারমাণবিক সংখ্যার আবিস্কারক কে?

  • ক. Robert Norman
  • খ. Sir Thomas Browne
  • গ. Henry Moseley
  • ঘ. James Clerk Maxwell

উত্তরঃ Henry Moseley

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects