তড়িৎ শক্তি

26. বৈদ্যুতিক ক্ষমতার একক-

  • ক. অ্যাম্পিয়ার
  • খ. ওহম
  • গ. ভোল্ট
  • ঘ. ওয়াট

উত্তরঃ ওয়াট

বিস্তারিত

27. ওয়াট কিসের একক?

  • ক. উজ্জ্বলতার
  • খ. শক্তির
  • গ. কাজের
  • ঘ. রোধের

উত্তরঃ উজ্জ্বলতার

বিস্তারিত

28. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়?

  • ক. এক কিলোওয়াট ঘন্টা
  • খ. এক ওয়াট ঘন্টা
  • গ. এক কিলোওয়াট
  • ঘ. এক ওয়াট

উত্তরঃ এক কিলোওয়াট ঘন্টা

বিস্তারিত

29. ওয়াট হলো

  • ক. ১ ভোল্ট/১ ওহম
  • খ. ১ ওহম/১ অ্যাম্পিয়ার
  • গ. ১ ভোল্ট ´ ১ অ্যাম্পিয়ার
  • ঘ. ওপরের কোনটিই সত্য নয়

উত্তরঃ ১ ভোল্ট ´ ১ অ্যাম্পিয়ার

বিস্তারিত

30. বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশেধ করি তা হলো-

  • ক. কারেন্ট
  • খ. ভোল্টেজ
  • গ. ক্ষমতা
  • ঘ. শক্তি

উত্তরঃ শক্তি

বিস্তারিত

31. এক বৈদ্যুতিক ইউনিট সমান কত?/এনার্জি মিটারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়/ব্যবহারিক বৈদ্যুতিক ইউনিট সমান-

  • ক. এক কিলোওয়া সেকেন্ড
  • খ. এক ওয়াট ঘন্টা
  • গ. এক কিলোওয়াট ঘন্টা
  • ঘ. এক ওয়াট সেকেন্ড

উত্তরঃ এক ওয়াট সেকেন্ড

বিস্তারিত

33. ১ কিলোওয়াট-ঘন্টা নিচের কোনটির সমান?

  • ক. ১০০KJ
  • খ. ৩৬০০J
  • গ. ৩৬০০KJ
  • ঘ. ৩৬০০০KJ

উত্তরঃ ৩৬০০KJ

বিস্তারিত

34. বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ-

  • ক. বিদ্যুৎস্পৃষ্ঠ হলেও পাখী মরে না
  • খ. পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
  • গ. মাটির সংগে সংযোগ হয় না
  • ঘ. পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না

উত্তরঃ মাটির সংগে সংযোগ হয় না

বিস্তারিত

35. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-

  • ক. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
  • খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
  • গ. বিদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
  • ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে

উত্তরঃ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

বিস্তারিত

36. বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিটজনিত ক্ষতিরোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয়, তা হলো-

  • ক. ছোট সরু তার
  • খ. ছোট মোটা তার
  • গ. লম্বা সরু তার
  • ঘ. লম্বা মোটা তার

উত্তরঃ ছোট সরু তার

বিস্তারিত

37. থ্রি-পিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম-

  • ক. লীড পিন
  • খ. লাইন পিন
  • গ. আর্থপিন
  • ঘ. কানেকশন পিন

উত্তরঃ আর্থপিন

বিস্তারিত

38. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন কে?

  • ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  • খ. আইজ্যাক নিউটন
  • গ. টমাস এডিসন
  • ঘ. হেনরী ফোর্ড

উত্তরঃ টমাস এডিসন

বিস্তারিত

39. টমাস আলফা এডিসন কি আবিষ্কার করেন?

  • ক. বৈদ্যুতিক বাল্ব
  • খ. রাডার
  • গ. টাইপ রাইটার
  • ঘ. টেলিগ্রাফ

উত্তরঃ বৈদ্যুতিক বাল্ব

বিস্তারিত

40. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?

  • ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  • খ. আইজ্যাক নিউটন
  • গ. টমাস এডিসন
  • ঘ. ভোল্টা

উত্তরঃ টমাস এডিসন

বিস্তারিত

41. কোনটি অর্ধপরিবাহী (Semi-conductor) নয়?

  • ক. লোহা
  • খ. সিলিকন
  • গ. জার্মেনিয়াম
  • ঘ. গ্যালিয়াম

উত্তরঃ লোহা

বিস্তারিত

42. সাধারণ বৈদ্যুতিক বাতিতে বিদ্যুৎ অপচয়ের কারণ

  • ক. তাপ সৃষ্টি
  • খ. হলুদাভ আলো
  • গ. আলোর শোষণ
  • ঘ. আলট্রা ভায়োলেট সৃষ্টি

উত্তরঃ তাপ সৃষ্টি

বিস্তারিত

43. ১০০ ওয়াটের একটি বাতি ১ মিনিট চললে উহা কি পরিমাণ কাজ করবে?

  • ক. ১০০ জুল
  • খ. ৬০০০ জুল
  • গ. ৫/৩ জুল
  • ঘ. ৬০০ জুল

উত্তরঃ ৬০০০ জুল

বিস্তারিত

45. একটি বৈদ্যুতিক বাল্বের '40W-200W' লেখা আছে। বাল্বটির রোধ হবে-

  • ক. ১০০ ওহম
  • খ. ৫ ওহম
  • গ. ২০ ওহম
  • ঘ. ৮০০০ ওহম

উত্তরঃ ১০০ ওহম

বিস্তারিত

46. ১০০ ওয়াটের একটি বাতির রোধ একটি ৬০ ওয়াটের বাতির তুলনায়-

  • ক. ৪০ ওহম বেশি
  • খ. বেশি
  • গ. কম
  • ঘ. সমান

উত্তরঃ কম

বিস্তারিত

47. মাল্টিমিটার দিয়ে মাপা যায়-

  • ক. কারেন্ট, শক্তি এবং রোধ
  • খ. ভোল্টেজ, কম্পাঙ্ক এবং ফেজ
  • গ. রোধ, দক্ষতা এবং শক্তি
  • ঘ. ভোল্টেজ, কারেন্ট এবং রোধ

উত্তরঃ ভোল্টেজ, কারেন্ট এবং রোধ

বিস্তারিত

48. A multimeter is used to measure

  • ক. Resistance
  • খ. Current
  • গ. Voltage
  • ঘ. All of the above

উত্তরঃ All of the above

বিস্তারিত

49. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা-

  • ক. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
  • খ. তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
  • গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
  • ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

উত্তরঃ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

বিস্তারিত

50. যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে কি বলে?

  • ক. ট্রান্সফর্মার
  • খ. মোটর
  • গ. ট্রানজিস্টর
  • ঘ. অলটারনেটর

উত্তরঃ মোটর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects