তড়িৎ শক্তি

51. কমুটেটর থাকে-

  • ক. ডিসি জেনারেটরে
  • খ. এসি জেনারেটরে
  • গ. ট্রান্সফর্মারে
  • ঘ. সিনক্রোনাস মোটরে

উত্তরঃ ডিসি জেনারেটরে

বিস্তারিত

52. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে বলে-

  • ক. ট্রান্সফর্মার
  • খ. বৈদ্যুতিক মোটর
  • গ. ডায়ানামো
  • ঘ. যে কোনটি

উত্তরঃ ডায়ানামো

বিস্তারিত

53. বৈদ্যুতিক ‘জেনারেটর’ বলিতে কি বোঝায়?

  • ক. ইহা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
  • খ. ইহা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
  • গ. ইহা এক বিদ্যুৎ সার্কিট হইতে অন্য বিদ্যুৎ সার্কিটে বিদ্যুৎ স্থানান্তর করে
  • ঘ. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টারবাইন ঘুরাবার জন্য ইহা ব্যবহৃত হয়

উত্তরঃ ইহা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে

বিস্তারিত

54. একটি জেনারেটর শক্তি কিসের উপর নির্ভর করে না?

  • ক. আর্মেচারের চুম্বকক্ষেত্রের শক্তির উপর
  • খ. এর তারের পাকসংখ্যার উপর
  • গ. এর ঘুর্ণনের উপর
  • ঘ. এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎশক্তির উপর

উত্তরঃ এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎশক্তির উপর

বিস্তারিত

55. নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?

  • ক. ট্রানজিস্টার
  • খ. ডায়োড
  • গ. অ্যামপ্লিফায়ার
  • ঘ. ট্রান্সফর্মার

উত্তরঃ ট্রান্সফর্মার

বিস্তারিত

57. A transformer transforms

  • ক. Voltage
  • খ. Frequency
  • গ. Voltage & Current
  • ঘ. Current

উত্তরঃ Voltage

বিস্তারিত

58. বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-

  • ক. ট্রান্সমিটারের সাহায্যে
  • খ. স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
  • গ. এডাপটারের সাহায্যে
  • ঘ. স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে

উত্তরঃ স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

বিস্তারিত

59. অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয়, কারণ এতে-

  • ক. তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়
  • খ. তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
  • গ. প্রেরক তার দীর্ঘদিন ভাল থাকে
  • ঘ. প্রেরক তারের রোধ কম থাকে

উত্তরঃ তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়

বিস্তারিত

60. শক্তির রূপান্তর সংক্রান্ত নিম্নোক্ত কোন উক্তিটি ত্রুটিপূর্ণ?

  • ক. জেনারেটরের সাহায্যে যন্ত্র শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়
  • খ. মোটর-এর সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যন্ত্র শক্তিতে রূপান্তরিত করা হয়
  • গ. বৈদ্যুতিক বাল্ব দ্বারা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা হয়
  • ঘ. টারবাইন দ্বারা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়

উত্তরঃ টারবাইন দ্বারা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়

বিস্তারিত

61. আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি তা-

  • ক. এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
  • খ. ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে
  • গ. এসি ভোল্টেজের ফ্রিকুয়েন্সি কমিয়ে দেয়
  • ঘ. ডিসি ভোল্টেজকে স্টেপ ডাউন করে

উত্তরঃ এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে

বিস্তারিত

62. হঠাৎ বিদ্যুৎ শক্তি যাওয়াকে বলা হয়-

  • ক. ব্লাক আউট
  • খ. ব্রাউন আউট
  • গ. নয়েজ
  • ঘ. করোশন

উত্তরঃ ব্লাক আউট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects