কোষ
26. সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
- ক. ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকার কারণে
- খ. বেশি পরিমান ক্লোরোফিল তৈরি হওয়ার কারণে
- গ. ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
- ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে
27. কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়?
- ক. ক্লোরোপ্লাস্টটি নতুন প্রজন্ম দ্বারা প্রতিস্থাপিত হয়
- খ. ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়
- গ. ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়
- ঘ. কোনটিই সঠিক নয়
উত্তরঃ কোনটিই সঠিক নয়
28. সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
- ক. ক্লোরোফিল থাকার কারণে
- খ. জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
- গ. সায়নোফিল থাকার কারনে
- ঘ. কোনটিই নহে
উত্তরঃ জ্যান্থোফিলের উপস্থিতির কারণে
29. ফলের রং হলুদ হয় কি বেশি হলে?/পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে
- ক. ক্লোরোফিল বেশি হলে
- খ. জ্যান্থোফিল বেশি হলে
- গ. লাইকোপিন বেশি হলে
- ঘ. ক্যারোটিন বেশি হলে
উত্তরঃ জ্যান্থোফিল বেশি হলে
30. জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে?
- ক. দুই প্রকার
- খ. তিন প্রকার
- গ. চার প্রকার
- ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ তিন প্রকার
31. ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়?
- ক. এ্যামাইটোসিস
- খ. মাইটোসিস
- গ. মিয়োসিস
- ঘ. অস্বাভাবিক
উত্তরঃ এ্যামাইটোসিস
32. অপত্যকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
- ক. মাইটোসিস
- খ. মিয়োসিস
- গ. অ্যামাইটোসিস
- ঘ. অস্বাভাবিক
উত্তরঃ মিয়োসিস
33. জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?
- ক. এন্ডোমেট্রিয়াম
- খ. মায়োমেট্রিয়াম
- গ. পেরিমেট্রিয়াম
- ঘ. এদের কোনটিই নয়
উত্তরঃ এন্ডোমেট্রিয়াম
34. মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে-
- ক. দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
- খ. দ্রুত কোষের সংখ্যা কমে যায়
- গ. কোষের সংখ্যা বাড়েও না কমেও না
- ঘ. উপরের কোনটিই ঠিক নয়
উত্তরঃ দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়
- ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
- খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
- ঘ. উপরের সবগুলি
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
37. উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে কোন কলার মাধ্যমে?
- ক. জাইলেম
- খ. ফ্লোয়েম
- গ. প্যারেনকাইমা
- ঘ. স্কে¬রেনাইমা
উত্তরঃ জাইলেম
39. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় হয়--
- ক. মূল ও কাণ্ডের অগ্রভাগে
- খ. কাণ্ডের অগ্রভাগে
- গ. মূলের অগ্রভাগে
- ঘ. পাতায়
উত্তরঃ মূল ও কাণ্ডের অগ্রভাগে
40. যে কোষে একাধিক নিউক্লিয়াস থাকে--
- ক. জনন কোষ
- খ. পেশি কোষ
- গ. স্নায়ু কোষ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পেশি কোষ