বিশ্ব রাজনীতি

51. জর্জ কেনান মার্কিন কুটনীতির ক্ষেত্রে কেন প্রসিদ্ধ?

  • ক. কূটনীতির নতুন ধারণা দেন
  • খ. 'Containment Doctrine'-এর প্রবক্তা
  • গ. Detente প্রক্রিয়ার কর্ণধার
  • ঘ. নিবারক তত্বের জন্মদাতা

উত্তরঃ 'Containment Doctrine'-এর প্রবক্তা

বিস্তারিত

52. Ping Pong Dplomacy-র সাথে কোন দেশটি সংশ্লিষ্ট

  • ক. চীন
  • খ. জাপান
  • গ. ইসরাইল
  • ঘ. কোরিয়া

উত্তরঃ চীন

বিস্তারিত

53. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের

  • ক. সুন্নি
  • খ. শিয়া
  • গ. কুর্দী
  • ঘ. খ্রিস্টান

উত্তরঃ কুর্দী

বিস্তারিত

54. মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?

  • ক. ২০১০ সালে
  • খ. ২০১৫ সালে
  • গ. ২০২০ সালে
  • ঘ. ২০২৫ সালে

উত্তরঃ ২০১৫ সালে

বিস্তারিত

56. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন?

  • ক. ইয়াসির আরাফাত
  • খ. কফি আনান
  • গ. ওসামা বিল লাদেন
  • ঘ. অ্যারিয়েল শ্যারন

উত্তরঃ ইয়াসির আরাফাত

বিস্তারিত

57. 'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটি রচয়িতা কে?

  • ক. সালমান রুশদি
  • খ. কুলদীপ নায়ার
  • গ. হ্যান্স ব্লিক্স
  • ঘ. হিলারী ক্লিনটন

উত্তরঃ হ্যান্স ব্লিক্স

বিস্তারিত

58. নেপাল বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

  • ক. মি: কাইরালা
  • খ. মি: থাপা
  • গ. মি: রানা
  • ঘ. মি: দেউবা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

59. আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করে?

  • ক. মাজার-ই-শরীফ
  • খ. হেরাট
  • গ. জালালাবাদ
  • ঘ. কান্দাহার

উত্তরঃ মাজার-ই-শরীফ

বিস্তারিত

60. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল ক্ত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?

  • ক. ১২ শতাংশ
  • খ. ১০ শতাংশ
  • গ. ১৩ শতাংশ
  • ঘ. ১১ শতাংশ

উত্তরঃ ১৩ শতাংশ

বিস্তারিত

61. কোন দেশ 'তালেবান' নামক রাজনৈতিক দলের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল?

  • ক. সুদান
  • খ. তিউনিসিয়া
  • গ. ইয়েমেন
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

63. গিরিজা প্রাসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন?

  • ক. ৮ জুলাই, ১৯৯৪
  • খ. ৯ জুলাই, ১৯৯৪
  • গ. ১০ জুলাই, ১৯৯৪
  • ঘ. ১১ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১০ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

64. রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?

  • ক. ৮ জুলাই, ১৯৯৪
  • খ. ১৯ জুলাই, ১৯৯৪
  • গ. ২৪ জুলাই, ১৯৯৪
  • ঘ. ২৭ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১৯ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

65. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?

  • ক. ১১ জুলাই, ১৯৯৪
  • খ. ১২ জুলাই, ১৯৯৪
  • গ. ১৩ জুলাই, ১৯৯৪
  • ঘ. ১ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

66. ১৯৯৪- এ নববর্ষের দিন কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করেন?

  • ক. নজিবুল্লা
  • খ. আহমেদ শাহ মাসুদ
  • গ. আবদুর রশীদ দোস্তম
  • ঘ. গুলবুদ্দীন হেকমতিয়ার

উত্তরঃ আবদুর রশীদ দোস্তম

বিস্তারিত

67. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে?

  • ক. রাশিয়া'স চয়েস
  • খ. লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  • গ. স্যোশাল ডেমোক্রেটিক পার্টি
  • ঘ. দ্য কমিউনিস্ট পার্টি

উত্তরঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি

বিস্তারিত

68. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?

  • ক. ২১ জুলাই, ১৯৯৪
  • খ. ২২ জুলাই, ১৯৯৪
  • গ. ২৩ জুলাই, ১৯৯৪
  • ঘ. ২৪ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ২২ জুলাই, ১৯৯৪

বিস্তারিত

69. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষনা করেন?

  • ক. ৭ জুন, ১৯৯৪
  • খ. ১১ জুন, ১৯৯৪
  • গ. ১ জুলাই, ১৯৯৪
  • ঘ. ১২ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ৭ জুন, ১৯৯৪

বিস্তারিত

70. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছিল?

  • ক. ফুনসিনপেক
  • খ. সিপিপি
  • গ. খেমাররুজ
  • ঘ. কেপিএলএনএফ

উত্তরঃ ফুনসিনপেক

বিস্তারিত

72. নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?

  • ক. কানাডা
  • খ. ইতালি
  • গ. সুইডেন
  • ঘ. জাপান

উত্তরঃ সুইডেন

বিস্তারিত

74. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

  • ক. ২ অক্টোবর (সকালে)
  • খ. ২ অক্টোবর (মাঝরাতে)
  • গ. ১ অক্টোবর (দুপুরে)
  • ঘ. ৩ অক্টোবর (মাঝরাতে)

উত্তরঃ ৩ অক্টোবর (মাঝরাতে)

বিস্তারিত

75. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল?

  • ক. ফিলিপাইন
  • খ. জাপান
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ জাপান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects