বিশ্ব রাজনীতি
26. মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয়?
- ক. রাজা
- খ. প্রেসিডেন্ট
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. বাদশাহ
উত্তরঃ প্রেসিডেন্ট
27. যুক্তরাজ্যের রাণী কোন দেশটির রাষ্ট্রপ্রধান?
- ক. নিউজিল্যান্ড
- খ. কানাডা
- গ. সাইপ্রাস
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ অস্ট্রেলিয়া
28. Bhumibol is the king of which country?/ ভূমিবল কোন দেশের রাজা?
- ক. Nepal
- খ. Malaysia
- গ. Thailand
- ঘ. Bhutan
উত্তরঃ Thailand
29. ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মত কখন ভোটাধিকার প্রয়োগ করেন?
- ক. মে ২০০৮
- খ. জুন ২০০৬
- গ. এপ্রিল ২০০৭
- ঘ. জানুয়ারি ২০০৮
উত্তরঃ মে ২০০৮
31. কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে-
- ক. শ্রীলংকা
- খ. মালদ্বীপ
- গ. ফিজি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ মালদ্বীপ
32. মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
- ক. তুর্কেমেনিস্তান
- খ. তাজিকিস্তান
- গ. উজবেকিস্তান
- ঘ. কাজাকিস্তান
উত্তরঃ কাজাকিস্তান
33. আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়-
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৯ সালে
- ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ ১৯৭৩ সালে
34. অং সান সুকি’র রাজনৈতিক দল-
- ক. ন্যশনাল ডেমোক্রেটিক লীগ
- খ. লীগ অব ন্যাশনাল ডেমোক্রেসি
- গ. ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসি
- ঘ. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
উত্তরঃ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
35. এন এল ডি কোন দেশের বিরোধী দল?
- ক. মায়ানমার
- খ. ফিলিপাইন
- গ. থাইল্যান্ড
- ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ মায়ানমার
36. কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলোপ করেন কে?
- ক. প্রিন্স নরোদম সিহানুক
- খ. হেং সামরিন
- গ. পল পট
- ঘ. লন নল
উত্তরঃ প্রিন্স নরোদম সিহানুক
37. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
- ক. ১৯৭৩ সালে
- খ. ১৯৭৪ সালে
- গ. ১৯৭৫ সালে
- ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ ১৯৭৬ সালে
38. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
- ক. থাইল্যান্ড
- খ. মায়ানমার
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. মালয়েশিয়া
উত্তরঃ থাইল্যান্ড
39. দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?
- ক. সিঙ্গাপুর
- খ. থাইল্যান্ড
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. ব্রুনাই দারুস সালাম
উত্তরঃ থাইল্যান্ড
40. ইরিয়ানজারা (Irin Jaya) প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে?
- ক. ফিলিপাইন্স
- খ. ফিজি
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. কাম্পুচিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া
41. পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি?
- ক. ইন্দেনেশিয়ার একটি অঙ্গ রাজ্য
- খ. একটি স্বাধীন দেশ
- গ. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
- ঘ. কোনটি ঠিক নয়
উত্তরঃ ইন্দেনেশিয়ার একটি অঙ্গ রাজ্য
42. নেপালের সর্বশেষ রাজা ছিলেন--
- ক. ধীরেন্দ্র
- খ. জ্ঞানেন্দ্র
- গ. বীরেন্দ্র
- ঘ. মহেন্দ্র
উত্তরঃ জ্ঞানেন্দ্র
43. ২০০৭ সালে নেপাল কত বছরের পুরাতন রাজতন্ত্রের বিলোপ ঘটে?
- ক. ২৩৫ বছর
- খ. ২৪০ বছর
- গ. ২৪৬ বছর
- ঘ. ২৩৮ বছর
উত্তরঃ ২৪০ বছর
45. সার্কভূক্ত কোন দেশে কোন বিশ্ববিদ্যালয় নেই?
- ক. ভুটান
- খ. মালদ্বীপ
- গ. নেপাল
- ঘ. কোনটিই না
উত্তরঃ মালদ্বীপ
46. মধ্যপ্রাচ্যের কোন দেশে কোন সংবিধান বা সংসদ নেই?
- ক. ইরাক
- খ. ইরান
- গ. সৌদি আরব
- ঘ. ওমান
উত্তরঃ সৌদি আরব
47. মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কবে?
- ক. ১৯৫০ সনে
- খ. ১৯৫২ সনে
- গ. ১৯৫৩ সনে
- ঘ. ১৯৫৫ সনে
উত্তরঃ ১৯৫২ সনে
48. সুদান বর্তমানে যে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে-
- ক. আণবিক অস্ত্র কর্মসূচী
- খ. সামরিক শাসন
- গ. দারফুর সংকট
- ঘ. আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র
উত্তরঃ দারফুর সংকট
49. 'আরব বসন্ত' বলতে কি বোঝায়?
- ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
- খ. আরব অঞ্চলে বসন্ত
- গ. আরব রাজতন্ত্র
- ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
50. Persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
- ক. রাজনীতিবিদ
- খ. ক্রীড়াবিদ
- গ. ব্যবসায়ী
- ঘ. কূটনীতিবিদ
উত্তরঃ কূটনীতিবিদ