তরঙ্গ ও শব্দ

26. লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-

  • ক. শূন্য ঘর নীরব থাকে
  • খ. লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
  • গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
  • ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়

উত্তরঃ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

বিস্তারিত

27. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক-

  • ক. আসলের সমান হবে
  • খ. আসলের চেয়ে বেশি হবে
  • গ. আসলের চেয়ে কম হবে
  • ঘ. আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

উত্তরঃ আসলের চেয়ে বেশি হবে

বিস্তারিত

28. শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?/শব্দের একক কি?

  • ক. ডেসিবল
  • খ. ওহম
  • গ. নিউটন
  • ঘ. ডাইন

উত্তরঃ ডেসিবল

বিস্তারিত

29. ডেসিবেল--পরিমাপ নির্দেশ করে

  • ক. পাওয়ার
  • খ. পাওয়ার লেভেল
  • গ. কারেন্ট
  • ঘ. ভোল্টেজ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

30. The loudness of sound depends on

  • ক. Wave length
  • খ. Frequency
  • গ. Wave amplitude
  • ঘ. Harmonic content

উত্তরঃ Wave amplitude

বিস্তারিত

31. একটি শূন্য পাত্রকে আঘাত কলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ-

  • ক. শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রবাহিত হয় বলে
  • খ. বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
  • গ. বাতাসে শব্দ তরঙ্গের বিতস্তার বেশি হয় বলে
  • ঘ. শব্দ কম্পাঙ্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে

উত্তরঃ বাতাসে শব্দ তরঙ্গের বিতস্তার বেশি হয় বলে

বিস্তারিত

32. বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?

  • ক. ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
  • খ. ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
  • গ. বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক
  • ঘ. ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি হয়

উত্তরঃ ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়

বিস্তারিত

35. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

  • ক. অর্ধেক হবে
  • খ. দ্বিগুণ হবে
  • গ. তিনগুণ হবে
  • ঘ. চারগুণ হবে

উত্তরঃ অর্ধেক হবে

বিস্তারিত

36. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাঙ্ক কত?

  • ক. ৫ মেগাহার্টজ
  • খ. ১ মেগাহার্টজ
  • গ. ৪ মেগাহার্টজ
  • ঘ. ২ মেগাহার্টজ

উত্তরঃ ১ মেগাহার্টজ

বিস্তারিত

37. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ১৫০ মিটার। এর কম্পাঙ্ক কত?

  • ক. ৫ মেগাহার্টজ
  • খ. ৩ মেগাহার্টজ
  • গ. ৪ মেগাহার্টজ
  • ঘ. ২ মেগাহার্টজ

উত্তরঃ ২ মেগাহার্টজ

বিস্তারিত

38. কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?

  • ক. শূণ্যতায়
  • খ. কঠিন পদার্থে
  • গ. তরল পদার্থে
  • ঘ. বায়বীয় পদার্থে

উত্তরঃ বায়বীয় পদার্থে

বিস্তারিত

39. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়ঃ

  • ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
  • খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
  • গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
  • ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

উত্তরঃ উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

বিস্তারিত

40. শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?

  • ক. ২২৬ ফুট/সেকেন্ড
  • খ. ২৫৬ ফুট/সেকেন্ড
  • গ. ৩৫০ ফুট/সেকেন্ড
  • ঘ. শূণ্য

উত্তরঃ শূণ্য

বিস্তারিত

41. কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি--

  • ক. কমে যায়
  • খ. অপতিবর্তিত থাকে
  • গ. বৃদ্ধি পায়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বৃদ্ধি পায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects