জৈব রসায়ন

26. সোডিয়াম এসিটেটের সংকেত?

  • ক. CH2COONa
  • খ. CH3COOSi
  • গ. CH3COONa
  • ঘ. CH2COONa2

উত্তরঃ CH3COONa

বিস্তারিত

27. কাপড়ে কালির দাগ লাগলে সহজেই উঠানো যায়

  • ক. তৎক্ষনাৎ দুধে ভেজালে
  • খ. সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে ফেলা
  • গ. দাগের উপর লেবুর রস দিয়ে ঘষা
  • ঘ. দাগের উপর কাপড় ধোয়ার সাবান ব্যবহার করা

উত্তরঃ দাগের উপর লেবুর রস দিয়ে ঘষা

বিস্তারিত

28. লেবুর রসে কোন এসিড থাকে?

  • ক. হাইড্রোক্লোরিক
  • খ. সাইট্রিক
  • গ. সারফিউরিক
  • ঘ. নাইট্রিক

উত্তরঃ সাইট্রিক

বিস্তারিত

29. স্যালিক এসিড-

  • ক. টমেটোতে পাওয়া যায়
  • খ. আমলকিতে পাওয়া যায়
  • গ. আঙ্গুরে পাওয়া যায়
  • ঘ. কমলালেবুতে পাওয়া যায়

উত্তরঃ টমেটোতে পাওয়া যায়

বিস্তারিত

30. আমলকিতে থাকে-

  • ক. টারটারিক এসিড
  • খ. এসিটিক এসিড
  • গ. অক্সালিক এসিড
  • ঘ. সালফিউরিক এসিড

উত্তরঃ অক্সালিক এসিড

বিস্তারিত

31. অক্সালিক এসিড পাওয়া যায়-

  • ক. আমলকিতে
  • খ. তেতুলে
  • গ. বাধাকপিতে
  • ঘ. লেবুতে

উত্তরঃ আমলকিতে

বিস্তারিত

32. আঙ্গুর ফলে কোন এসিড বর্তমান থাকে

  • ক. টারটারিক এসিড
  • খ. সাইট্রিক এসিড
  • গ. অক্সালিক এসিড
  • ঘ. ফরমিক এসিড

উত্তরঃ টারটারিক এসিড

বিস্তারিত

33. দুধে কোন ধরনের এসিড থাকে?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. ল্যাকটিক এসিড
  • গ. সাইট্রিক ও ল্যাকটিক এসিড
  • ঘ. কোন এসিড নেই

উত্তরঃ ল্যাকটিক এসিড

বিস্তারিত

34. চিনির চাইতে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়?

  • ক. বেনজিন হতে
  • খ. কয়লা হতে
  • গ. ফেনল হতে
  • ঘ. টলুইন হতে

উত্তরঃ টলুইন হতে

বিস্তারিত

35. কোনটি বিস্ফোরক পদার্থ?

  • ক. ডি.ডি.টি
  • খ. টি.এন.টি
  • গ. সি.এফ.সি
  • ঘ. আয়োডেক্স

উত্তরঃ টি.এন.টি

বিস্তারিত

36. ডি.ডি.টি এক ধরনের

  • ক. কীটনাশক ঔষধ
  • খ. বিস্ফোরক
  • গ. রোগ প্রতিষেধক
  • ঘ. পানি বিশোধক

উত্তরঃ কীটনাশক ঔষধ

বিস্তারিত

37. একটি কটিনাশক ঔষধ-

  • ক. প্যালুড্রিন
  • খ. কুইনিন
  • গ. পেনিসিলিন
  • ঘ. গ্যামেস্কিন

উত্তরঃ গ্যামেস্কিন

বিস্তারিত

38. টুথপেস্টের প্রধান উপাদান-

  • ক. জেলী ও মশলা
  • খ. ভোজ্য তেল ও সোডা
  • গ. সাবান ও পাউডার
  • ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল

উত্তরঃ সাবান ও পাউডার

বিস্তারিত

39. টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন?

  • ক. দাঁতের রক্ত পড়া বন্ধ করার কাজে
  • খ. এটা দাঁতের ক্ষয়রোধ করে
  • গ. এটা দাঁতের গোড়া ফুলা বন্ধ করে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ এটা দাঁতের ক্ষয়রোধ করে

বিস্তারিত

40. কোনগুলো দিয়ে লিপষ্টিক তৈরি হয়?

  • ক. গ্রীজ এবং গ্লিসারিন
  • খ. গ্রীজ এবং দ্রাবক
  • গ. গ্লিসরিন ও রঞ্জক
  • ঘ. গ্রীজ, রঞ্জক এবং একটি দ্রাবক

উত্তরঃ গ্রীজ, রঞ্জক এবং একটি দ্রাবক

বিস্তারিত

41. Paint এবং Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়?

  • ক. এলকোহল
  • খ. পেট্রোল
  • গ. পানি
  • ঘ. তারপিন

উত্তরঃ তারপিন

বিস্তারিত

42. এর মধ্য কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?

  • ক. প্লাস্টিক
  • খ. রাবার
  • গ. গ্লিসারিন
  • ঘ. কাগজ

উত্তরঃ রাবার

বিস্তারিত

43. কাগজের প্রধান রাসায়নিক উপাদান

  • ক. লিগনিন
  • খ. সেলুলোজ
  • গ. রেজিন
  • ঘ. হেমিসেলুলোজ

উত্তরঃ সেলুলোজ

বিস্তারিত

44. দুধে থাকে--

  • ক. সাইট্রিক এসিড
  • খ. ল্যাকটিক এসিড
  • গ. নাইট্রিক এসিড
  • ঘ. এসিটিক এসিড

উত্তরঃ ল্যাকটিক এসিড

বিস্তারিত

45. জমির লবণাক্ততা নিযন্ত্রণ করে কোনটি?

  • ক. কৃত্রিম সার প্রয়োগ
  • খ. পানি সেচ
  • গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
  • ঘ. প্রাকৃতিক সার প্রয়োগ

উত্তরঃ পানি সেচ

বিস্তারিত

46. রেক্টিফাইড স্পিরিট হলো--

  • ক. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
  • খ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
  • গ. ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
  • ঘ. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি

উত্তরঃ ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি

বিস্তারিত

47. চিপ্সের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়?

  • ক. অক্সিজেন
  • খ. কার্বন ডাই-অক্সাইড
  • গ. নাইট্রোজেন
  • ঘ. জলীয় বাষ্প

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

48. জৈব বিবর্তনের জনক কে?

  • ক. গ্যালিলিও গ্যালিলি
  • খ. হরগোবিন্দ খোরানা
  • গ. কোপার্নিকাস
  • ঘ. চার্লস ডারউইন

উত্তরঃ চার্লস ডারউইন

বিস্তারিত

50. কৃত্রিম জিন আবিষ্কার করেন--

  • ক. চার্লস ডারউইন
  • খ. হরগোবিন্দ খোরানা
  • গ. গ্রেগর ইয়োহান মেন্ডেল
  • ঘ. থিওফ্রাস্টাস

উত্তরঃ হরগোবিন্দ খোরানা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects