শক্তির উৎস ও ব্যবহার

1. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব-ব্যাখ্যা উপস্থাপন করেছেন---

  • ক. স্টিফেন হকিং
  • খ. জি লেমেটার
  • গ. আব্দুস সালাম
  • ঘ. এডুইন হাবল

উত্তরঃ স্টিফেন হকিং

বিস্তারিত

2. স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত-

  • ক. দার্শনিক
  • খ. পদার্থবিদ
  • গ. কবি
  • ঘ. রসায়নবিদ

উত্তরঃ পদার্থবিদ

বিস্তারিত

3. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী?

  • ক. কয়লা
  • খ. তৈল
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. উপরের সবগুলি

উত্তরঃ উপরের সবগুলি

বিস্তারিত

4. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. বায়োগ্যাস

উত্তরঃ বায়োগ্যাস

বিস্তারিত

5. নিচের কোনটি Fossil fuel নয়?

  • ক. পেট্রোলিয়াম
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. 273 U

উত্তরঃ 273 U

বিস্তারিত

6. Rank of the coal changes with

  • ক. Voletile%
  • খ. Carbon%
  • গ. Sulphur%
  • ঘ. Ash%

উত্তরঃ Carbon%

বিস্তারিত

7. পীট কয়লার বৈশিষ্ট্য হলো-

  • ক. মাটির অনেক গভীরে থাকে
  • খ. পাহাড়ী এলাকায় পাওয়া যায়
  • গ. ভিজা ও নরম
  • ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

উত্তরঃ ভিজা ও নরম

বিস্তারিত

8. Natural gas contains--

  • ক. Mainly methane
  • খ. Mainly propane
  • গ. Mainly ammonia
  • ঘ. Mainly ethane

উত্তরঃ Mainly methane

বিস্তারিত

9. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-

  • ক. নাইট্রোজেন গ্যাস
  • খ. মিথেন
  • গ. হাইড্রোজেন গ্যাস
  • ঘ. কার্বন মনোক্সাইড

উত্তরঃ মিথেন

বিস্তারিত

10. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে?

  • ক. ৪০-৫০ ভাগ
  • খ. ৬০-৭০ ভাগ
  • গ. ৮০-৯০ ভাগ
  • ঘ. ১০০-১১০ ভাগ

উত্তরঃ ৮০-৯০ ভাগ

বিস্তারিত

11. আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে?

  • ক. প্রায় ৬৫-৬৯%
  • খ. প্রায় ৭৫-৭৯%
  • গ. প্রায় ৮৫-৮৯%
  • ঘ. প্রায় ৯৫-৯৯%

উত্তরঃ প্রায় ৯৫-৯৯%

বিস্তারিত

12. CNG এর অর্থ-

  • ক. নতুন ধরনের ট্রাক্সি ক্যাব
  • খ. কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
  • গ. সীসামুক্ত পেট্রোল
  • ঘ. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

উত্তরঃ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

বিস্তারিত

13. CNG এর পূর্ণরূপ কি?

  • ক. Compressed nitrogen gas
  • খ. Compressed neon gas
  • গ. Compressed natural gas
  • ঘ. Compressed nitrogen monoxide gas

উত্তরঃ Compressed natural gas

বিস্তারিত

14. সি.এন.জি চালিত ইঞ্জিনে জ্বালানী ব্যবহার করা হয়-

  • ক. ডিজেল
  • খ. মিথেন
  • গ. পেট্রোল
  • ঘ. ইথেন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

15. Which is gaseous at NTP?

  • ক. Haptane
  • খ. Hexane
  • গ. Pentane
  • ঘ. Butane

উত্তরঃ Butane

বিস্তারিত

16. Most undesirable element in natural gas is

  • ক. Carbon
  • খ. Sulphur
  • গ. Hydrogen
  • ঘ. Oxygen

উত্তরঃ Sulphur

বিস্তারিত

17. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

  • ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
  • খ. পেট্রোল পানির সাথে মিশে না
  • গ. পেট্রোল পানির চেয়ে হাল্কা
  • ঘ. খ ও গ উভয়ই ঠিক

উত্তরঃ পেট্রোল পানির চেয়ে হাল্কা

বিস্তারিত

18. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ-

  • ক. পানি কেরোসিনের চেয়ে হাল্কা
  • খ. পানির অক্সিজেন কেরোসিনকে জ্বলতে সাহায্য করে
  • গ. কেরোসিন পানির চেয়ে হাল্কা
  • ঘ. জ্বলন্ত কেরোসিনের সংস্পর্শে আসা মাত্রই পানি জলীয় বাষ্পে পরিণত হয়

উত্তরঃ কেরোসিন পানির চেয়ে হাল্কা

বিস্তারিত

19. রাস্তা বা ছাদের আবরণ হিসাবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়?

  • ক. বালি
  • খ. চুনাপাথর
  • গ. পেট্রোলিয়ামের অবশেষ
  • ঘ. অ্যামোনিয়ার কালো লিকার

উত্তরঃ পেট্রোলিয়ামের অবশেষ

বিস্তারিত

20. কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?

  • ক. ক্লোরিন
  • খ. প্যারাফিন
  • গ. রেনিয়াম
  • ঘ. আয়োডিন

উত্তরঃ রেনিয়াম

বিস্তারিত

21. কোনটি বায়োগ্যাসের প্রধান কাঁচামাল?

  • ক. গোবর ও পানি
  • খ. খড়কুটা ও পানি
  • গ. কয়লা ও পানি
  • ঘ. মাটি ও পানি

উত্তরঃ গোবর ও পানি

বিস্তারিত

22. বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?

  • ক. ১ : ২
  • খ. ১ : ৩
  • গ. ১ : ৪
  • ঘ. ২ : ৩

উত্তরঃ ১ : ২

বিস্তারিত

23. বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থকে তা-

  • ক. সার হিসেবে ব্যবহার করা যায়
  • খ. হাঁস-মুরগীর খাবার হিসেবে ব্যবহার করা যায়
  • গ. জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়
  • ঘ. কোন কাজে লাগে না

উত্তরঃ সার হিসেবে ব্যবহার করা যায়

বিস্তারিত

25. বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয়?

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. কার্বন মনোক্সাইড
  • গ. মিথেন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects