বিখ্যাত ব্যাক্তিদের উক্তি ও উপাধি
26. ‘জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী’ উক্তিটি কার?
- ক. কার্লমার্কস
- খ. হিটলার
- গ. রুশো
- ঘ. প্লেটো
উত্তরঃ রুশো
27. ‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি কার?
- ক. মিল
- খ. প্লেটো
- গ. এরিস্টটল
- ঘ. লর্ড ব্রাইস
উত্তরঃ লর্ড ব্রাইস
28. Justice Delayed is Justice Denied-কার উক্তি?
- ক. Lord Atkin
- খ. Disraeli
- গ. Churchil
- ঘ. Gladstone
উত্তরঃ Gladstone
29. কে বলেছেন ‘কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করে’।
- ক. উইলিয়াম শেক্সপিয়ার
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. উইনস্টন চার্চিল
- ঘ. অলিভার গোল্ডস্মিথ
উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়ার
30. ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি?
- ক. সালজার
- খ. ফ্রান্স
- গ. হিটলার
- ঘ. মুসোলিনী
উত্তরঃ হিটলার
31. ‘শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’ বলেছেন-
- ক. টিএইচ গ্রিন
- খ. টিএইচ ব্রাউন
- গ. অ্যারিসস্টল
- ঘ. প্লেটো
উত্তরঃ টিএইচ গ্রিন
32. ‘নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে’-এ বিধির নাম কী?
- ক. ফিশারের বিধি
- খ. গেসামের বিধি
- গ. বেনহামের বিধি
- ঘ. এডাম স্মিথের বিধি
উত্তরঃ গেসামের বিধি
33. ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর” উক্তিটি-
- ক. হযরত মুহম্মদের (সাঃ)
- খ. হযরত আলীর (রাঃ)
- গ. লোকমান হাকিমের
- ঘ. হযরত শেখ সাদীর (রাঃ)
উত্তরঃ হযরত মুহম্মদের (সাঃ)
34. Man is the measure of all things, উক্তিটি কার?
- ক. প্রোটাগোরাস
- খ. জর্জিয়াস
- গ. স্বামী বিবেকানন্দ
- ঘ. আল্লামা ইকবাল
উত্তরঃ প্রোটাগোরাস
35. 'Impossible is a word to be found in a fool's dictionary'- who said this?
- ক. Che Guevara
- খ. Plato
- গ. Einstine
- ঘ. Napoleon
উত্তরঃ Napoleon
36. 'He prayethbest who loveth best, both man and bird and beast'- who told it?
- ক. Coleridge
- খ. Bernard Shaw
- গ. Morely
- ঘ. Browning
উত্তরঃ Coleridge
37. 'Poets are the unacknowledged legistature of the world'- who told it?
- ক. Browning
- খ. Tennyson
- গ. Shelley
- ঘ. Byron
উত্তরঃ Shelley
38. 'দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়'- বলেছিলেন
- ক. আব্রাহাম লিংকন
- খ. আইজাক নিউটন
- গ. বাট্রান্ড রাসেল
- ঘ. পন্ডিত নেহেরু
উত্তরঃ পন্ডিত নেহেরু
39. 'এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয়না'- বলেছিলেন
- ক. উইনস্টোন চার্চিল
- খ. নেপোলিয়ান বোনাপোর্ট
- গ. বিসমার্ক
- ঘ. কার্ল মার্কস
উত্তরঃ কার্ল মার্কস
40. "বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ" কোন কবি লিখেছেন?
- ক. মোহাম্মদ মনিরুজ্জামান
- খ. আসাদ চৌধুরী
- গ. কামাল চৌধুরী
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ মোহাম্মদ মনিরুজ্জামান