আলো
2. আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
- ক. ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
- খ. ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
- গ. ৩ লক্ষ কিলোমিটার
- ঘ. ৩ লক্ষ ২৮ হাজার কিলোমিটার
উত্তরঃ ৩ লক্ষ কিলোমিটার
5. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?
- ক. নিউটন
- খ. হাইগেন
- গ. প্ল্যাঙ্ক
- ঘ. ম্যাক্সওয়েল
উত্তরঃ প্ল্যাঙ্ক
6. ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়?
- ক. বিদ্যুৎ
- খ. তাপ
- গ. শব্দ
- ঘ. চুম্বক
উত্তরঃ বিদ্যুৎ
7. ফটো-তড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
- ক. তড়িৎ চৌম্বক তত্ত্ব
- খ. তরঙ্গ তত্ত্ব
- গ. কোয়ান্টাম তত্ত্ব
- ঘ. কণা তত্ত্ব
উত্তরঃ কোয়ান্টাম তত্ত্ব
- ক. তাপ
- খ. আলোক
- গ. তড়িৎ
- ঘ. চুম্বক
উত্তরঃ আলোক
9. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
- ক. আলফা রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. গামা রশ্মি
- ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ গামা রশ্মি
- ক. আলোক
- খ. বেতার তরঙ্গ
- গ. রঞ্জন রশ্মি
- ঘ. শব্দ তরঙ্গ
উত্তরঃ রঞ্জন রশ্মি
11. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
- ক. মৃদু রঞ্জন রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. গামা রশ্মি
- ঘ. কসমিক রশ্মি
উত্তরঃ মৃদু রঞ্জন রশ্মি
12. রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তা নাম কি?
- ক. গামা রশ্মি
- খ. অবলোহিত বিকিরণ
- গ. আলোক তরঙ্গ
- ঘ. মাইক্রোওয়েভ
উত্তরঃ মাইক্রোওয়েভ
13. টেলিভিশনে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়-
- ক. Very High Frequency
- খ. Microwave
- গ. Gamma Wave
- ঘ. Low Frequency
উত্তরঃ Microwave
14. বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয়-
- ক. এমপিচুড মডুলেশন করে
- খ. ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
- গ. ফেজ মডুলেশন করে
- ঘ. বাইনারী মডুলেশন করে
উত্তরঃ ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
15. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগনাল সম্প্রচার করা হয়, তার নাম-
- ক. এমপিচুড মডুলেশন করে
- খ. ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
- গ. ফেজ মডুলেশন করে
- ঘ. বাইনারী মডুলেশন করে
উত্তরঃ ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
17. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-
- ক. প্রতিসরণ
- খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- গ. বিচ্ছুরণ
- ঘ. পোলারায়ন
উত্তরঃ প্রতিসরণ
18. পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায়, কারণ আলোর-
- ক. প্রতিসরণ
- খ. প্রতিফলন
- গ. বিচ্ছুরণ
- ঘ. পোলারাইজেশন
উত্তরঃ প্রতিসরণ
19. একটি স্কেলকে পানিতে ডুবালে বাঁকা দেখা যায়- কারণে
- ক. প্রতিফনের
- খ. প্রতিসরণের
- গ. Diffraction
- ঘ. Dispersion
উত্তরঃ প্রতিসরণের
20. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি?
- ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণ
- খ. আলোর বিচ্ছুরণ
- গ. অপবর্তন
- ঘ. দৃষ্টিবিভ্রম
উত্তরঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ
22. মরীচিকায় কোন ঘটনা ঘটে?/কোনটির জন্য মরিচিকার সৃষ্টি হয়?
- ক. আলোর প্রতিফলন
- খ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- গ. আলোর বিচ্ছুরণ
- ঘ. আলোর পোলারায়ণ
উত্তরঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- ক. হীরাতে তেজস্ক্রিয়তা বর্তমান তাই আলোক বিচ্ছুরিত হয়
- খ. উচ্চ প্রতিসরাঙ্গের কারণে অভ্যন্তরীনভাবে আলোর প্রতিফলন ঘটে
- গ. হীরাতে রেডিয়াম থাকে বিধায় আলো বিচ্ছুরিত হয়
- ঘ. হীরার ধর্ম আঁধারে আলো বিচ্ছুরিত করা
উত্তরঃ উচ্চ প্রতিসরাঙ্গের কারণে অভ্যন্তরীনভাবে আলোর প্রতিফলন ঘটে
- ক. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
- খ. প্রতিসরণের জন্য
- গ. প্রতিফলনের জন্য
- ঘ. অপবর্তনের জন্য
উত্তরঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
25. Optical fiber cable-এ তথ্য আদান-প্রদানের মাধ্যম হলো
- ক. বিদ্যুৎ
- খ. ইলেক্ট্রা-ম্যাগনেটিক ওয়েভ
- গ. আলো
- ঘ. বিদ্যুৎ ও আলো উভয়ই
উত্তরঃ আলো