আলো

52. লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কেন?

  • ক. সবুজ পাতা লাল আলো প্রতিফলিত করে
  • খ. সবুজ পাতা দ্বারা লাল আলোর বিক্ষেপণ হয়
  • গ. লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয়
  • ঘ. লাল আলো সবুজ পাতা দ্বারা প্রতিসারিত হয়

উত্তরঃ লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয়

বিস্তারিত

53. অন্ধকার ঘরে রাল আলোতে কোনট কাল দেখাবে?

  • ক. লাল কাপড়
  • খ. জবা ফুল
  • গ. বেলী ফুল
  • ঘ. সবুজ পাতা

উত্তরঃ সবুজ পাতা

বিস্তারিত

54. বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে প্রায় কত?

  • ক. ৩x১০৭ মিটার
  • খ. ৩x১০৮ মিটার
  • গ. ৩x১০৯ মিটার
  • ঘ. ৩x১০১০ মিটার

উত্তরঃ ৩x১০৮ মিটার

বিস্তারিত

55. সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে?

  • ক. কালো
  • খ. নীল
  • গ. সবুজ
  • ঘ. কমলা

উত্তরঃ কালো

বিস্তারিত

56. বায়ুতে বা শূন্যস্থান বাযুতে আলোর গতি প্রতি সেকেন্ডে-

  • ক. ৩x১০৮ সেমি
  • খ. ৩x১০৯ সেমি
  • গ. ৩x১০১০ সেমি
  • ঘ. ৩x১০১১ সেমি

উত্তরঃ ৩x১০১০ সেমি

বিস্তারিত

57. লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখায়?

  • ক. নীল
  • খ. হলুদ
  • গ. সাদা
  • ঘ. কালো

উত্তরঃ কালো

বিস্তারিত

58. সোডিয়াম লাইটের নীচে রাতে লাল কাপড় কেমন দেখায়?

  • ক. লাল
  • খ. হলুদ
  • গ. সবুজ
  • ঘ. কালো

উত্তরঃ কালো

বিস্তারিত

59. Plank's Constant--

  • ক. 6.55x10-24 erg sec
  • খ. 6.65x10-27 erg sec
  • গ. 6.72x10-25 erg sec
  • ঘ. 6.74x10-26 erg sec

উত্তরঃ 6.65x10-27 erg sec

বিস্তারিত

61. কোন রং এর তরঙ্গদৈর্ঘ্য বেশি?

  • ক. সবুজ
  • খ. লাল
  • গ. হলুদ
  • ঘ. বেগুনি

উত্তরঃ লাল

বিস্তারিত

62. বিপদ সংকেতের জন্যে সর্বদা লাল আলো ব্যবহার করার কারণ-

  • ক. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
  • খ. লাল আলো তৈরিতে খরচ কম হয়
  • গ. লাল আলোর গতি কম
  • ঘ. লাল আলোর তরঙ্গ বিশেষণ কম

উত্তরঃ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক

বিস্তারিত

63. কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়?

  • ক. সাদা
  • খ. লাল
  • গ. কালো
  • ঘ. হলুদ

উত্তরঃ লাল

বিস্তারিত

64. সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর-

  • ক. তরঙ্গদৈর্ঘ্য বেশি
  • খ. প্রতিসরণ বেশি
  • গ. কম্পাঙ্ক বেশি
  • ঘ. তরঙ্গদৈর্ঘ্য কম

উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য বেশি

বিস্তারিত

65. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?

  • ক. বেগুনি
  • খ. লাল
  • গ. সবুজ
  • ঘ. কমলা

উত্তরঃ বেগুনি

বিস্তারিত

66. আকাশ নীল দেখায় কেন?

  • ক. নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে?
  • খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
  • গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
  • ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে

উত্তরঃ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

বিস্তারিত

67. মানুষের দর্শানুভূতির স্থায়িত্বকাল

  • ক. ১০.০ সেকেন্ড
  • খ. ১.৫ সেকেন্ড
  • গ. ০.০১ সেকেন্ড
  • ঘ. ০.১ সেকেন্ড

উত্তরঃ ০.১ সেকেন্ড

বিস্তারিত

68. আমাদের দর্শানুভূতি কোন আলোতে সবচেয়ে বেশি?

  • ক. লাল-কমলা
  • খ. বেগুনি-আকাশী
  • গ. হলুদ-সবুজ
  • ঘ. নীল-আসমানী

উত্তরঃ হলুদ-সবুজ

বিস্তারিত

69. কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য?

  • ক. কমলা
  • খ. হলুদ
  • গ. লাল
  • ঘ. সবুজ

উত্তরঃ লাল

বিস্তারিত

71. চোখের সাথে মিল আছে কোনটির?

  • ক. অণুবীক্ষণ যন্ত্র
  • খ. ক্যামেরা
  • গ. টেলিভিশন
  • ঘ. দূরবীক্ষণ যন্ত্র

উত্তরঃ ক্যামেরা

বিস্তারিত

72. সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে-

  • ক. টেলিস্কোপের সাহায্যে
  • খ. মাইক্রোস্কোপের সাহায্যে
  • গ. পেরিস্কোপের সাহায্যে
  • ঘ. স্যাটেলাইটের মাধ্যমে

উত্তরঃ পেরিস্কোপের সাহায্যে

বিস্তারিত

73. ডুবোজাহাজ হতে পানির উপর কোন বস্তু দেখার জন্য কোন আলোক যন্ত্র ব্যবহার করা হয়?

  • ক. টেলিস্কোপ
  • খ. পেরিস্কোপ
  • গ. মাইক্রোস্কোপ
  • ঘ. বাইনোকুলার

উত্তরঃ পেরিস্কোপ

বিস্তারিত

74. পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি হয়?

  • ক. শুধু প্রতিসরণ
  • খ. প্রতিফলন ও ব্যতিচার
  • গ. প্রতিসরণ ও প্রতিফলন
  • ঘ. অপবর্তন

উত্তরঃ প্রতিফলন ও ব্যতিচার

বিস্তারিত

75. জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি রকম হয়?

  • ক. উল্টো ও খর্বিত
  • খ. সোজা ও বিবর্ধিত
  • গ. উল্টো ও বিবর্ধিত
  • ঘ. সোজা ও খর্বিত

উত্তরঃ উল্টো ও বিবর্ধিত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects