আলো
51. অন্ধকার ঘরে লাল আলোতে গছের সবুজ পাতা বা গাছের সবুজ ফুল বা নীল রঙের ফুল বা সবুজ রঙের জামা দেখা যায়
- ক. লাল
- খ. সবুজ
- গ. কালো
- ঘ. হলুদ
উত্তরঃ কালো
52. লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কেন?
- ক. সবুজ পাতা লাল আলো প্রতিফলিত করে
- খ. সবুজ পাতা দ্বারা লাল আলোর বিক্ষেপণ হয়
- গ. লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয়
- ঘ. লাল আলো সবুজ পাতা দ্বারা প্রতিসারিত হয়
উত্তরঃ লাল আলো সবুজ পাতা দ্বারা শোষিত হয়
53. অন্ধকার ঘরে রাল আলোতে কোনট কাল দেখাবে?
- ক. লাল কাপড়
- খ. জবা ফুল
- গ. বেলী ফুল
- ঘ. সবুজ পাতা
উত্তরঃ সবুজ পাতা
54. বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে প্রায় কত?
- ক. ৩x১০৭ মিটার
- খ. ৩x১০৮ মিটার
- গ. ৩x১০৯ মিটার
- ঘ. ৩x১০১০ মিটার
উত্তরঃ ৩x১০৮ মিটার
56. বায়ুতে বা শূন্যস্থান বাযুতে আলোর গতি প্রতি সেকেন্ডে-
- ক. ৩x১০৮ সেমি
- খ. ৩x১০৯ সেমি
- গ. ৩x১০১০ সেমি
- ঘ. ৩x১০১১ সেমি
উত্তরঃ ৩x১০১০ সেমি
- ক. 6.55x10-24 erg sec
- খ. 6.65x10-27 erg sec
- গ. 6.72x10-25 erg sec
- ঘ. 6.74x10-26 erg sec
উত্তরঃ 6.65x10-27 erg sec
60. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
- ক. লাল
- খ. সবুজ
- গ. নীল
- ঘ. বেগুনি
উত্তরঃ বেগুনি
62. বিপদ সংকেতের জন্যে সর্বদা লাল আলো ব্যবহার করার কারণ-
- ক. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
- খ. লাল আলো তৈরিতে খরচ কম হয়
- গ. লাল আলোর গতি কম
- ঘ. লাল আলোর তরঙ্গ বিশেষণ কম
উত্তরঃ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
64. সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর-
- ক. তরঙ্গদৈর্ঘ্য বেশি
- খ. প্রতিসরণ বেশি
- গ. কম্পাঙ্ক বেশি
- ঘ. তরঙ্গদৈর্ঘ্য কম
উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য বেশি
- ক. নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে?
- খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
- গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
- ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে
উত্তরঃ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
67. মানুষের দর্শানুভূতির স্থায়িত্বকাল
- ক. ১০.০ সেকেন্ড
- খ. ১.৫ সেকেন্ড
- গ. ০.০১ সেকেন্ড
- ঘ. ০.১ সেকেন্ড
উত্তরঃ ০.১ সেকেন্ড
68. আমাদের দর্শানুভূতি কোন আলোতে সবচেয়ে বেশি?
- ক. লাল-কমলা
- খ. বেগুনি-আকাশী
- গ. হলুদ-সবুজ
- ঘ. নীল-আসমানী
উত্তরঃ হলুদ-সবুজ
70. চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্টভাবে দেখা যায় না?
- ক. মাইওপিয়া
- খ. চালশে
- গ. ক্ষীণ দৃষ্টি
- ঘ. বিষম দৃষ্টি
উত্তরঃ বিষম দৃষ্টি
71. চোখের সাথে মিল আছে কোনটির?
- ক. অণুবীক্ষণ যন্ত্র
- খ. ক্যামেরা
- গ. টেলিভিশন
- ঘ. দূরবীক্ষণ যন্ত্র
উত্তরঃ ক্যামেরা
72. সাবমেরিনের নাবিকেরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে-
- ক. টেলিস্কোপের সাহায্যে
- খ. মাইক্রোস্কোপের সাহায্যে
- গ. পেরিস্কোপের সাহায্যে
- ঘ. স্যাটেলাইটের মাধ্যমে
উত্তরঃ পেরিস্কোপের সাহায্যে
73. ডুবোজাহাজ হতে পানির উপর কোন বস্তু দেখার জন্য কোন আলোক যন্ত্র ব্যবহার করা হয়?
- ক. টেলিস্কোপ
- খ. পেরিস্কোপ
- গ. মাইক্রোস্কোপ
- ঘ. বাইনোকুলার
উত্তরঃ পেরিস্কোপ
74. পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি হয়?
- ক. শুধু প্রতিসরণ
- খ. প্রতিফলন ও ব্যতিচার
- গ. প্রতিসরণ ও প্রতিফলন
- ঘ. অপবর্তন
উত্তরঃ প্রতিফলন ও ব্যতিচার
75. জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি রকম হয়?
- ক. উল্টো ও খর্বিত
- খ. সোজা ও বিবর্ধিত
- গ. উল্টো ও বিবর্ধিত
- ঘ. সোজা ও খর্বিত
উত্তরঃ উল্টো ও বিবর্ধিত