আলো

26. অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহৃত হয়-

  • ক. গ্যাস কোর ও প্লাস্টিক ক্লাড
  • খ. গ্লাস কোর ও অ্যালুমিনিয়াম ক্লাড
  • গ. কপার কোর ও গ্লাস ক্লাড
  • ঘ. প্লাস্টিক কোর ও গ্লাস ক্লাড

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

27. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?

  • ক. দর্পণ
  • খ. লেন্স
  • গ. প্রিজম
  • ঘ. বিম্ব

উত্তরঃ দর্পণ

বিস্তারিত

28. আয়নার পিছনে কোন ধাতু ব্যবহৃত হয়?

  • ক. তামা
  • খ. রৌপ্য
  • গ. পারদ
  • ঘ. জিংক

উত্তরঃ রৌপ্য

বিস্তারিত

31. নাক, কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়-

  • ক. সমতল দর্পণ
  • খ. অবতল দর্পণ
  • গ. উত্তল দর্পণ
  • ঘ. ক ও গ উভয় ধরনের দর্পণ

উত্তরঃ অবতল দর্পণ

বিস্তারিত

32. মানব চোখের লেন্সটি-

  • ক. উভ উত্তল/দ্বি উত্তল
  • খ. অবতল
  • গ. উভ অবতল
  • ঘ. উত্তল

উত্তরঃ উভ উত্তল/দ্বি উত্তল

বিস্তারিত

33. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

  • ক. উত্তল
  • খ. অবতল
  • গ. জুম
  • ঘ. সিলিনড্রিক্যাল

উত্তরঃ অবতল

বিস্তারিত

36. সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হলে, কালো রঙ কিসে হয়?

  • ক. লাল ও সবুজের সমন্বয়ে
  • খ. লাল ও নীল রঙের সমন্বয়ে
  • গ. বেগুণি ও নীল রঙের সমন্বয়ে
  • ঘ. সব রঙের অনুপস্থিতির জন্য

উত্তরঃ সব রঙের অনুপস্থিতির জন্য

বিস্তারিত

37. আকাশে রংধনু সৃষ্টির কারণ

  • ক. ধুলিকণা
  • খ. বায়ুস্তর
  • গ. বৃষ্টির কণা
  • ঘ. অতিবেগুনি রশ্মি

উত্তরঃ বৃষ্টির কণা

বিস্তারিত

38. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো

  • ক. দর্পণের কাজ করে
  • খ. আতসী কাঁচের কাজ করে
  • গ. লেন্সের কাজ করে
  • ঘ. প্রিজমের কাজ করে

উত্তরঃ প্রিজমের কাজ করে

বিস্তারিত

39. রংধনুতে কয়টি রং?

  • ক. ৫টি
  • খ. ৬টি
  • গ. ৭টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

40. রংধনুর সাতটি রঙের মধ্য মধ্যম রঙ কোনটি?

  • ক. নীল
  • খ. লাল
  • গ. হলুদ
  • ঘ. সবুজ

উত্তরঃ সবুজ

বিস্তারিত

41. রংধনুতে হলুদ রঙের পাশের দুট রঙ কি কি?

  • ক. নীল ও কমলা
  • খ. সবুজ ও লাল
  • গ. বেগুনি ও লাল
  • ঘ. সবুজ ও কমলা

উত্তরঃ সবুজ ও কমলা

বিস্তারিত

42. পূর্বাকাশে রংধনু দেখা যায়না কোন সময়?

  • ক. সকালে
  • খ. বিকালে
  • গ. শরৎকালে
  • ঘ. শীতকালে

উত্তরঃ সকালে

বিস্তারিত

43. পশ্চিমাকাশে রংধনু দেখা যায় কোন সময়?

  • ক. সকালে
  • খ. বিকালে
  • গ. শরৎকালে
  • ঘ. বর্ষাকালে

উত্তরঃ সকালে

বিস্তারিত

44. তিনটি মৌলিক রঙ কি কি?/ যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়, সেগুলো হলো-

  • ক. লাল, হলুদ, নীল
  • খ. লাল, কমলা, বেগুনি
  • গ. হলুদ, সবুজ, নীল
  • ঘ. লাল, নীল, সবুজ

উত্তরঃ লাল, নীল, সবুজ

বিস্তারিত

45. সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?

  • ক. কমলা, হলুদ, আকাশী
  • খ. লাল, কমলা, হলুদ
  • গ. হলুদ, আকাশী, লাল
  • ঘ. লাল, আকাশী, সবুজ

উত্তরঃ লাল, আকাশী, সবুজ

বিস্তারিত

48. নিচের কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রঙ তৈরি হয়?

  • ক. লাল ও সবুজ
  • খ. লাল ও আকাশী
  • গ. সবুজ ও আকাশী
  • ঘ. সবুজ ও বেগুনি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

49. বরফ সাদা দেখায়। কারণ-

  • ক. লাল ও হলুদ রঙ শোষণ করে
  • খ. বরফ এমনিতেই সাদা
  • গ. বেগুনি রশ্মি শোষণ করে
  • ঘ. সবগুলো রঙ (reflect) প্রতিফলন করে

উত্তরঃ সবগুলো রঙ (reflect) প্রতিফলন করে

বিস্তারিত

50. কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে-

  • ক. কাল দেখায়
  • খ. নীল দেখায়
  • গ. লাল দেখায়
  • ঘ. সাদা দেখায়

উত্তরঃ কাল দেখায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects