পদার্থ বিজ্ঞানের বিকাশ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি

26. উড়োজাহাজের গতি নির্ণায়ক হয়-

  • ক. ক্রনোমিটার
  • খ. ওডোমিটার
  • গ. ট্যাকোমিটার
  • ঘ. ক্রোসকোগ্রাফ

উত্তরঃ ট্যাকোমিটার

বিস্তারিত

27. উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?

  • ক. গ্যালভানোমিটার
  • খ. অলটিমিটার
  • গ. ক্যালরিমিটার
  • ঘ. টেনসিওমিটার

উত্তরঃ অলটিমিটার

বিস্তারিত

28. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে

  • ক. ফ্যাদোমিটার
  • খ. জাইরোকম্পাস
  • গ. সাবমেরিন
  • ঘ. এ্যানিওমিটার

উত্তরঃ ফ্যাদোমিটার

বিস্তারিত

29. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-

  • ক. ব্যারোমিটার
  • খ. সেক্সট্যান্ট
  • গ. সিস্মোগ্রাফ
  • ঘ. ম্যানোমিটার

উত্তরঃ সিস্মোগ্রাফ

বিস্তারিত

30. ভূ-কম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?

  • ক. কার্ডিওগ্রাফ
  • খ. সিসমোগ্রাফ
  • গ. ক্রোসকোগ্রাফ
  • ঘ. কম্পাস

উত্তরঃ সিসমোগ্রাফ

বিস্তারিত

31. সিসমোগ্রাফ (seismograph) কি?

  • ক. বায়ু মাপার যন্ত্র
  • খ. ভূমিকম্প মাপার যন্ত্র
  • গ. বৃষ্টি মাপার যন্ত্র
  • ঘ. পানি প্রবাহ মাপার যন্ত্র

উত্তরঃ ভূমিকম্প মাপার যন্ত্র

বিস্তারিত

32. রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়?

  • ক. বায়ুর আর্দ্রতা
  • খ. বায়ুর চাপ
  • গ. ভূ-চুম্বকের তীব্রতা
  • ঘ. ভূমিকম্পের তীব্রতা

উত্তরঃ ভূমিকম্পের তীব্রতা

বিস্তারিত

33. Richter scale measures

  • ক. Total area of destruction
  • খ. Intensity of the earthquake
  • গ. Focus of earthquake
  • ঘ. Magnitude of earthquake

উত্তরঃ Intensity of the earthquake

বিস্তারিত

34. সূক্ষ্ম সময় মাপার যন্ত্র-

  • ক. ব্যারোমিটার
  • খ. ক্রোনোমিটার
  • গ. গ্যালভানোমিটার
  • ঘ. ম্যানোমিটার

উত্তরঃ ক্রোনোমিটার

বিস্তারিত

35. ক্রনোমিটার কি?

  • ক. সময় মাপার যন্ত্র
  • খ. রাস্তা মাপার যন্ত্র
  • গ. পানি মাপার যন্ত্র
  • ঘ. উত্তাপ মাপার যন্ত্র

উত্তরঃ সময় মাপার যন্ত্র

বিস্তারিত

36. জাহাজের সময় নিরুপনের জন্য ব্যবহৃত হয়-

  • ক. ক্রোনোমিটার
  • খ. দোলনঘড়ি
  • গ. ট্যাকোমিটার
  • ঘ. ওডোমিটার

উত্তরঃ ক্রোনোমিটার

বিস্তারিত

37. গাড়ির সাথে পথের যে সম্বন্ধ থার্মোমিটারের সাথে কোনটির সেই সম্বন্ধ?

  • ক. বৃষ্টিপাত
  • খ. তাপ
  • গ. উষ্ণতা
  • ঘ. বায়ুপ্রবাহ

উত্তরঃ উষ্ণতা

বিস্তারিত

38. বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম-

  • ক. অ্যাম্পিয়ার মিটার
  • খ. গ্যালভানোমিটার
  • গ. অ্যামিটার
  • ঘ. ভোল্টমিটার

উত্তরঃ অ্যামিটার

বিস্তারিত

39. মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

  • ক. স্ফিগমোম্যাননোমিটার
  • খ. স্টেথস্কোপ
  • গ. কার্ডিওগ্রাফ
  • ঘ. ইকো-কার্ডওগ্রাফ

উত্তরঃ স্ফিগমোম্যাননোমিটার

বিস্তারিত

40. পাওয়ার থ্রেসার কি?

  • ক. দেহের প্রেসার মাপার যন্ত্র
  • খ. ধানমাড়াইয়ের মেশিন
  • গ. ধান শুকানোর মেশিন
  • ঘ. মরিচ ভাংগানোর মেশিন

উত্তরঃ ধানমাড়াইয়ের মেশিন

বিস্তারিত

41. অলটিমিটার (Altimeter) কি?

  • ক. তাপ পরিমাপক যন্ত্র
  • খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
  • গ. গ্যাসের পরিমাপক যন্ত্র
  • ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র

উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র

বিস্তারিত

42. আগুন, মাটি, পানি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দেন--

  • ক. গ্যালিলিও গ্যালিলি
  • খ. পিথাগোরাস
  • গ. কোপার্নিকাস
  • ঘ. নিউটন

উত্তরঃ পিথাগোরাস

বিস্তারিত

43. গতিবিদ্যার জনক--

  • ক. গ্যালিলিও গ্যালিলি
  • খ. পিথাগোরাস
  • গ. কোপার্নিকাস
  • ঘ. নিউটন

উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি

বিস্তারিত

44. মৌলিক রাশি কতটি?

  • ক. তিনটি
  • খ. পাঁচটি
  • গ. সাতটি
  • ঘ. চারটি

উত্তরঃ সাতটি

বিস্তারিত

45. কম্পাঙ্কের একক কি?

  • ক. নিউটন (N)
  • খ. অ্যাম্পিয়ার (Am)
  • গ. হার্টজ (Hz)
  • ঘ. জুল (J)

উত্তরঃ হার্টজ (Hz)

বিস্তারিত

46. তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়--

  • ক. থার্মোমিটার
  • খ. ল্যাক্টোমিটার
  • গ. পাইরোমিটার
  • ঘ. সিস্মোগ্রাফ

উত্তরঃ পাইরোমিটার

বিস্তারিত

47. বাংলাদেশে TV সম্প্রচারের ক্ষেত্রে Audio Signal পাঠানো হয় কি করে?

  • ক. Frequency Vibration
  • খ. Frequency Modulation
  • গ. Frequency Modaration
  • ঘ. None of the above

উত্তরঃ Frequency Modulation

বিস্তারিত

48. পাত্রের পানিতে ডুবানো মুদ্রা প্রকৃত গভীরতার এক চতুর্থাংশ উপরে মনে হয় কেন?

  • ক. আলোর প্রতিফলন
  • খ. আলোর ব্যাতিচার
  • গ. আলোর প্রতিসরণ
  • ঘ. আলোর বিচ্ছুরণ

উত্তরঃ আলোর প্রতিসরণ

বিস্তারিত

50. প্রতিসরাঙ্কের মান যে দুটি নিয়ামকের উপর নির্ভরশীল--

  • ক. মধ্যমদ্বয়ের আকার ও আলোর রং
  • খ. মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
  • গ. মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোক রশ্মি
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ মধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects