সাধারন বিজ্ঞান

551. নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে?

  • ক. Haemoptysis
  • খ. Haematuria
  • গ. Epistaxis
  • ঘ. Malaena

উত্তরঃ Epistaxis

বিস্তারিত

553. Dialysis করা প্রয়োজন হয় কোন রোগে?

  • ক. Respiratory failure
  • খ. Hepatic failure
  • গ. Cardiac failure
  • ঘ. Renal failure

উত্তরঃ Renal failure

বিস্তারিত

554. কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস কখন দেয়া হয়?

  • ক. Respiratory failure
  • খ. Liver failure
  • গ. Cardiac failure
  • ঘ. Renal failure

উত্তরঃ Respiratory failure

বিস্তারিত

555. Hypoxia কখন হয়?

  • ক. Oxygen কমে গেলে
  • খ. Carbon dioxide বেড়ে গেলে
  • গ. Oxygen বেড়ে গেলে
  • ঘ. Carbon dioxide কমে গেলে

উত্তরঃ Oxygen কমে গেলে

বিস্তারিত

557. কোনটি ভেক্টর বাহিত রোগ নয়?

  • ক. ম্যালেরিয়া
  • খ. কালাজ্বর
  • গ. ইনফ্লুয়েঞ্জা
  • ঘ. ডেঙ্গু জ্বর

উত্তরঃ ইনফ্লুয়েঞ্জা

বিস্তারিত

558. হাইপার পাইরেক্সিয়ায় জ্বর কত আসে?

  • ক. ১০৪ F এর বেশি
  • খ. ১০৬ F এর বেশি
  • গ. ১০৩ F এর বেশি
  • ঘ. ১০০ F এর বেশি

উত্তরঃ ১০৬ F এর বেশি

বিস্তারিত

559. কোনটি Water Soluble vitamin?

  • ক. Vitamin C
  • খ. Vitamin A
  • গ. Vitamin D
  • ঘ. Vitamin K

উত্তরঃ Vitamin C

বিস্তারিত

560. মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি যে রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে -

  • ক. রিকেটস
  • খ. অক্টিও মাইলাইটিস
  • গ. হাইপো-থাইরয়ডিজম
  • ঘ. আর্থাইটিস

উত্তরঃ হাইপো-থাইরয়ডিজম

বিস্তারিত

561. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো-

  • ক. গ্লুকোজ
  • খ. গ্লাইকোজেন
  • গ. আমিষ
  • ঘ. গ্যালাকটোজ

উত্তরঃ গ্লাইকোজেন

বিস্তারিত

562. কোন ডালের সংগে ল্যাথাইরিজমের সম্পর্ক হলো -

  • ক. মসুর
  • খ. মুগ
  • গ. খেসারী
  • ঘ. মাষকলাই

উত্তরঃ খেসারী

বিস্তারিত

563. মানবদেহে ক্রোমোজোম সাধারণত কয় জোড়া থাকে?

  • ক. ২৩ জোড়া
  • খ. ৪৬ জোড়া
  • গ. ২১ জোড়া
  • ঘ. ৪২ জোড়া

উত্তরঃ ২৩ জোড়া

বিস্তারিত

564. স্ট্রোক শরীরের কোন অংশের রোগ?

  • ক. মস্তিস্ক
  • খ. যকৃত
  • গ. কিডনি
  • ঘ. প্লীহা

উত্তরঃ মস্তিস্ক

বিস্তারিত

565. ক্যালসিয়ামের প্রধান উৎস কি?

  • ক. কলা
  • খ. আম
  • গ. দুধ
  • ঘ. মুরগি

উত্তরঃ দুধ

বিস্তারিত

566. A doctor who studies and treats diseases of the nerve is -

  • ক. a peadiatrician
  • খ. an oncologist
  • গ. a nephrologist
  • ঘ. a neurologist

উত্তরঃ a neurologist

বিস্তারিত

567. ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?

  • ক. এমআরআই
  • খ. কেমোথেরাপি
  • গ. এনজিওগ্রাফি
  • ঘ. আলট্রাসনোগ্রাফি

উত্তরঃ কেমোথেরাপি

বিস্তারিত

568. টমেটোতে কোন এসিড থাকে?

  • ক. এসিটিক এসিড
  • খ. অক্সালিক এসিড
  • গ. ম্যালিক এসিড
  • ঘ. সাইট্রিক এসিড

উত্তরঃ অক্সালিক এসিড

বিস্তারিত

569. টিউব লাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?

  • ক. হাইড্রোজেন
  • খ. আর্গন
  • গ. নিয়ন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

570. কোনটি সোয়ানফ্লু- এর ভাইরাস?

  • ক. H2N1
  • খ. N2H1
  • গ. H2N1
  • ঘ. HN

উত্তরঃ H2N1

বিস্তারিত

571. ১ বর্গমাইল সমান -

  • ক. ৬২০ একর
  • খ. ৬৪০ একর
  • গ. ৬৫০ একর
  • ঘ. ৬৬০ একর

উত্তরঃ ৬৪০ একর

বিস্তারিত

572. VHF ও UHF তরঙ্গ ব্যবহৃত হয় -

  • ক. রাডারে
  • খ. অ্যামপ্লিফায়ারে
  • গ. টেলিভিশনে
  • ঘ. বেতার যন্ত্রে

উত্তরঃ বেতার যন্ত্রে

বিস্তারিত

573. তাপমাত্রার যে স্কেলে ‘০’ ডিগ্রি সবচেয়ে বেশি তা হলো -

  • ক. ফারেনহাইট
  • খ. কেলভিন
  • গ. সেন্টিগ্রেড
  • ঘ. সেলসিয়াস

উত্তরঃ সেলসিয়াস

বিস্তারিত

574. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে -

  • ক. DNA
  • খ. RNA
  • গ. নিউক্লিওলাস
  • ঘ. সেন্ট্রোমিয়ার

উত্তরঃ DNA

বিস্তারিত

575. থিয়ামিন এর অভাবে যে রোগ হয় তা হলো -

  • ক. চর্মরোগ
  • খ. রাতকানা রোগ
  • গ. রক্তশ্যূতা রোগ
  • ঘ. বেরিবেরি রোগ

উত্তরঃ বেরিবেরি রোগ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects