সাধারন বিজ্ঞান
602. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন -
- ক. কুটওয়াল্র্ডহেইম
- খ. দ্যাগ হ্যামারশোল্ড
- গ. উ থান্ট
- ঘ. ট্রাইগভেলাই
উত্তরঃ উ থান্ট
603. কোন বাঙালি নেতার নামের আগে নেতাজী বলা হয়?
- ক. চিত্ররঞ্জন দাস
- খ. এ, কে ফজলুল হক
- গ. মণি সিংহ
- ঘ. সুভাসচন্দ্র বসু
উত্তরঃ সুভাসচন্দ্র বসু
604. ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশার নাম -
- ক. এডিস
- খ. এনোফিলিস
- গ. কিউলেক্স
- ঘ. ম্যানসোনাইড
উত্তরঃ এনোফিলিস
- ক. Safe period
- খ. OCP (Contraceptive Pill)
- গ. Condom
- ঘ. কপার-টি
উত্তরঃ OCP (Contraceptive Pill)
- ক. Pericardium
- খ. Peritoneum
- গ. Pleura
- ঘ. Periosteum
উত্তরঃ Pleura
608. স্বাস্থ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডসমূহ -
- ক. টিকাদান
- খ. স্বাস্থ্য শিক্ষা
- গ. চিকিৎসা
- ঘ. রোগ প্রতিষেধক ব্যবস্থা
উত্তরঃ স্বাস্থ্য শিক্ষা
609. মাইটোটিক ডিভিশন হয় -
- ক. সোমাটিক সেল এ
- খ. নিওরান এ
- গ. লেট স্টেজ অব sex cell এ
- ঘ. cardiac muscle
উত্তরঃ সোমাটিক সেল এ
611. রক্ত সংগ্রহের জন্য পছন্দসই শিরা -
- ক. Cephalic Vein
- খ. Carotid vein
- গ. Median cubital vein
- ঘ. Axillary vein
উত্তরঃ Median cubital vein
612. সাধারণত রোগীল pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী -
- ক. Ulnar artery
- খ. Redial artery
- গ. Iiac artery
- ঘ. External carotid artery
উত্তরঃ Redial artery
613. সাস্থ্যের রুগ্নতার (morbidity) সূচক?
- ক. মাতৃমৃত্যুর হার
- খ. নবজাতক মৃত্যুর হার
- গ. ইনসিডেন্স হার
- ঘ. গড় আয়ু
উত্তরঃ ইনসিডেন্স হার
614. Vital Statistics এর পর্যায় হলো -
- ক. রুগ্নতা বা অসুস্থতা
- খ. মৃত্যু
- গ. হাসপাতালের পরিসংখ্যান
- ঘ. স্বাস্থ্য পরিসংখ্যান
উত্তরঃ স্বাস্থ্য পরিসংখ্যান
615. প্রাথমিক প্রতিরোধ বলতে বুঝায় -
- ক. স্বাস্থ্যের উন্নয়ন
- খ. প্রাথমিক পযার্য়ে রোগের কারণসমূহ হতে
- গ. পর্যাপ্ত চিকিৎসা
- ঘ. পুনর্বাসন
উত্তরঃ স্বাস্থ্যের উন্নয়ন
616. মৃত্যুর সূচক -
- ক. ইনসিডেন্স এর হার
- খ. প্রিভিলেন্সের হার
- গ. ক্রুড ডেথ রেট
- ঘ. অক্ষমতা সীমিতকরণ এর হার
উত্তরঃ ক্রুড ডেথ রেট
618. কোনটিতে Acute heart failure হতে পারে না -
- ক. Rh. fever
- খ. Myxodema
- গ. Myo. Infarction
- ঘ. Acute nephritis
উত্তরঃ Myxodema
620. গর্ভবস্থার লক্ষণ -
- ক. Pelvic infection
- খ. মাসিক বন্ধ থাকা
- গ. ডিসমেনোরিয়া
- ঘ. যোনিপথে স্রাব
উত্তরঃ মাসিক বন্ধ থাকা
- ক. অপুষ্টি
- খ. পিউরপেরাল sepsis
- গ. চোখে ঝাপসা দেখা
- ঘ. stroke
উত্তরঃ পিউরপেরাল sepsis
622. জম্মের পর হতে সন্তানকে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত -
- ক. ৩ মাস পর্যন্ত
- খ. ৬ মাস পর্যন্ত
- গ. ৯ মাস পর্যন্ত
- ঘ. ১ বছর পর্যন্ত
উত্তরঃ ৬ মাস পর্যন্ত
624. Hospital Waste ধ্বংসের পদ্ধতি -
- ক. Dumping
- খ. Sanitary land filling
- গ. Composting
- ঘ. Incineration
উত্তরঃ Incineration
625. Data প্রদর্শনের উপায়সমূহ -
- ক. Bar Diagram
- খ. Histogram
- গ. Line Chart
- ঘ. Frequency পলিগন
উত্তরঃ Bar Diagram