সাধারন বিজ্ঞান
676. জাতীয় টিকাদান কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়?
- ক. ৫টি
- খ. ৬টি
- গ. ৪টি
- ঘ. ৭টি
উত্তরঃ ৭টি
678. Who invented the genomics of jute?
- ক. Makshudul Alam
- খ. Kudrat-E-Khuda
- গ. Abed Chowdhury
- ঘ. Muhammad Alam
উত্তরঃ Makshudul Alam
679. Bird with the largest wing span is :
- ক. Osrich
- খ. Allbatross
- গ. Eagle
- ঘ. Falcon
উত্তরঃ Allbatross
681. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো -
- ক. মাইক্রোফোন
- খ. লাউড স্পিকার
- গ. কম্পিউটার
- ঘ. রেডিও
উত্তরঃ লাউড স্পিকার
682. ক্যান্সার চিকিৎসায় যো বিকিরণ ব্যবহার করা হয় তা হলো -
- ক. গামা রে
- খ. আইসোটোপ
- গ. তেজস্ক্রিয়তা
- ঘ. বিটা রশ্মি
উত্তরঃ গামা রে
683. টিউব লাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম -
- ক. হাইড্রোজেন
- খ. নাইট্রোজেন
- গ. কার্বন
- ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ নাইট্রোজেন
687. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক তড়িৎ শক্তিতে রূপান্তর হয় তাকে বলে -
- ক. ট্রান্সফর্মার
- খ. মোটর
- গ. ডায়নামো
- ঘ. পাখা
উত্তরঃ ডায়নামো
688. রক্তের লোহিত কণিকা তৈরি হয় -
- ক. লোহিত অস্থিমজ্জায়
- খ. তরুণাস্তিতে
- গ. হরিদ্রা অস্থিমজ্জায়
- ঘ. যকৃতে
উত্তরঃ লোহিত অস্থিমজ্জায়
689. পাহাড়ের চূড়ায় স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ঐ উচ্চতায় -
- ক. বায়ুর চাপ বেশি
- খ. বায়ুর চাপ কম
- গ. সূর্যতাপের প্রখরতা বেশি
- ঘ. সূর্যতাপের প্রখরতা কম
উত্তরঃ বায়ুর চাপ কম
690. কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
- ক. লোহিত কণিকায়
- খ. শ্বেত কণিকায়
- গ. রক্তরসে
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ রক্তরসে
692. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
- ক. মিথেন
- খ. ফসফিন গ্যাস
- গ. নাইট্রোজেন গ্যাস
- ঘ. ক্লোরোপিকরিন
উত্তরঃ ক্লোরোপিকরিন
- ক. Quarantine
- খ. Gestation
- গ. Isolation
- ঘ. Seclusion
উত্তরঃ Quarantine
694. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে -
- ক. নাইট্রোজেন
- খ. কার্বন মনোক্সাইড
- গ. মিথেন
- ঘ. হাইড্রোজেন
উত্তরঃ মিথেন
695. মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি?
- ক. ডি এন এ
- খ. আরএনএ
- গ. সেপ্টোমেয়ার
- ঘ. নিউক্লিয়াস
উত্তরঃ ডি এন এ
696. ভিটামিন ‘সি’ এর অভাবে কোন ধরনের রোগ হয়?
- ক. রিকেট
- খ. বেরিবেরি
- গ. রাতকানা
- ঘ. স্কার্ভি
উত্তরঃ স্কার্ভি
697. চা ও কফিতে যে পদার্থটি শরীরকে চাঙ্গা করে তার নাম কী?
- ক. টলুইন
- খ. গ্লুকোজ
- গ. ক্যাফেইন
- ঘ. টেনিন
উত্তরঃ ক্যাফেইন