সাধারন বিজ্ঞান
726. নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক. স্থিতি শক্তি
- খ. গতি শক্তি
- গ. ঘর্ঘণ শক্তি
- ঘ. যান্ত্রিক শক্তি
উত্তরঃ স্থিতি শক্তি
727. নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়?
- ক. গ্লোমারুলাস
- খ. মাইনর কেলিস
- গ. নেফ্রন
- ঘ. মেজর কেলিস
উত্তরঃ নেফ্রন
728. নিচের কোনটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়?
- ক. মাথাপিছু জাতীয় আয়
- খ. অর্থনৈতিক দুর্বলতা সূজক
- গ. রপ্তানি আয় সূচক
- ঘ. মানবসম্পদ সূচক
উত্তরঃ রপ্তানি আয় সূচক
730. মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে?
- ক. ৬ জোড়া
- খ. ২৩ জোড়া
- গ. ৩৩ জোড়া
- ঘ. ৪৬জোড়া
উত্তরঃ ২৩ জোড়া
732. গাছের প্রাণ আছে- কে প্রমাণ করেন?
- ক. জগদীশচন্দ্র বসু
- খ. সত্যেন্দ্রনাথ বসু
- গ. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন
- ঘ. স্টিফেন হকিংস
উত্তরঃ জগদীশচন্দ্র বসু
733. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
- ক. ভিটামিন এ
- খ. ভিটামিন বি
- গ. ভিটামিন সি
- ঘ. ভিটামিন ডি
উত্তরঃ ভিটামিন এ
735. লোহার সাথে কি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়?
- ক. দস্তা
- খ. তামা
- গ. কার্বন
- ঘ. এলুমিনিয়াম
উত্তরঃ কার্বন
736. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে?
- ক. ক্যাটল ফিস
- খ. অক্টোপাস
- গ. কচ্ছপ
- ঘ. কুমির
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. মাংস, ডিম
- খ. দুধ, কলা
- গ. সবুজ শাকসবজি
- ঘ. সবকটি
উত্তরঃ সবুজ শাকসবজি
739. প্রাকৃতিক গ্যাসের কোন শক্তি সঞ্চিত থাকে?
- ক. তাপ শক্তি
- খ. আলোক শক্তি
- গ. রাসায়নিক শক্তি
- ঘ. সৌর শক্তি
উত্তরঃ রাসায়নিক শক্তি
740. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -
- ক. প্যাথোজেনিক
- খ. ইনফরমেশন
- গ. টক্সিন
- ঘ. জীবাণু
উত্তরঃ প্যাথোজেনিক
745. রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
- ক. লোহিত কণিকা
- খ. শ্বেত কণিকা
- গ. শ্বেত ও লোহিত কণিকা
- ঘ. কোনটাই নয়
উত্তরঃ শ্বেত কণিকা
- ক. পরিমিত ঘুম
- খ. ধুমপান
- গ. সুষম খাদ্যগ্রহণ
- ঘ. রক্তপাত
উত্তরঃ ধুমপান
749. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি তা হলো -
- ক. পিতল
- খ. তামা
- গ. সীসা
- ঘ. টাংস্টেন
উত্তরঃ টাংস্টেন