সাধারন বিজ্ঞান
752. ১০ মিলিমিটার = ?
- ক. ১ ডেসিমিটার
- খ. ১ সেন্টিমিটার
- গ. ১ মিটার
- ঘ. ১ কিলোমিটার
উত্তরঃ ১ সেন্টিমিটার
753. ২০১৭ সালে পদার্থবিদ্যায় তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। তাঁরা কোন দেশের অধিবাসী?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. জার্মানি
- ঘ. সুইডেন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
754. ইউরিয়া সার থেকে উদ্ভিত কোন খাদ্যগ্রহণ করে?
- ক. অক্সিজেন
- খ. কার্বন ডাইঅক্সাইড
- গ. সালফার
- ঘ. নাইট্রোজন
উত্তরঃ নাইট্রোজন
755. স্যাকারিন প্রস্তুত করা হয় -
- ক. বেনজিন হতে
- খ. ফেনল হতে
- গ. কয়লা হতে
- ঘ. টলুইন হতে
উত্তরঃ টলুইন হতে
756. নিচের কোন রোগটি পানিবাহিত রোগ?
- ক. গলগণ্ড
- খ. হেপাটাইটিস A
- গ. কালাজ্বর
- ঘ. টাইফয়েড
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. পরমাণু শক্তি
- খ. কয়লা
- গ. পেট্রোল
- ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ পরমাণু শক্তি
759. সংকর ধাতু পিতলের উপাদান -
- ক. তামা ও নিকেল
- খ. তামা ও দস্তা
- গ. তামা ও সীসা
- ঘ. তামা ও টিন
উত্তরঃ তামা ও দস্তা
760. মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায়?
- ক. ত্বকের সাহায্যে
- খ. ফুসফসের সাহায্যে
- গ. ফুলকার সাহায্যে
- ঘ. গিলের সাহায্যে
উত্তরঃ ফুলকার সাহায্যে
761. জৈব এসিড হলো -
- ক. নাইট্রিক এসিড
- খ. হাইড্রোক্লোরিক এসিড
- গ. সালফিউরিক এসিড
- ঘ. এসিটিক এসিড
উত্তরঃ সালফিউরিক এসিড
762. সব ধরনের Micro-organism এর complete killing এর best procedure হলো :
- ক. Srerilization
- খ. Disinfection
- গ. Antisepsis
- ঘ. Decontamination
উত্তরঃ Srerilization
763. Exclusive breast feeding কথাটি কতদিন breast feeding করার কথা বুঝায়?
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ৬ মাস
- ঘ. ১০ মাস
উত্তরঃ ৬ মাস
764. নিচের কোনটি বিভিন্ন Organ থেকে রক্ত সংগ্রহ করে?
- ক. Veins
- খ. Arteries
- গ. Nerves
- ঘ. Lungs
উত্তরঃ Veins
766. Phagocytosis প্রক্রিয়াটি সাধিত হয় কোথায়?
- ক. Eosinophil
- খ. Platelet
- গ. Neutrophil
- ঘ. Red blood cell
উত্তরঃ Neutrophil
767. নিচের কোনটি Milk ejection reflex করে?
- ক. Oxytocin
- খ. Estrogen
- গ. Progesterone
- ঘ. Thyroxin
উত্তরঃ Oxytocin
768. একজন গর্ভবতী মহিলার labour monitoring এর জন্য খুবই প্রয়োজন হলো :
- ক. ECG
- খ. Ultrasonogram
- গ. Partogram
- ঘ. Echocardiogram
উত্তরঃ Partogram
772. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র নিচের কোনটি?
- ক. ওডোমিটার
- খ. ট্যাকোমিটার
- গ. সিসমোগ্রাফ
- ঘ. রিকটার স্কেল
উত্তরঃ ট্যাকোমিটার
773. What is the meaning of the word 'post mortem'?
- ক. Before death
- খ. Autopsy
- গ. Surgical operation
- ঘ. Declare dead
উত্তরঃ Autopsy
774. কোনটি রোগটির প্রতিষেধক DPT vaccine নয়?
- ক. Diphtheria
- খ. Pneumonia
- গ. Tetanus
- ঘ. Pertusis
উত্তরঃ Pneumonia
775. Serum creatinine level বেড়ে যায় সাধারণত কোন রোগে?
- ক. Bronchitis
- খ. Arthritis
- গ. Cervicities
- ঘ. Chronic kindly disease
উত্তরঃ Chronic kindly disease