সাধারন বিজ্ঞান
701. বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?
- ক. ১৮ ট্রিলিয়ন ঘন ফুট
- খ. ১২ ট্রিলিয়ন ঘন ফুট
- গ. ২ ট্রিলিয়ন ঘন ফুট
- ঘ. ১৫ ট্রিলিয়ন ঘন ফুট
উত্তরঃ ১২ ট্রিলিয়ন ঘন ফুট
706. বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?
- ক. প্রোটন
- খ. ইলেকট্রন
- গ. নিউট্রন
- ঘ. আইসোটোপ
উত্তরঃ আইসোটোপ
709. আলো প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যায়। ৮ মিনিট ২০ সেকেন্ডে কত কোটি কিলোমিটার যাবে?
- ক. ১২
- খ. ১৩
- গ. ১৪
- ঘ. ১৫
উত্তরঃ ১৫
- ক. তামা ও টিন
- খ. তামা ও নিকেল
- গ. তামা ও সীসা
- ঘ. তামা ও দস্তা
উত্তরঃ তামা ও দস্তা
715. মানুষের বৈজ্ঞানিক নাম কী?
- ক. হোমো ইরেকটাস
- খ. হোমো স্যাপিয়েন্স
- গ. হোমো হ্যাবিলস
- ঘ. হোমো নেয়াল্ডারথালিস
উত্তরঃ হোমো স্যাপিয়েন্স
716. হিমবাহ কোন প্রাকৃতিক পরিবেশে দেখা যায়?
- ক. বাতাসে
- খ. সমুদ্রে
- গ. ঊধ্র্বাকাশে
- ঘ. মরু অঞ্চলে
উত্তরঃ সমুদ্রে
718. আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মাথা -
- ক. সবুজ রঙের
- খ. লাল রঙের
- গ. হলুদ রঙের
- ঘ. মেরুন রঙের
উত্তরঃ লাল রঙের
- ক. IPV
- খ. DPT
- গ. PCV
- ঘ. BDC
উত্তরঃ PCV
721. কোন রোগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মুল করা সম্ভব হয়েছে?
- ক. টিটেনাস
- খ. পোলিও
- গ. হাম
- ঘ. জলাতঙ্ক
উত্তরঃ পোলিও
722. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
- ক. আলোক
- খ. বেতার তরঙ্গ
- গ. শব্দ তরঙ্গ
- ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ রঞ্জন রশ্মি
723. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
- ক. লিগনিন
- খ. সেলুলোজ
- গ. রেজিন
- ঘ. হেমি সেলুলোজ
উত্তরঃ সেলুলোজ
724. নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়?
- ক. বৈদ্যুতিক মটর
- খ. ব্যাটারী
- গ. জেনারেটর
- ঘ. ঘুর্ণায়মান কয়েল মিটার
উত্তরঃ ব্যাটারী
725. একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও একটি কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে -
- ক. পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
- খ. কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
- গ. এরা একই সময়ে মাটিতে পড়বে
- ঘ. উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে
উত্তরঃ এরা একই সময়ে মাটিতে পড়বে