সাধারন বিজ্ঞান

701. বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?

  • ক. ১৮ ট্রিলিয়ন ঘন ফুট
  • খ. ১২ ট্রিলিয়ন ঘন ফুট
  • গ. ২ ট্রিলিয়ন ঘন ফুট
  • ঘ. ১৫ ট্রিলিয়ন ঘন ফুট

উত্তরঃ ১২ ট্রিলিয়ন ঘন ফুট

বিস্তারিত

702. মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. অসংখ্য

উত্তরঃ ৪টি

বিস্তারিত

703. খাবার সোডার সংকেত কোনটি?

  • ক. Na2CO3
  • খ. Na2HCO3
  • গ. HCI
  • ঘ. ZnSO4

উত্তরঃ Na2HCO3

বিস্তারিত

705. ১৮ কেজি ভরের বস্তুর ওজন চাঁদে কত নিউটন হবে?

  • ক. ১৯.৪
  • খ. ২৯.৪
  • গ. ৩৯.৪
  • ঘ. ৪৯.৪

উত্তরঃ ২৯.৪

বিস্তারিত

706. বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?

  • ক. প্রোটন
  • খ. ইলেকট্রন
  • গ. নিউট্রন
  • ঘ. আইসোটোপ

উত্তরঃ আইসোটোপ

বিস্তারিত

707. ২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?

  • ক. ২৫০
  • খ. ০.২৫
  • গ. ২.৫০
  • ঘ. ২৫.০০

উত্তরঃ ০.২৫

বিস্তারিত

708. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

  • ক. পারদ
  • খ. লৌহ
  • গ. সোডিয়াম
  • ঘ. তামা

উত্তরঃ পারদ

বিস্তারিত

710. সাঁতার কাটা সহজ কোথায়?

  • ক. সাগরে
  • খ. নদীতে
  • গ. পুকুরে
  • ঘ. বিলে

উত্তরঃ সাগরে

বিস্তারিত

711. কপার সালফেটকে কী বলা হয়?

  • ক. ফিটকিরি
  • খ. তুঁতে
  • গ. কর্পুর
  • ঘ. চুন

উত্তরঃ তুঁতে

বিস্তারিত

712. পিতলের ‍উপাদান কোনটি?

  • ক. তামা ও টিন
  • খ. তামা ও নিকেল
  • গ. তামা ও সীসা
  • ঘ. তামা ও দস্তা

উত্তরঃ তামা ও দস্তা

বিস্তারিত

713. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

  • ক. মিথেন
  • খ. ইথেন
  • গ. হাইড্রোজেন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

714. কোনটি তাপ কুপরিবাহী?

  • ক. লোহা
  • খ. তামা
  • গ. রাবার
  • ঘ. পানি

উত্তরঃ রাবার

বিস্তারিত

715. মানুষের বৈজ্ঞানিক নাম কী?

  • ক. হোমো ইরেকটাস
  • খ. হোমো স্যাপিয়েন্স
  • গ. হোমো হ্যাবিলস
  • ঘ. হোমো নেয়াল্ডারথালিস

উত্তরঃ হোমো স্যাপিয়েন্স

বিস্তারিত

716. হিমবাহ কোন প্রাকৃতিক পরিবেশে দেখা যায়?

  • ক. বাতাসে
  • খ. সমুদ্রে
  • গ. ঊধ্র্বাকাশে
  • ঘ. মরু অঞ্চলে

উত্তরঃ সমুদ্রে

বিস্তারিত

717. খাদ্যের প্রধান উপাদান নয় কোনটি?

  • ক. শর্করা
  • খ. চর্বি
  • গ. আমিষ
  • ঘ. আয়রন

উত্তরঃ আয়রন

বিস্তারিত

718. আর্সেনিক দূষণযুক্ত টিউবওয়েলের মাথা -

  • ক. সবুজ রঙের
  • খ. লাল রঙের
  • গ. হলুদ রঙের
  • ঘ. মেরুন রঙের

উত্তরঃ লাল রঙের

বিস্তারিত

720. মানুষের শরীরে সর্বমোট ‘অস্থির’ সংখ্যা -

  • ক. ২০০টি
  • খ. ২২০টি
  • গ. ২০৬টি
  • ঘ. ২০টি

উত্তরঃ ২০৬টি

বিস্তারিত

721. কোন রোগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মুল করা সম্ভব হয়েছে?

  • ক. টিটেনাস
  • খ. পোলিও
  • গ. হাম
  • ঘ. জলাতঙ্ক

উত্তরঃ পোলিও

বিস্তারিত

722. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

  • ক. আলোক
  • খ. বেতার তরঙ্গ
  • গ. শব্দ তরঙ্গ
  • ঘ. রঞ্জন রশ্মি

উত্তরঃ রঞ্জন রশ্মি

বিস্তারিত

723. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

  • ক. লিগনিন
  • খ. সেলুলোজ
  • গ. রেজিন
  • ঘ. হেমি সেলুলোজ

উত্তরঃ সেলুলোজ

বিস্তারিত

724. নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়?

  • ক. বৈদ্যুতিক মটর
  • খ. ব্যাটারী
  • গ. জেনারেটর
  • ঘ. ঘুর্ণায়মান কয়েল মিটার

উত্তরঃ ব্যাটারী

বিস্তারিত

725. একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও একটি কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে -

  • ক. পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
  • খ. কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
  • গ. এরা একই সময়ে মাটিতে পড়বে
  • ঘ. উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে

উত্তরঃ এরা একই সময়ে মাটিতে পড়বে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects