সাধারন বিজ্ঞান

652. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়?

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. হাইড্রোজেন
  • ঘ. হিলিয়াম

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

653. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?

  • ক. ফ্যাদোমিটার
  • খ. ট্রান্সমিটার
  • গ. ক্রেসকোগ্রাফ
  • ঘ. সিসমোগ্রাফ

উত্তরঃ সিসমোগ্রাফ

বিস্তারিত

654. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?

  • ক. শতকরা ২০ ভাগ
  • খ. শতকরা ২৫ ভাগ
  • গ. শতকরা ৩০ ভাগ
  • ঘ. শতকরা ৩৫ ভাগ

উত্তরঃ শতকরা ২৫ ভাগ

বিস্তারিত

655. এপিকালচার বলতে কি বোঝায়?

  • ক. মৎস্য চাষ
  • খ. রেশম চাষ
  • গ. মৌমাছি চাষ
  • ঘ. বৃক্ষ চাষ

উত্তরঃ মৌমাছি চাষ

বিস্তারিত

656. পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়?

  • ক. A ও B
  • খ. B ও C
  • গ. A ও C
  • ঘ. B ও D

উত্তরঃ B ও C

বিস্তারিত

657. বিলিরুবিন তৈরি হয় -

  • ক. যকৃতে
  • খ. বৃক্কতে
  • গ. পিত্তথলিতে
  • ঘ. হৃদযন্ত্রে

উত্তরঃ যকৃতে

বিস্তারিত

658. কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো -

  • ক. জিওলজি
  • খ. এ্যানথ্রপলোজি
  • গ. এনটোমলজি
  • ঘ. নিউরোলজি

উত্তরঃ এনটোমলজি

বিস্তারিত

659. ‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়?

  • ক. সিয়েরা লিওরা
  • খ. কঙ্গো
  • গ. লিবিয়া
  • ঘ. ইথিওপিয়া

উত্তরঃ কঙ্গো

বিস্তারিত

660. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?

  • ক. ১২ নটিক্যাল মাইল
  • খ. ২০০ নটিক্যাল মাইল
  • গ. ১৪ নটিক্যাল মাইল
  • ঘ. ৪০০ নটিক্যাল মাইল

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল

বিস্তারিত

661. তেঁতুলে কোন ধরনের এসিড থাকে?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. টারটারিক এসিড
  • গ. এসকরবিক এসিড
  • ঘ. ফসফরিক এসিড

উত্তরঃ টারটারিক এসিড

বিস্তারিত

662. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র কোনটি?

  • ক. ব্যারোমিটার
  • খ. সিসমোগ্রাফ
  • গ. ম্যানোমিটার
  • ঘ. গ্যাসমিটার

উত্তরঃ ম্যানোমিটার

বিস্তারিত

663. কাজের ব্যবহারিক একক -

  • ক. জুল
  • খ. ওয়াট
  • গ. নিউটন
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ জুল

বিস্তারিত

664. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে -

  • ক. ক্যালসিয়াম অক্সালেট
  • খ. ক্যালসিয়াম কার্বনেট
  • গ. ক্যালসিয়াম ফসফেট
  • ঘ. ক্যালসিয়াম সালফেট

উত্তরঃ ক্যালসিয়াম অক্সালেট

বিস্তারিত

665. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

  • ক. অক্সিজেন
  • খ. কার্বন ডাইঅক্সাইড
  • গ. নাইট্রোজেন
  • ঘ. হাইড্রোজেন

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

666. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের -

  • ক. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
  • খ. বিক্ষেপণ বেশি
  • গ. প্রতিফলন বেশি
  • ঘ. শোষণ বেশি

উত্তরঃ বিক্ষেপণ বেশি

বিস্তারিত

667. কোনটি টুথপেস্ট তৈরিতে ব্যবহৃত হয়?

  • ক. সিডার উড
  • খ. তারপিনল
  • গ. লিনানল
  • ঘ. মেনথল

উত্তরঃ মেনথল

বিস্তারিত

668. A medicine or substrance that controls the effects of a poison or disease is called a/an -

  • ক. aneasthesia
  • খ. panacea
  • গ. placebo
  • ঘ. antidote

উত্তরঃ antidote

বিস্তারিত

670. বায়ুমণ্ডলে নিচের কোন উপাদানটি সবচেয়ে কম?

  • ক. ওজোন
  • খ. হাইড্রোজেন
  • গ. মিথেন
  • ঘ. কার্বন ডাই-অক্সাইড

উত্তরঃ মিথেন

বিস্তারিত

671. মাশরুম’ এক ধরনের -

  • ক. অপুষ্পক উদ্ভিদ
  • খ. ফাংগাস
  • গ. অর্কিড
  • ঘ. পরজীবী উদ্ভিদ

উত্তরঃ ফাংগাস

বিস্তারিত

672. দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কী?

  • ক. সুক্রোজ
  • খ. গ্লুকোজ
  • গ. হাইড্রোজ
  • ঘ. ল্যাকটোজ

উত্তরঃ ল্যাকটোজ

বিস্তারিত

673. ডেঙ্গু জ্বরের ফলে শরীরে -

  • ক. হিমোগ্লোবিন কমে যায়
  • খ. হিমোগ্লোবিন বেড়ে যায়
  • গ. Platelet কমে যায়
  • ঘ. Platelet বেড়ে যায়

উত্তরঃ Platelet কমে যায়

বিস্তারিত

674. মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে?

  • ক. ফ্যাট
  • খ. প্রোটিন
  • গ. কার্বোহাইড্রেট
  • ঘ. মিনারেলস

উত্তরঃ কার্বোহাইড্রেট

বিস্তারিত

675. সুষম খাদ্যের উপাদান কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৫টি
  • গ. ৬টি
  • ঘ. ৭টি

উত্তরঃ ৬টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects