1576. অক্সিজেনের আবিষ্কারক কে?
উত্তরঃ জোসেফ প্রিস্টলি
বিস্তারিত
1577. বায়ুমণ্ডলে শতকরা কতভাগ কার্বন-ডাই অক্সাইড বিদ্যমান ?
উত্তরঃ ০.০৩
1578. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তরঃ রেডিও তরঙ্গ
1579. উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ কোষ প্রাচীর
1580. শুষ্ক বরফ কাকে বলে?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
1581. পলিথিন কী দিয়ে তৈরি?
উত্তরঃ ইথিলিন
1582. নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ?
উত্তরঃ রেডিয়াম
1583. পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান দুইটি উপাদান হলো -
উত্তরঃ অক্সিজেন ও নাইট্রোজেন
1584. নিচের কোন তাপ ইঞ্জিন বিপরীতমুখী হয়ে কাজ করে?
উত্তরঃ রেফ্রিজারেটর
1585. রক্তের হিমোগ্লোবিন গঠিত হয় -
উত্তরঃ লৌহ এবং প্রোটিনের সমন্বয়ে
1586. ভিটামিন ডি -এর অভাবজনিত রোগ কোনটি?
উত্তরঃ রিকেটস
1587. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলে?
উত্তরঃ পরমাণু
1588. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
উত্তরঃ ৮
1589. পানিতে Ca(OH) এর সম্পৃক্ত দ্রবণকে কী বলা হয়?
উত্তরঃ লাইম ওয়াটার
1590. বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি?
উত্তরঃ ৬৭
1591. নিচের কোনটি অ্যানেলিডা পর্বের প্রাণীর উদাহরণ?
উত্তরঃ কেঁচো
1592. অক্টোপাসের রক্তের রঙ কী ?
উত্তরঃ নীল
1593. একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রঙ বের হবে ?
উত্তরঃ হলুদ
1594. আঙুরে কোন অ্যাসিড আছে?
উত্তরঃ টারটারিক অ্যাসিড
1595. কোনটি চৌম্বক পদার্থ নয় ?
উত্তরঃ অ্যালুমিনিয়াম
You must log in to post an answer.