সাধারন বিজ্ঞান

1477. এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়—

  • ক. ৯.০ kcal
  • খ. ৯.৮ kcal
  • গ. ৯.৩ kcal
  • ঘ. ৯.৬ kcal

উত্তরঃ ৯.০ kcal

বিস্তারিত

1478. কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগের সৃষ্টি করে?

  • ক. ব্যাকটেরিয়া
  • খ. ভাইরাস
  • গ. সিজেলা
  • ঘ. জিয়াডিয়া

উত্তরঃ ব্যাকটেরিয়া

বিস্তারিত

1479. স্পিরুলিনা কী?

  • ক. ছত্রাক
  • খ. শৈবাল
  • গ. ব্যাকটেরিয়া
  • ঘ. ভাইরাস

উত্তরঃ শৈবাল

বিস্তারিত

1480. কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না?

  • ক. লাল
  • খ. নীল
  • গ. বেগুনী
  • ঘ. সবুজ

উত্তরঃ সবুজ

বিস্তারিত

1481. কোনটি বলের একক নয়?

  • ক. ডাইন
  • খ. নিউটন
  • গ. পাউন্ডাল
  • ঘ. জুল

উত্তরঃ জুল

বিস্তারিত

1482. আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয় -

  • ক. তড়িৎ শক্তিতে
  • খ. যান্ত্রিক শক্তিতে
  • গ. আলোক শক্তিতে
  • ঘ. গতি শক্তিতে

উত্তরঃ যান্ত্রিক শক্তিতে

বিস্তারিত

1483. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে জ্বালানি হিসবে কী ব্যবহৃত হবে?

  • ক. প্লুটোনিয়াম
  • খ. ইউরেনিয়াম
  • গ. ডিউটেরিয়াম
  • ঘ. পলোনিয়াম

উত্তরঃ ইউরেনিয়াম

বিস্তারিত

1484. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ? 

  • ক. তেল
  • খ. গ্যাস
  • গ. কয়লা
  • ঘ. সমুদ্রের ঢেউ

উত্তরঃ সমুদ্রের ঢেউ

বিস্তারিত

1485. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ? 

  • ক. তেল
  • খ. গ্যাস
  • গ. কয়লা
  • ঘ. সমুদ্রের ঢেউ

উত্তরঃ সমুদ্রের ঢেউ

বিস্তারিত

1486. মানুষের রক্তের pH-----

  • ক. ৭
  • খ. ৭.৬
  • গ. ৭.৪
  • ঘ. ৭.৮

উত্তরঃ ৭.৪

বিস্তারিত

1487. CNG-এর অর্থ--

  • ক. কার্বনযুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
  • খ. সীমামুক্ত পেট্রোল
  • গ. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
  • ঘ. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব

উত্তরঃ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

বিস্তারিত

1488. নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো -

  • ক. পারমাণবিক জ্বালানি
  • খ. পীট কয়লা
  • গ. ফুয়েল সেল
  • ঘ. সূর্য

উত্তরঃ সূর্য

বিস্তারিত

1489. চিন্তার সঙ্গে মস্তিস্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়---

  • ক. সেরিব্রাম
  • খ. সেরিবেলাম
  • গ. মেডুলা
  • ঘ. স্পাইনাল কর্ড

উত্তরঃ সেরিব্রাম

বিস্তারিত

1490. জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত--

  • ক. শিল্পী
  • খ. সাহিত্যিক
  • গ. কবি
  • ঘ. বৈজ্ঞানিক

উত্তরঃ বৈজ্ঞানিক

বিস্তারিত

1491. ইস্ট কি?

  • ক. একটি ভাইরাস
  • খ. একটি ছত্রাক
  • গ. একটি ব্যাকটেরিয়া
  • ঘ. একটি ফার্ন

উত্তরঃ একটি ছত্রাক

বিস্তারিত

1492. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

  • ক. সাদা
  • খ. কালো
  • গ. লাল
  • ঘ. ধূষর

উত্তরঃ কালো

বিস্তারিত

1493. পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন ঘটে? 

  • ক. বাড়তে থাকে
  • খ. কমতে থাকে
  • গ. একই থাকে
  • ঘ. কমবেশী হয়

উত্তরঃ একই থাকে

বিস্তারিত

1494. কোনটি গ্রীন হাউস গ্যাস?

  • ক. নাইট্রোজেন
  • খ. অক্সিজেন
  • গ. কার্বন-ডাই অক্সাইড
  • ঘ. হাইড্রোজেন

উত্তরঃ কার্বন-ডাই অক্সাইড

বিস্তারিত

1496. দূর থেকে আমরা কোন রঙ আগে দেখতে পাই?

  • ক. নীল
  • খ. সবুজ
  • গ. হলুদ
  • ঘ. লাল

উত্তরঃ লাল

বিস্তারিত

1497. বৈদ্যুতিক পাখার সংযোগের পর পাখাটি উলটোদিক ঘুরলে কোনটির সংযোগ পরিক্ষা করতে হয়?

  • ক. রেগুলেটর
  • খ. সুইচ
  • গ. ক্যাপাসিটার
  • ঘ. সবগুলো

উত্তরঃ ক্যাপাসিটার

বিস্তারিত

1498. থ্রি পিন সকেটের একটি পিন বড় রাখা হয় কেন?

  • ক. আর্থিং পয়েন্ট সহজে চেনা যায়
  • খ. সংযোগ ঠিক মতো পাবার জন্য
  • গ. নিস্তেজ কারেন্ট দ্রুত মাটিতে নিয়ে যাবার জন্য?
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

1499. সেফটি  ডিভাইসে ব্যবহৃত হয় কোনটি?

  • ক. সুইচ
  • খ. সার্কিট ব্রেকার
  • গ. আর্মেসট্যান্ট
  • ঘ. এম.ডি.বি

উত্তরঃ সার্কিট ব্রেকার

বিস্তারিত

1500. কলিং বেল সার্কিটে ব্যবহৃত হয় ----

  • ক. শ্বেত সুইচ
  • খ. পুশ বাটন সুইচ
  • গ. মেইন সুইচ
  • ঘ. টাস্কালার সুইচ

উত্তরঃ পুশ বাটন সুইচ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects