সাধারন বিজ্ঞান
1528. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
- ক. প্রতিসরণ
- খ. বিচ্ছুরণ
- গ. অপবর্তন
- ঘ. আভ্যন্তরীণ প্রতিফলন
উত্তরঃ আভ্যন্তরীণ প্রতিফলন
1532. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
- ক. ওজন বাড়ানোর জন্য
- খ. দ্রুত জমাট রোধ করার জন্য
- গ. ঘনত্ব বাড়ানোর জন্য
- ঘ. দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য
উত্তরঃ দ্রুত জমাট রোধ করার জন্য
1534. Dry ice বলা হয়—
- ক. হিমায়িত অক্সিজেনকে
- খ. ক্যালসিয়াম অক্সাইডকে
- গ. হিমায়িত কার্বন মনোঅক্সাইডকে
- ঘ. হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
উত্তরঃ হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
1535. ১ কিলোমিটার সমান কত ইঞ্চি?
- ক. ৩৯৭০ ইঞ্চি
- খ. ৩৯৩৭০ ইঞ্চি
- গ. ৩৯৩৭ ইঞ্চি
- ঘ. ৩৯৩৭০.১ ইঞ্চি
উত্তরঃ ৩৯৩৭০.১ ইঞ্চি
1538. গতিশীল চার্জের উপর যে বল ক্রিয়া করে তাকে বলে-
- ক. চৌম্বক বল
- খ. তড়িৎ বল
- গ. কুলম্ব বল
- ঘ. তড়িৎ-চুম্বকীয় বল
উত্তরঃ চৌম্বক বল
1539. ডিমে কোন ভিটামিন নেই?
- ক. ভিটামিন- A
- খ. ভিটামিন- B
- গ. ভিটামিন- C
- ঘ. ভিটামিন- D
উত্তরঃ ভিটামিন- C
1540. জারণ প্রক্রিয়ায় যা ঘটে-
- ক. মৌল ইলেকট্রন গ্রহণ করে
- খ. মৌল ইলেকট্রন ত্যাগ করে
- গ. মৌল প্রোটিন গ্রহণ করে
- ঘ. মৌল নিউট্রন দান করে
উত্তরঃ মৌল ইলেকট্রন ত্যাগ করে
1542. অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুতি কোন ধরনের বিক্রিয়া?
- ক. অপসারণ
- খ. প্রতিস্থাপন
- গ. যুক্ত
- ঘ. আইসোমারীকরণ
উত্তরঃ প্রতিস্থাপন
1544. ক্রাফট প্রসেস (Kraft Process) কোন শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়?
- ক. সিমেন্ট
- খ. সাবান
- গ. কাগজ
- ঘ. বস্ত্র
উত্তরঃ কাগজ
1546. প্রোটিনের উপাদান হলো-
- ক. ফ্যাটি এসিড
- খ. গ্লুকোজ
- গ. অ্যামিনো এসিড
- ঘ. সাইট্রিক এসিড
উত্তরঃ অ্যামিনো এসিড
1549. মহাজাগতিক রশ্মির গবেষণায় নিউক্লিয়াসের অভ্যন্তরে পাওয়া যায়-
- ক. নিউট্রিনো
- খ. বোসন
- গ. প্রোটন
- ঘ. মেসন
উত্তরঃ প্রোটন