সাধারন বিজ্ঞান

1426. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে ?

  • ক. A রক্ত গ্রুপকে
  • খ. B রক্ত গ্রুপকে
  • গ. AB রক্ত গ্রুপকে
  • ঘ. O রক্ত গ্রুপকে

উত্তরঃ AB রক্ত গ্রুপকে

বিস্তারিত

1427. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুুত করা হয় ?

  • ক. টিএসপি
  • খ. সবুজ সার
  • গ. পটাশ
  • ঘ. ইউরিয়া

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

1428. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ?

  • ক. ২০.০১ %
  • খ. ২১.০১ %
  • গ. ২০.৭১ %
  • ঘ. ২১.৭১ %

উত্তরঃ ২০.৭১ %

বিস্তারিত

1429. মাংসে খাদ্যের প্রধান উপাদান কোনটি?

  • ক. শর্করা
  • খ. প্রোটিন
  • গ. আঁশ
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ প্রোটিন

বিস্তারিত

1430. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. পটাসিয়াম
  • ঘ. ফসফরাস

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

1431. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?

  • ক. কার্বন ডাইঅক্সাইড
  • খ. অক্সিজেন
  • গ. নাইট্রোজেন
  • ঘ. জলীয় বাষ্প

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

1432. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?

  • ক. সাগর
  • খ. হ্রদ
  • গ. বৃষ্টি
  • ঘ. নদী

উত্তরঃ বৃষ্টি

বিস্তারিত

1433. মোটর গাড়ীতে ব্যবহৃত ব্যাটারীতে কোন এসিড থাকে ?

  • ক. নাইট্রিক এসিড
  • খ. হাইড্রোক্লোরিক এসিড
  • গ. সালফিউরিক এসিড
  • ঘ. এসিটিক এসিড

উত্তরঃ সালফিউরিক এসিড

বিস্তারিত

1438. আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুবঃ

  • ক. দৈর্ঘ্য
  • খ. ভর
  • গ. সময়
  • ঘ. আলোর দ্রুতি

উত্তরঃ আলোর দ্রুতি

বিস্তারিত

1439. সৌর শক্তির উৎস হলো—

  • ক. ফিউশন বিক্রিয়া
  • খ. চেইন বিক্রিয়া
  • গ. ফিশন বিক্রিয়া
  • ঘ. রাসায়নিক বিক্রিয়া

উত্তরঃ ফিউশন বিক্রিয়া

বিস্তারিত

1440. কোনটিকে মিশ্র পদার্থ বলা হয়?

  • ক. লবণ
  • খ. পানি
  • গ. কার্বনডাই-অক্সাইড
  • ঘ. বায়ু

উত্তরঃ বায়ু

বিস্তারিত

1441. কোনটি নোবেল গ্যাস নয়?

  • ক. আর্গন
  • খ. হিলিয়াম
  • গ. ওজন
  • ঘ. নিয়ন

উত্তরঃ ওজন

বিস্তারিত

1444. নিচের কোন গ্যাসটি গ্রীন হাউস গ্যাস নয়?

  • ক. কার্বন ডাই-অক্সাইড
  • খ. নাইট্রাস অক্সাইড
  • গ. কার্বন ডাই-সালফাইড
  • ঘ. জলীয় বাষ্প

উত্তরঃ কার্বন ডাই-সালফাইড

বিস্তারিত

1445. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?

  • ক. টায়ালিন
  • খ. পেপসিন
  • গ. গ্যাস্টিক রস
  • ঘ. অগ্ন্যাশয় রস

উত্তরঃ অগ্ন্যাশয় রস

বিস্তারিত

1448. |→‌‍‍a +→b| = | →a - →b| হলে নিচের কোনটি সঠিক?

  • ক.

    a>b

  • খ.

    a=b

  • গ.

    ab

  • ঘ.

    ab

উত্তরঃ

ab

বিস্তারিত

1449. AC প্রবাহ কে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?

  • ক. ডায়োড
  • খ. জেনারেটর
  • গ. ট্রানজিস্টর
  • ঘ. অ্যামপ্লিফায়ার

উত্তরঃ ডায়োড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects