সাধারন বিজ্ঞান
1426. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে ?
- ক. A রক্ত গ্রুপকে
- খ. B রক্ত গ্রুপকে
- গ. AB রক্ত গ্রুপকে
- ঘ. O রক্ত গ্রুপকে
উত্তরঃ AB রক্ত গ্রুপকে
1427. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুুত করা হয় ?
- ক. টিএসপি
- খ. সবুজ সার
- গ. পটাশ
- ঘ. ইউরিয়া
উত্তরঃ ইউরিয়া
1430. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
- ক. অক্সিজেন
- খ. নাইট্রোজেন
- গ. পটাসিয়াম
- ঘ. ফসফরাস
উত্তরঃ নাইট্রোজেন
1431. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
- ক. কার্বন ডাইঅক্সাইড
- খ. অক্সিজেন
- গ. নাইট্রোজেন
- ঘ. জলীয় বাষ্প
উত্তরঃ নাইট্রোজেন
1432. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
- ক. সাগর
- খ. হ্রদ
- গ. বৃষ্টি
- ঘ. নদী
উত্তরঃ বৃষ্টি
1433. মোটর গাড়ীতে ব্যবহৃত ব্যাটারীতে কোন এসিড থাকে ?
- ক. নাইট্রিক এসিড
- খ. হাইড্রোক্লোরিক এসিড
- গ. সালফিউরিক এসিড
- ঘ. এসিটিক এসিড
উত্তরঃ সালফিউরিক এসিড
- ক. 7.5 kmh-1
- খ. 7 kmh-1
- গ. 7.47 kmh-1
- ঘ. 15 kmh-1
উত্তরঃ 7.47 kmh-1
1435. 60 kg ভরের এক ব্যক্তি 940 kg ভরের লিফটে চড়ে উপরে উঠতে থাকলে লিফটের ঝুলন রশিতে টান হবে।(g = 10 ms)
- ক. 1000 N
- খ. 880 N
- গ. 9680 N
- ঘ. 11000 N
উত্তরঃ 11000 N
1436. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখায়?
- ক. 160°C
- খ. -40°F
- গ. 40°C
- ঘ. -160°C
উত্তরঃ -40°F
1437. একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100W-220V লেখা আছে। বাতিটির রোধ কত?
- ক. 200Ω
- খ. 400 Ω
- গ. 300 Ω
- ঘ. 220Ω
উত্তরঃ 400 Ω
1438. আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুবঃ
- ক. দৈর্ঘ্য
- খ. ভর
- গ. সময়
- ঘ. আলোর দ্রুতি
উত্তরঃ আলোর দ্রুতি
1439. সৌর শক্তির উৎস হলো—
- ক. ফিউশন বিক্রিয়া
- খ. চেইন বিক্রিয়া
- গ. ফিশন বিক্রিয়া
- ঘ. রাসায়নিক বিক্রিয়া
উত্তরঃ ফিউশন বিক্রিয়া
1443. একটি গতিশীল বস্তুর বেগ এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে-
- ক. 0.5 kg
- খ. 1 kg
- গ. 1.5 kg
- ঘ. 2 kg
উত্তরঃ 0.5 kg
1444. নিচের কোন গ্যাসটি গ্রীন হাউস গ্যাস নয়?
- ক. কার্বন ডাই-অক্সাইড
- খ. নাইট্রাস অক্সাইড
- গ. কার্বন ডাই-সালফাইড
- ঘ. জলীয় বাষ্প
উত্তরঃ কার্বন ডাই-সালফাইড
1445. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
- ক. টায়ালিন
- খ. পেপসিন
- গ. গ্যাস্টিক রস
- ঘ. অগ্ন্যাশয় রস
উত্তরঃ অগ্ন্যাশয় রস
1449. AC প্রবাহ কে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
- ক. ডায়োড
- খ. জেনারেটর
- গ. ট্রানজিস্টর
- ঘ. অ্যামপ্লিফায়ার
উত্তরঃ ডায়োড