সাধারন বিজ্ঞান
1376. এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়—
- ক. ৯.৩ kcal
- খ. ৯.০ kcal
- গ. ৯.৬ kcal
- ঘ. ৯.৮ kcal
উত্তরঃ ৯.০ kcal
1377. কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগের সৃষ্টি করে?
- ক. ব্যাকটেরিয়া
- খ. জিয়াডিয়া
- গ. ভাইরাস
- ঘ. সিজেলা
উত্তরঃ ব্যাকটেরিয়া
1381. আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয় -
- ক. গতি শক্তিতে
- খ. তড়িৎ শক্তিতে
- গ. যান্ত্রিক শক্তিতে
- ঘ. আলোক শক্তিতে
উত্তরঃ যান্ত্রিক শক্তিতে
- ক. 7.5 kmh-1
- খ. 7 kmh-1
- গ. 7.47 kmh-1
- ঘ. 15 kmh-1
উত্তরঃ 7.47 kmh-1
1383. নিম্নের কোন স্কেলটি সূক্ষ্মতম-
- ক. স্লাইড ক্যালিপার্স
- খ. স্ক্রুগজ
- গ. মিটার স্কেল
- ঘ. স্ফেরোমিটার
উত্তরঃ স্ক্রুগজ
1384. 60 kg ভরের এক ব্যক্তি 940 kg ভরের লিফটে চড়ে উপরে উঠতে থাকলে লিফটের ঝুলন রশিতে টান হবে।(g = 10 ms-2)
- ক. 9680 N
- খ. 1000 N
- গ. 880 N
- ঘ. 11000 N
উত্তরঃ 11000 N
1385. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখায়?
- ক. -160°C
- খ. 160°C
- গ. -40°F
- ঘ. 40°C
উত্তরঃ -40°F
1386. একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100W-220V লেখা আছে। বাতিটির রোধ কত?
- ক. 220Ω
- খ. 200Ω
- গ. 300 Ω
- ঘ. 400 Ω
উত্তরঃ 400 Ω
1387. আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুবঃ
- ক. আলোর দ্রুতি
- খ. দৈর্ঘ্য
- গ. ভর
- ঘ. সময়
উত্তরঃ আলোর দ্রুতি
1388. সৌর শক্তির উৎস হলো—
- ক. ফিউশন বিক্রিয়া
- খ. রাসায়নিক বিক্রিয়া
- গ. চেইন বিক্রিয়া
- ঘ. ফিশন বিক্রিয়া
উত্তরঃ ফিউশন বিক্রিয়া
1391. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে—
- ক. ময়মনসিংহ
- খ. পার্বত্য চট্টগ্রাম
- গ. ঢাকা
- ঘ. সিলেট
উত্তরঃ সিলেট
1392. একটি গতিশীল বস্তুর বেগ 2 m s − 1 2ms-1 এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে-
- ক. 0.5 kg
- খ. 1 kg
- গ. 1.5 kg
- ঘ. 2 kg
উত্তরঃ 0.5 kg
1393. নিচের কোন গ্যাসটি গ্রীন হাউস গ্যাস নয়?
- ক. জলীয় বাষ্প
- খ. কার্বন ডাই-অক্সাইড
- গ. নাইট্রাস অক্সাইড
- ঘ. কার্বন ডাই-সালফাইড
উত্তরঃ কার্বন ডাই-সালফাইড
1394. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
- ক. অগ্ন্যাশয় রস
- খ. টায়ালিন
- গ. পেপসিন
- ঘ. গ্যাস্টিক রস
উত্তরঃ অগ্ন্যাশয় রস
1397. AC প্রবাহ কে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
- ক. অ্যামপ্লিফায়ার
- খ. ডায়োড
- গ. জেনারেটর
- ঘ. ট্রানজিস্টর
উত্তরঃ ডায়োড
1399. জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
- ক. রাইবোজোম
- খ. ক্রোমোজোম
- গ. নিউক্লিয়াস
- ঘ. মাইট্রোকন্ড্রিয়া
উত্তরঃ রাইবোজোম