সাধারন বিজ্ঞান
1301. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
- ক. ১০০ জুল
- খ. ৬০০ জুল
- গ. ৬০০০ জুল
- ঘ. ৩৬০০০০ জুল
উত্তরঃ ৩৬০০০০ জুল
1303. বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য?
- ক. 0.01 mg
- খ. 0.05 mg
- গ. 0.1 mg
- ঘ. 0.5 mg
উত্তরঃ 0.05 mg
1304. কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
- ক. ভিটামিন এ
- খ. ভিটামিন বি
- গ. ভিটামিন সি
- ঘ. ভিটামিন ডি
উত্তরঃ ভিটামিন সি
1305. চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর -
- ক. দশ ভাগের এক ভাগ
- খ. ছয় ভাগের এক ভাগ
- গ. চার ভাগের এক ভাগ
- ঘ. তিন ভাগের এক ভাগ
উত্তরঃ ছয় ভাগের এক ভাগ
1306. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় -
- ক. অ্যানোড
- খ. ক্যাথোডে
- গ. অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে
- ঘ. বর্ণিত কোনটিতেই নয়
উত্তরঃ অ্যানোড
1307. পানির অণু একটি -
- ক. প্যারাচুম্বক
- খ. ডায়াচুম্বক
- গ. ফেরোচুম্বক
- ঘ. অ্যান্টিফেরোচুম্বক
উত্তরঃ ডায়াচুম্বক
1308. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
- ক. শূন্য
- খ. অসীম
- গ. অতিক্ষুদ্র
- ঘ. যে কোনো মান
উত্তরঃ শূন্য
1310. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় -
- ক. ডায়াস্টল
- খ. সিস্টল
- গ. ডায়াসিস্টল
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সিস্টল
1311. নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
- ক. ডেঙ্গুজ্বর
- খ. স্মলপক্স
- গ. কোভিড - ১৯
- ঘ. পোলিও
উত্তরঃ স্মলপক্স
1312. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠর ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
- ক. ২৬.৫ সে.
- খ. ৩৫ সে
- গ. ৩৭.৫ সে.
- ঘ. ৪০.৫ সে.
উত্তরঃ ২৬.৫ সে.
1313. ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
- ক. অলটিমিটার
- খ. ক্যালরিমিটার
- গ. অ্যামিটার
- ঘ. ইনকিউবিটর
উত্তরঃ ইনকিউবিটর
1314. চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত ডিগ্রি?
- ক. ৪৫ - ৫৫ ডিবি
- খ. ৩৫ - ৪৫ ডিবি
- গ. ৫৫ - ৬৫ ডিবি
- ঘ. ২৫ - ৩৫ ডিবি
উত্তরঃ ৪৫ - ৫৫ ডিবি
1315. VIRUS এর পূর্ণরূপ কী?
- ক. Various Information Resources Under Seal
- খ. Vital Information Resources Under Seal
- গ. Various Information Resources Under Stack
- ঘ. Vital Information Resources Under Seize
উত্তরঃ Vital Information Resources Under Seize
1316. 'Dry ice' is produced from :
- ক. Oxygen
- খ. Sulphur di oxide
- গ. Nitrogen
- ঘ. Carbon di oxide
উত্তরঃ Carbon di oxide
1317. পানিতে কোন রাসায়নিক উপাদানের অধিক্যে শ্যাওলা জন্মে?
- ক. সালফেট ও নাইট্রেট
- খ. ফসফেট ও নাইট্রোজেন
- গ. পটাশিয়াম ও ক্যালসিয়াম
- ঘ. ম্যাগনেশিয়াম ও ফসফরাস
উত্তরঃ ফসফেট ও নাইট্রোজেন
1318. ব্যাকটেরিয়ার গতিশীতার জন্য তার যে গঠন দায়ী তা হলো -
- ক. পিল্লি
- খ. ফ্ল্যাজেলা
- গ. শীথ
- ঘ. ক্যাপসুলস
উত্তরঃ ফ্ল্যাজেলা
1319. ‘কেপলার-৪৫২ বি’ কী?
- ক. একটি মহাকাশযান
- খ. পৃথিবীর মতো একটি গ্রহ
- গ. সূর্যের মতো একটি নক্ষত্র
- ঘ. NASA এর অত্যাধুনিক টেলিস্কোপ
উত্তরঃ পৃথিবীর মতো একটি গ্রহ
1320. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি -
- ক. বয়লিং
- খ. বেনজিং ওয়াশ
- গ. ফরমালিন ওয়াশ
- ঘ. কেমিক্যাল স্টেরিলাইজেশন
উত্তরঃ কেমিক্যাল স্টেরিলাইজেশন
1322. কোন জোড়াটি বেমানান?
- ক. যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
- খ. হোমিওপ্যাথি : হ্যানিম্যান
- গ. ব্যাকটেরিয়া : রবার্ট হুক
- ঘ. এনাটমি : ভেসলিয়াস
উত্তরঃ ব্যাকটেরিয়া : রবার্ট হুক
1323. এনজাইম, অ্যান্ডিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান -
- ক. প্রোটিন
- খ. ক্যালসিয়াম
- গ. ভিটামিন
- ঘ. লবণ
উত্তরঃ প্রোটিন
1324. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
- ক. ভিটামিন বি ১২
- খ. ভিটামিন বি ৬
- গ. ভিটামিন বি ১
- ঘ. ভিটামিন বি ৯
উত্তরঃ ভিটামিন বি ১২
1325. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
- ক. নাইট্রোজেন
- খ. পটাশিয়াম
- গ. অক্সিজেন
- ঘ. ফসফরাস
উত্তরঃ নাইট্রোজেন