সাধারন বিজ্ঞান
1277. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
- ক. থায়মিন
- খ. মেলানিন
- গ. ক্যারােটিন
- ঘ. হিমােগ্লাবিন
উত্তরঃ মেলানিন
1279. ক্যান্সার রােগের কারণ?
- ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
- খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- গ. কোষের অস্বাভাবিক জমাট বাধা
- ঘ. সবগুলাে
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
1280. ভ্যাকসিনের কাজ কোনটি?
- ক. রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা
- খ. রােগ নিরাময় করা
- গ. রােগ বৃদ্ধি করা
- ঘ. রােগ প্রতিরােধ ক্ষমতা কমিয়ে দেওয়া।
উত্তরঃ রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা
1282. মানুষের মস্তিষ্কের করোটি মধু সংখ্যা কত?
- ক. ১০ জোড়া
- খ. ১২ জোড়া
- গ. ১৫ জোড়া
- ঘ. ৮ জোড়া।
উত্তরঃ ১২ জোড়া
1283. রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি?
- ক. হেপাটাইটিস-A
- খ. হেপাটাইটিস-B
- গ. ম্যালেরিয়া
- ঘ. হেপাটাইটিস-C
উত্তরঃ হেপাটাইটিস-A
1284. শতভাগ (১০০%) বিশুদ্ধ অগিযেন শরীরের জন্য?
- ক. ক্ষতিকর
- খ. উপকারী
- গ. ঠিক নয়
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক্ষতিকর
1286. কোনটি রক্তে অক্সিজেন পরিবহণ ক্ষমতা খর্ব করে?
- ক. নাইট্রিক অক্সাইড
- খ. সালফার ডাইঅক্সাইড
- গ. কার্বন মনোঅক্সাইড
- ঘ. কার্বন ডাই অক্সইড
উত্তরঃ কার্বন মনোঅক্সাইড
1287. কোন ঔষধটি রক্ত পাতলা রাখতে সাহায্য করে?
- ক. ডাইক্রোফেনাক
- খ. এসপিরিন
- গ. প্যারাসিটামল
- ঘ. প্যাথেডিন
উত্তরঃ এসপিরিন
1290. শ্বেত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে?
- ক. ৮০০০ এর নীচে
- খ. ৪০০০ এর নীচে
- গ. ১০০০০ এর নীচে
- ঘ. ৫০০০ এর নীচে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1291. খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়?
- ক. পাকস্থলিতে
- খ. ক্ষুদ্রান্ত্রে
- গ. মুখগহ্বরে
- ঘ. বৃহদান্ত্রে
উত্তরঃ পাকস্থলিতে
1293. একলেমশিয়া রােগটি কাদের হয়?
- ক. শিশুকন্যা
- খ. বৃদ্ধ পুরুষ
- গ. গর্ভবতী মায়ের
- ঘ. সববয়সী মায়ের
উত্তরঃ গর্ভবতী মায়ের
1294. কোনটি রক্তের কাজ নয়?
- ক. অক্সিজেন বিতরণ করা
- খ. হরমােন বিতরণ করা
- গ. কার্বন ডাই অক্সাইড পরিবহণ করা
- ঘ. জারক রস বিতরণ করা
উত্তরঃ জারক রস বিতরণ করা
1295. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয়?
- ক. কার্বন মনোক্সাইড
- খ. হাইড্রোজেন
- গ. নাইট্রোজেন
- ঘ. অক্সিজেন
উত্তরঃ কার্বন মনোক্সাইড
1296. কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন?
- ক. জার্মানি
- খ. ফ্রান্স
- গ. ইংল্যান্ড
- ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ জার্মানি
1297. রিখটার স্কেল ব্যবহার করা হয় কী পরিমাপের জন্য?
- ক. সুনামি
- খ. ভূমিকম্প
- গ. টর্নেডো
- ঘ. সাইক্লোন
উত্তরঃ ভূমিকম্প
1298. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
- ক. সাইট্রিক অ্যাসিড
- খ. নাইট্রিক অ্যাসিড
- গ. হাইড্রোক্লোরিক অ্যাসিড
- ঘ. সালফিউরিক অ্যাসিড
উত্তরঃ নাইট্রিক অ্যাসিড