সাধারন বিজ্ঞান

1326. যে কারণে শৈশব - অন্ধত্ব হতে পারে তা হলো -

  • ক. এইচআইভি/এইডস
  • খ. ম্যালেরিয়া
  • গ. হাম
  • ঘ. যক্ষ্মা

উত্তরঃ হাম

বিস্তারিত

1327. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -

  • ক. বছরে একবার
  • খ. বছরে দুইবার
  • গ. বছরে তিনবার
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ বছরে দুইবার

বিস্তারিত

1328. মকরক্রান্তি রেখা কোনটি?

  • ক. ২০ ৩০ দক্ষিণ অক্ষাংশ
  • খ. ২০ ৩০ ‍উত্তর অক্ষাংশ
  • গ. ২০ ৩০ পূর্ব দ্রাঘিমাংশ
  • ঘ. ২০ ৩০ পশ্চিম দ্রাঘিমাংশ

উত্তরঃ ২০ ৩০ দক্ষিণ অক্ষাংশ

বিস্তারিত

1329. পরম শূন্য তাপমাত্রা কোনটি?

  • ক. ২৭৩ সেন্টিগ্রেড
  • খ. -২৭৩ ফারেনহাইট
  • গ. ০ সেন্টিগ্রেড
  • ঘ. ০ কেলভিন

উত্তরঃ ০ কেলভিন

বিস্তারিত

1330. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?

  • ক. অসীম
  • খ. শূন্য
  • গ. অতি ক্ষুদ্র
  • ঘ. অনেক বড়

উত্তরঃ অসীম

বিস্তারিত

1331. সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -

  • ক. আলাদা থাকে
  • খ. ওভার‌ল্যাপ থাকে
  • গ. অনেক দূরে থাকে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ওভার‌ল্যাপ থাকে

বিস্তারিত

1332. ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

  • ক. এমডিএল
  • খ. টিডিএল
  • গ. এলডিএল
  • ঘ. এইচডিএল

উত্তরঃ এইচডিএল

বিস্তারিত

1333. GPS এর পূর্ণরূপ কী?

  • ক. Global Processing System
  • খ. Global Positioning System
  • গ. General Positioning System
  • ঘ. General Pointing System

উত্তরঃ Global Positioning System

বিস্তারিত

1334. ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত -

  • ক. মিথেন
  • খ. প্রোপেন
  • গ. নাইট্রোজেন
  • ঘ. আর্গন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

1335. পৃথিবীর ‘প্রাকৃতিক ‘সৌরপর্দা’ হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

  • ক. স্ট্রাটোস্ফিয়ার
  • খ. আয়োনোস্ফিয়ার
  • গ. ট্রপোস্ফিয়ার
  • ঘ. ওজোনস্ফিয়ার

উত্তরঃ ওজোনস্ফিয়ার

বিস্তারিত

1336. অগ্নি নির্বাপক যন্ত্রে কি গ্যাস ব্যবহৃত হয়?

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. মিঘেন
  • ঘ. কার্বন ডাই অক্সাইড

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

1337. “আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?

  • ক. আইজ্যাক নিউটন
  • খ. অ্যালো হ্যাজেন
  • গ. গ্যালিলিও
  • ঘ. রামফোর্ড

উত্তরঃ আইজ্যাক নিউটন

বিস্তারিত

1338. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

  • ক. লুব্ধক
  • খ. সূর্য
  • গ. প্রক্সিমার্সেন্টরাই
  • ঘ. ধ্রুবতারা

উত্তরঃ লুব্ধক

বিস্তারিত

1339. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

  • ক. ইসলাম খান
  • খ. সরফরাজ খান
  • গ. মুর্শিদ কুলি খান
  • ঘ. ঈশা খান

উত্তরঃ ইসলাম খান

বিস্তারিত

1340. ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

  • ক. ১৯৯৬ সাল
  • খ. ১৯৯৭ সাল
  • গ. ১৯৯৮ সাল
  • ঘ. ১৯৯৯ সাল

উত্তরঃ ১৯৯৭ সাল

বিস্তারিত

1341. 'ভেটো' কথাটি কোন শব্দ থেকে আগত?

  • ক. ল্যাটিন
  • খ. গ্রিক
  • গ. ফ্রেঞ্চ
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ল্যাটিন

বিস্তারিত

1342. কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?

  • ক. জটিল সার্জারি চিকিৎসায়
  • খ. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
  • গ. নতুন জাতের বীজ উৎপাদনে
  • ঘ. টেনিস বলের আকৃতি তৈরিতে

উত্তরঃ জটিল সার্জারি চিকিৎসায়

বিস্তারিত

1343. "আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?

  • ক. ফিলিস্তিন
  • খ. ইসরাইল
  • গ. আলজেরিয়া
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ ফিলিস্তিন

বিস্তারিত

1344. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

  • ক. শ্বর্ণ
  • খ. হীরা
  • গ. সিলভার
  • ঘ. প্লাটিনাম

উত্তরঃ প্লাটিনাম

বিস্তারিত

1345. দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?

  • ক. থাইরক্সিন
  • খ. প্রোল্যাকটিন
  • গ. এড্রিনালিন
  • ঘ. সোমোটোট্রফিক

উত্তরঃ সোমোটোট্রফিক

বিস্তারিত

1346. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

  • ক. বায়োমেট্রিক্স
  • খ. ভার্চুয়াল রিয়ালিটি
  • গ. ন্যানোটেকনোলজি
  • ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং

বিস্তারিত

1347. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

  • ক. লালখান
  • খ. লালপুর
  • গ. রাজশাহী
  • ঘ. বগুড়া

উত্তরঃ লালপুর

বিস্তারিত

1348. "আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?

  • ক. আইজ্যাক নিউটন
  • খ. অ্যালো হ্যাজেন
  • গ. গ্যালিলিও
  • ঘ. রামফোর্ড

উত্তরঃ আইজ্যাক নিউটন

বিস্তারিত

1349. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?

  • ক. ১৯৯৫ সালে
  • খ. ১৯৯৬ সালে
  • গ. ১৯৯৭ সালে
  • ঘ. ১৯৯৮ সালে

উত্তরঃ ১৯৯৬ সালে

বিস্তারিত

1350. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো

  • ক. লৌহ
  • খ. ভিটামিন-সি
  • গ. ক্যালসিয়াম
  • ঘ. ভিটামিন-এ

উত্তরঃ লৌহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects