সাধারন বিজ্ঞান
1351. ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে--
- ক. টিউমারোলজি
- খ. একোলজি
- গ. অঙ্কোলজি
- ঘ. সাইটোলজি
উত্তরঃ অঙ্কোলজি
1352. শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় -
- ক. দেহের বৃদ্ধির জন্য
- খ. ক্ষয়রোধের জন্য
- গ. অভাব পূরণে
- ঘ. হাড় গঠনে
উত্তরঃ দেহের বৃদ্ধির জন্য
1353. কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
- ক. থাইরক্সিন
- খ. ইনসুলিন
- গ. গ্লকাগন
- ঘ. করটিসোল
উত্তরঃ থাইরক্সিন
1354. বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. তৃতীয়
- ঘ. চতুর্থ
উত্তরঃ দ্বিতীয়
1355. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
- ক. জলীয় বাষ্প
- খ. কার্বন ডাইঅক্সাইড
- গ. অক্সিজেন
- ঘ. নাইট্রোজেন
উত্তরঃ নাইট্রোজেন
1356. মোবাইল ফোনে ব্যবহৃত SIM-এর পূর্ণ অভিব্যক্তি কী?
- ক. Subscriber Identification Management
- খ. Subscriber Identity Module
- গ. Subscriber Identity Method
- ঘ. Subscriber Identification Mechanism
উত্তরঃ Subscriber Identity Module
1357. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
- ক. নদী
- খ. সাগর
- গ. হ্রদ
- ঘ. বৃষ্টি
উত্তরঃ বৃষ্টি
1358. মোটর গাড়ীতে ব্যবহৃত ব্যাটারীতে কোন এসিড থাকে ?
- ক. এসিটিক এসিড
- খ. নাইট্রিক এসিড
- গ. হাইড্রোক্লোরিক এসিড
- ঘ. সালফিউরিক এসিড
উত্তরঃ সালফিউরিক এসিড
1359. নিচের কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়?
- ক. পানি
- খ. পারদ
- গ. কর্পূর
- ঘ. লবণ
উত্তরঃ পানি
1360. ডেঙ্গুজ্বর নিচের কোন ধরনের 'মশার' মাধ্যমে ছড়ায়?
- ক. স্ত্রী এডিস মশা
- খ. পুরুষ এডিস মশা
- গ. স্ত্রী কিউলেক্স মশা
- ঘ. পুরুষ অ্যানোফিলিস মশা
উত্তরঃ স্ত্রী এডিস মশা
1361. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
- ক. কয়লা
- খ. ডিজেল
- গ. বায়োগ্যাস
- ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ বায়োগ্যাস
1363. নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক?
- ক. সংঘটন তাপ
- খ. দহন তাপ
- গ. দ্রবণ তাপ
- ঘ. বিক্রিয়া তাপ
উত্তরঃ দহন তাপ
1364. খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী?
- ক. প্রোটিন
- খ. ভিটামিন
- গ. পানি
- ঘ. লিপিড
উত্তরঃ পানি
1366. নিচের কোনটি ভিনেগার?
- ক. 6 – 10% HCOOH
- খ. 6 – 10% CH3COOH
- গ. 6 – 10% C2H5COOH
- ঘ. 6 – 10% C6H5COOH
উত্তরঃ 6 – 10% CH3COOH
1367. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো—
- ক. Uranium-235
- খ. Uranium-233
- গ. Uranium-233
- ঘ. Uranium-238
উত্তরঃ Uranium-235
1368. ইনসুলিন মানবদেহের কোন অংশ হতে নিঃসৃত হয়?
- ক. পাকস্থলি
- খ. যকৃত
- গ. ক্ষুদ্রান্ত্র
- ঘ. অগ্ন্যাশয়
উত্তরঃ অগ্ন্যাশয়
1369. কোনটি লিপিডের বৈশিষ্ট্য নয়?
- ক. এটি পানিতে অদ্রবণীয়
- খ. এটি বর্ণহীন
- গ. এটি গন্ধহীন
- ঘ. এটি স্বাদহীন
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1370. চেহারা দেখার জন্য যে দর্পণটি ব্যবহৃত হয় সেটি হলো একটি—
- ক. সমতল দর্পণ
- খ. উত্তল দর্পণ
- গ. অবতল দর্পণ
- ঘ. উভোত্তল দর্পণ
উত্তরঃ সমতল দর্পণ
1371. দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি?
- ক. এ্যান্টিবডি
- খ. অ্যান্টিজেন
- গ. রক্ত
- ঘ. প্রটিন
উত্তরঃ এ্যান্টিবডি
1372. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে জ্বালানি হিসবে কী ব্যবহৃত হবে?
- ক. পলোনিয়াম
- খ. প্লুটোনিয়াম
- গ. ডিউটেরিয়াম
- ঘ. ইউরেনিয়াম
উত্তরঃ ইউরেনিয়াম
- ক. 1/2 V
- খ. 4V
- গ. 2V
- ঘ. V
উত্তরঃ V
1374. অ্যান্টিবায়েটিক কাদের উপর কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি
- ক. শৈবাল
- খ. ভাইরাস
- গ. ব্যাকটেরিয়া
- ঘ. ছত্রাক
উত্তরঃ ভাইরাস