সাধারন বিজ্ঞান

26. কোনটি মৌলিক পদার্থ?

  • ক. লোহা
  • খ. ব্রোঞ্জ
  • গ. পানি
  • ঘ. ইস্পাত

উত্তরঃ লোহা

বিস্তারিত

27. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

  • ক. পারদ
  • খ. লিথিয়াম
  • গ. জার্মেনিয়াম
  • ঘ. ইউরেনিয়াম

উত্তরঃ পারদ

বিস্তারিত

28. স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান-

  • ক. তামা
  • খ. দস্তা
  • গ. ক্রোমিয়াম
  • ঘ. এলুমিনিয়াম

উত্তরঃ ক্রোমিয়াম

বিস্তারিত

29. সর্বাপেক্ষা হালকা গ্যাস-

  • ক. অক্সিজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. র‌্যাডন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ হাইড্রোজেন

বিস্তারিত

30. ভারী পানির রসায়নিক সংকেত-

  • ক. 2H2O2
  • খ. H2O
  • গ. D2
  • ঘ. HD2O2

উত্তরঃ D2

বিস্তারিত

31. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-

  • ক. তামা
  • খ. দস্তা
  • গ. রূপা
  • ঘ. এলুমিনিয়াম

উত্তরঃ দস্তা

বিস্তারিত

32. সংকর ধাতু পিতলের উপাদান-

  • ক. তামা ও টিন
  • খ. তামা ও দস্তা
  • গ. তামা ও সীসা
  • ঘ. তামা ও নিকেল

উত্তরঃ তামা ও দস্তা

বিস্তারিত

33. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

  • ক. জিপসাম
  • খ. সালফার
  • গ. সোডিয়াম
  • ঘ. খনিজ লবণ

উত্তরঃ জিপসাম

বিস্তারিত

34. মডেম এর মধ্যে যা থাকে তা হলো-

  • ক. একটি মডুলেটর
  • খ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
  • গ. একটি কোডেক
  • ঘ. একটি এনকোডাব

উত্তরঃ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

বিস্তারিত

35. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-

  • ক. ক্যাপাসিটর হিসেবে
  • খ. ট্রান্সফরমার হিসেবে
  • গ. রেজিস্টর হিসেবে
  • ঘ. রেক্টিফায়ার হিসেবে

উত্তরঃ রেক্টিফায়ার হিসেবে

বিস্তারিত

36. বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-

  • ক. ৫০ হার্জ
  • খ. ২২০ হার্জ
  • গ. ২০০ হার্জ
  • ঘ. ১০০ হার্জ

উত্তরঃ ৫০ হার্জ

বিস্তারিত

37. মৌমাছির চাষ হলো-

  • ক. এপিকালচার
  • খ. সেরিকালচার
  • গ. পিসিকালচার
  • ঘ. হর্টিকালচার

উত্তরঃ এপিকালচার

বিস্তারিত

38. দুধে থাকে-

  • ক. সাইট্রিক এসিড
  • খ. ল্যাকটিক এসিড
  • গ. নাইট্রিক এসিড
  • ঘ. এসিটিক এসিড

উত্তরঃ ল্যাকটিক এসিড

বিস্তারিত

39. কোনটি জৈব অম্ল?

  • ক. নাইট্রিক এসিড
  • খ. হাইড্রোক্লোরিক এসিড
  • গ. এসিটিক এসিড
  • ঘ. সালফিউরিক এসিড

উত্তরঃ এসিটিক এসিড

বিস্তারিত

40. এন্টিবায়োটিকর কাজ-

  • ক. রোগ প্রতিরোধের ক্ষতা বৃদ্ধি করা
  • খ. জীবাণু ধ্বংস করা
  • গ. ভাইরাস ধ্বংস করা
  • ঘ. দ্রুত রোগ নিরাময় করা

উত্তরঃ জীবাণু ধ্বংস করা

বিস্তারিত

41. মাশরুম এক ধরনের-

  • ক. অপুষ্পক উদ্ভিদ
  • খ. পরজীবী উদ্ভিদ
  • গ. ফাঙ্গাস
  • ঘ. অর্কিড

উত্তরঃ ফাঙ্গাস

বিস্তারিত

42. যকৃতের রোগ কোনটি?

  • ক. জন্ডিস
  • খ. টাইফয়েড
  • গ. হাম
  • ঘ. কলেরা

উত্তরঃ জন্ডিস

বিস্তারিত

43. পিতলের উপাদান হলো-

  • ক. তামা ও টিন
  • খ. তামা ও নিকেল
  • গ. তামা ও সীসা
  • ঘ. তামা ও দস্তা

উত্তরঃ তামা ও দস্তা

বিস্তারিত

44. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-

  • ক. এক কিলোওয়াট-ঘণ্টা
  • খ. এক ওয়াট-ঘণ্টা
  • গ. এক কিলোওয়াট
  • ঘ. এক ওয়াট

উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টা

বিস্তারিত

45. পারস্পরিকে আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?

  • ক. ডায়োড
  • খ. ট্রান্সফরমার
  • গ. ট্রানজিস্টর
  • ঘ. অ্যামপ্লিফায়ার

উত্তরঃ ট্রান্সফরমার

বিস্তারিত

46. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-

  • ক. ওডোমিটার
  • খ. ক্রনমিটার
  • গ. ট্যাকোমিটার
  • ঘ. ক্রেসকোগ্রাফ

উত্তরঃ ক্রেসকোগ্রাফ

বিস্তারিত

47. স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়-

  • ক. সালফিউরিক এসিড
  • খ. সাইট্রিক এসিড
  • গ. নাইট্রিক এসিড
  • ঘ. কার্বোলিক এসিড

উত্তরঃ নাইট্রিক এসিড

বিস্তারিত

48. কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?

  • ক. লোহা
  • খ. সিলিকন
  • গ. জার্মেনিয়াম
  • ঘ. গ্যালিয়াম

উত্তরঃ লোহা

বিস্তারিত

49. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক. ভর সংখ্যা সমান থাকে
  • খ. নিউট্রন সংখ্যা সমান থাকে
  • গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
  • ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে

উত্তরঃ প্রোটন সংখ্যা সমান থাকে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects