সাধারন বিজ্ঞান
126. নিচের কোনটি DNA-এর নাইট্রোজেন বেস?
- ক. ইউরাসিল
 - খ. গোয়ানিন
 - গ. পিরিডক্সিন
 - ঘ. এ্যাসপারাজিন
 
উত্তরঃ গোয়ানিন
127. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে?
- ক. Meson
 - খ. Neutron
 - গ. Proton
 - ঘ. Electron
 
উত্তরঃ Electron
130. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
- ক. টিএসপি
 - খ. সবুজ সার
 - গ. পটাশ
 - ঘ. ইউরিয়া
 
উত্তরঃ ইউরিয়া
134. শুষ্ক বরফ বলা হয়-
- ক. হিমায়িত অক্সিজেনকে
 - খ. হিমায়িত কার্বন মনো অক্সাইডকে
 - গ. হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে
 - ঘ. ক্যালসিয়াম অক্সাইডকে
 
উত্তরঃ হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে
135. বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয় -
- ক. টাংস্টেন তার
 - খ. নাইক্রোম তার
 - গ. এন্টিমনি তার
 - ঘ. কপার তার
 
উত্তরঃ নাইক্রোম তার
136. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র -
- ক. অডিও মিটার
 - খ. অ্যামিটার
 - গ. অডিও ফোন
 - ঘ. অলটিমিটার
 
উত্তরঃ অডিও মিটার
137. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
- ক. এল.ই.সি
 - খ. আই.সি
 - গ. এল.সি.ডি
 - ঘ. সিলিকন চিপ
 
উত্তরঃ সিলিকন চিপ
138. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কিসের খনিজ প্রকল্প কাজ চলছে?
- ক. কঠিন শিলা
 - খ. কয়লা
 - গ. চুনাপাথর
 - ঘ. কাদামাটি
 
উত্তরঃ কয়লা
139. স্যালিক এসিড -
- ক. আমলকীতে পাওয়া যায়
 - খ. কমলালেবুতে পাওয়া যায়
 - গ. আঙ্গুরে পাওয়া যায়
 - ঘ. টমেটোতে পাওয়া যায়
 
উত্তরঃ টমেটোতে পাওয়া যায়
140. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
- ক. সবুজ আলোতে
 - খ. নীল আলোতে
 - গ. লাল আলোতে
 - ঘ. বেগুনি আলোতে
 
উত্তরঃ লাল আলোতে
141. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ সৃষ্ট হয় না, কারণ?
- ক. পাখির গায়ে বিদ্যুৎ রোধী আবরণ থাকে
 - খ. পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
 - গ. বিদ্যুৎস্পৃষ্ট হলেও পাখি মরে না
 - ঘ. মাটির সঙ্গে সংযোগ হয় না
 
উত্তরঃ মাটির সঙ্গে সংযোগ হয় না
142. আকাশে বিজলি চমকায় -
- ক. দুই খন্ড মেঘ পর পর এলে
 - খ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
 - গ. মেঘ বিদ্যুৎ পারবাহী অবস্থায় এলে
 - ঘ. মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
 
উত্তরঃ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
143. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
- ক. ভিটামিন সি
 - খ. ভিটামিন বি
 - গ. ভিটামিন বি ২
 - ঘ. ভিটামিন কে
 
উত্তরঃ ভিটামিন কে
144. গ্রিন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
- ক. নিম্নভূমি নিমজ্জিত হবে
 - খ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
 - গ. বৃষ্টিপাত কমে যাবে
 - ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
 
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে
146. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
- ক. ০ সেন্টিগ্রেড
 - খ. ১০ সেন্টিগ্রেড
 - গ. ৪ সেন্টিগ্রেড
 - ঘ. ১০০ সেন্টিগ্রেড
 
উত্তরঃ ৪ সেন্টিগ্রেড
147. CNG - এর অর্থ-
- ক. কার্বনমুক্ত নতুন পরিবেশবান্ধব তেল
 - খ. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
 - গ. সীসামুক্ত পেট্রোল
 - ঘ. কমপ্রেশ করা প্রাকৃতিক গ্যাস
 
উত্তরঃ কমপ্রেশ করা প্রাকৃতিক গ্যাস
148. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কী বলে?
- ক. নেফ্রন
 - খ. নিউরন
 - গ. থাইমাস
 - ঘ. মাস্ট সেল
 
উত্তরঃ নিউরন
- ক. অক্সেজেন পরিবহন করা
 - খ. রোগ প্রতিরোধ করা
 - গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
 - ঘ. উল্লিখিত সব কয়টিই
 
উত্তরঃ অক্সেজেন পরিবহন করা