সাধারন বিজ্ঞান
101. পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
- ক. পেট্রোলিয়াম
 - খ. ইউরেনিয়াম-২৩৫
 - গ. অক্সিজেন
 - ঘ. হাইড্রোজেন
 
উত্তরঃ ইউরেনিয়াম-২৩৫
102. রেফ্রিজারেটরে কমপ্রেশারের কাজ কী?
- ক. ফ্রেয়নকে ঘনীভূত করা
 - খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
 - গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
 - ঘ. ফ্রেয়নকে ঠান্ডা করা
 
উত্তরঃ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
103. এক গ্রাম পানির তাপমাত্রা ২০o হতে ৩০o সেলসিয়াস বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
- ক. ১ ক্যালরি
 - খ. ২ ক্যালরি
 - গ. ৩ ক্যালরি
 - ঘ. ৪ ক্যালরি
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
104. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
- ক. ১ সেকেন্ড
 - খ. ০.১ সেকেন্ড
 - গ. ০.০১ সেকেন্ড
 - ঘ. ০.০০১ সেকেন্ড
 
উত্তরঃ ০.১ সেকেন্ড
105. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
- ক. স্থায়ী চুম্বক
 - খ. অস্থায়ী চুম্বক
 - গ. সংকর চুম্বক
 - ঘ. প্রাকৃতিক চুম্বক
 
উত্তরঃ স্থায়ী চুম্বক
106. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
- ক. ১টি
 - খ. ২টি
 - গ. ৩টি
 - ঘ. ৪টি
 
উত্তরঃ ৩টি
107. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
- ক. ওয়াট আওয়ারে
 - খ. ওয়াটে
 - গ. ভোল্টে
 - ঘ. কিলোওয়াট ঘণ্টায়
 
উত্তরঃ কিলোওয়াট ঘণ্টায়
108. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- ক. গ্লিসারিন
 - খ. ফিটকিরি
 - গ. সোডিয়াম ক্লোরাইড
 - ঘ. ক্যালসিয়াম কার্বনেট
 
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট
109. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
 - খ. পটাশিয়াম
 - গ. ম্যাগনেশিয়াম
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ সোডিয়াম
110. চা পাতায় কোন ভিটামিন থাকে>
- ক. ভিটামিন-ই
 - খ. ভিটামিন-কে
 - গ. ভিটামিন-বি কমপ্লেক্স
 - ঘ. ভিটামিন-এ
 
উত্তরঃ ভিটামিন-বি কমপ্লেক্স
111. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
- ক. নাইট্রোজেনর
 - খ. ফসফরাসের
 - গ. ইউরিয়ার
 - ঘ. পটাশিয়ামের
 
উত্তরঃ নাইট্রোজেনর
112. মানুষের স্পাইসাল কর্ডের দৈর্ঘ্য কত?
- ক. ১৫ ইঞ্চি (প্রায়)
 - খ. ১৭ ইঞ্চি (প্রায়)
 - গ. ১৮ ইঞ্চি (প্রায়)
 - ঘ. ২০ ইঞ্চি (প্রায়)
 
উত্তরঃ ১৮ ইঞ্চি (প্রায়)
- ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
 - খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
 - গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
 - ঘ. উপরের সবগুলি
 
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
114. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
- ক. অগ্ন্যাশয় হতে
 - খ. প্যানক্রিয়াস হতে
 - গ. লিভার হতে
 - ঘ. পিটুইটারী গ্লান্ড হতে
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
116. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
- ক. আলট্রা-ভায়োলেট রশ্মি
 - খ. বিটা রশ্মি
 - গ. আলফা রশ্মি
 - ঘ. গামা রশ্মি
 
উত্তরঃ গামা রশ্মি
117. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?
- ক. প্রাকৃতিক পরিবেশ
 - খ. সামাজিক পরিবেশ পরিবেশ
 - গ. বায়বীয় পরিবেশ
 - ঘ. সাংস্কৃতিক পরিবেশ
 
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ
118. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
- ক. পেট্রোল ইঞ্জিনে
 - খ. ডিজেল ইঞ্জিনে
 - গ. রকেট ইঞ্জিনে
 - ঘ. বিমান ইঞ্জিনে
 
উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে
119. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে-
- ক. আলফা রশ্মি
 - খ. বিটা রশ্মি
 - গ. গামা রশ্মি
 - ঘ. রঞ্জন রশ্মি
 
উত্তরঃ গামা রশ্মি
121. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
- ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
 - খ. বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
 - গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
 - ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
 
উত্তরঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
123. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
- ক. মেলানিন
 - খ. গায়ামিন
 - গ. ক্যারোটিন
 - ঘ. হিমোগ্লোবিন
 
উত্তরঃ মেলানিন
124. বাদুড় অন্ধকারে চলাফেরা করে কীভাবে?
- ক. তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
 - খ. ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয়
 - গ. সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
 - ঘ. অলৌকিকভাবে
 
উত্তরঃ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
- ক. N.P.K.S ও Zn
 - খ. Na.P.K.S ও Zn
 - গ. N.B.K.S ও AI
 - ঘ. N.P.K.S ও AI
 
উত্তরঃ N.P.K.S ও Zn