সাধারন বিজ্ঞান
- ক. ইলেকট্রন বর্জন
 - খ. ইলেকট্রন গ্রহণ
 - গ. ইলেকট্রন আদান-প্রদান
 - ঘ. তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ
 
উত্তরঃ ইলেকট্রন বর্জন
52. বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
- ক. ট্রান্সমিটারের সাহায্যে
 - খ. স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
 - গ. স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
 - ঘ. এডাপটারের সাহায্যে
 
উত্তরঃ স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
- ক. নিউট্রন ও মিটার
 - খ. জুল ও ডাইন
 - গ. ওয়াট ও পাউন্ড
 - ঘ. প্যাসকেল ও কিলোগ্রাম
 
উত্তরঃ জুল ও ডাইন
- ক. মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
 - খ. দুইখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
 - গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
 - ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
 
উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
55. কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inter gas) আটটি ইলেকট্রন নেই?
- ক. হিলিয়াম
 - খ. নিয়ন
 - গ. আর্গন
 - ঘ. জেনন
 
উত্তরঃ হিলিয়াম
- ক. রেশমের চাষ
 - খ. মৎস্য চাষ
 - গ. মৌমাছির চাষ
 - ঘ. পাখিপালন বিদ্যা
 
উত্তরঃ মৌমাছির চাষ
57. বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব- ব্যাখ্যা উপস্থাপন করেছেন-
- ক. স্টিফেন হকিং
 - খ. জি লেমেটার
 - গ. আব্দুস সালাম
 - ঘ. এডুইন হাবল
 
উত্তরঃ স্টিফেন হকিং
58. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
- ক. স্ট্রাটোস্ফিয়ার
 - খ. ট্রাপোস্ফিয়ার
 - গ. আয়োনোস্ফিয়ার
 - ঘ. ওজোন স্তর
 
উত্তরঃ আয়োনোস্ফিয়ার
59. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-
- ক. ক্রনোমিটার
 - খ. কম্পাস
 - গ. সিসমোগ্রাফ
 - ঘ. সেক্সট্যান্ট
 
উত্তরঃ ক্রনোমিটার
- ক. অসম্পৃত এলকোহল
 - খ. জৈব এসিড
 - গ. পলিমার
 - ঘ. এমিনো এসিড
 
উত্তরঃ অসম্পৃত এলকোহল
61. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়-
- ক. মাটির ক্ষয় রোধের জন্য
 - খ. মাটির অম্লতা বৃদ্ধির জন্য
 - গ. মাটির অম্লতা হ্রাসের জন্য
 - ঘ. মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
 
উত্তরঃ মাটির অম্লতা হ্রাসের জন্য
62. কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?
- ক. ১০ থেকে ৪০০ নে.মি. (nm)
 - খ. ৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)
 - গ. ১০০ মাইক্রোমিটার (um) থেকে ১ মি (m)
 - ঘ. ১ মি (m) এর ঊর্ধ্বে
 
উত্তরঃ ৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)
- ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
 - খ. প্রতিসরণের জন্য
 - গ. প্রতিফলনের জন্য
 - ঘ. অপবর্তনের জন্য
 
উত্তরঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
66. স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
- ক. দার্শনিক
 - খ. পদার্থবিদ
 - গ. কবি
 - ঘ. রসায়নবিদ
 
উত্তরঃ পদার্থবিদ
67. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
- ক. পেপসিন
 - খ. এমাইলেজ
 - গ. রেনিন
 - ঘ. ট্রিপসিন
 
উত্তরঃ রেনিন
68. কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম?
- ক. শূন্যতায়
 - খ. কঠিন পদার্থে
 - গ. তরল পদার্থে
 - ঘ. বায়বীয় পদার্থে
 
উত্তরঃ বায়বীয় পদার্থে
69. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
- ক. পরমানু শক্তি
 - খ. কয়লা
 - গ. পেট্রোল
 - ঘ. প্রাকৃতিক গ্যাস
 
উত্তরঃ পরমানু শক্তি
70. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
- ক. দস্তা
 - খ. সালফার
 - গ. নাইট্রোজেন
 - ঘ. পটাশিয়াম
 
উত্তরঃ সালফার
71. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
- ক. কৃত্রিম সার প্রয়োগ
 - খ. পানি সেচ
 - গ. জমিতে নাইট্রোজেন ধরে রাখা
 - ঘ. প্রাকৃতিক সার প্রয়োগ
 
উত্তরঃ পানি সেচ
- ক. কিউলেক্স
 - খ. এডিস
 - গ. এ্যানোফিলিন
 - ঘ. সব ধরনের মশা
 
উত্তরঃ এডিস
73. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
- ক. ফিটকিরি
 - খ. চুন
 - গ. সেভিং সোপ
 - ঘ. কস্টিক সোডা
 
উত্তরঃ ফিটকিরি
- ক. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
 - খ. হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
 - গ. হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
 - ঘ. হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
 
উত্তরঃ হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
75. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল-
- ক. এ রোগমানবদেহের কিডনি নষ্ট করে
 - খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
 - গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়
 - ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
 
উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়