সাধারন বিজ্ঞান

151. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোয়ের-

  • ক. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
  • খ. অর্ধেক ধ্বংস হয়ে গেলে
  • গ. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
  • ঘ. এক-চতুর্থাংশ বেড়ে গেলে

উত্তরঃ এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে

বিস্তারিত

152. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে -

  • ক. প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
  • খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
  • গ. নাইট্রোজেন সরবরাহ করে
  • ঘ. হাইড্রোজেন সরবরাহ করে

উত্তরঃ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

বিস্তারিত

153. আবাসিক বাড়ির বর্তনীতে সাকির্ট ব্যবহার করা হয় কেন?

  • ক. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
  • খ. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
  • গ. বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
  • ঘ. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে

উত্তরঃ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে

বিস্তারিত

154. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-

  • ক. নিউট্র্র্রন ও প্রোটনের সংখ্যা সমান
  • খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
  • গ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
  • ঘ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

উত্তরঃ ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান

বিস্তারিত

155. মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?

  • ক. ৭০%
  • খ. ৭২%
  • গ. ৭৩%
  • ঘ. ৮৯%

উত্তরঃ ৭৩%

বিস্তারিত

156. মূল নাই কোন উদ্ভিদে?

  • ক. ফণিমনসা
  • খ. বীরুৎ
  • গ. গুল্ম
  • ঘ. সাইকাস

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

157. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

  • ক. মৃদু রঞ্জন রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. গামা রশ্মি
  • ঘ. কসমিক রশ্মি

উত্তরঃ মৃদু রঞ্জন রশ্মি

বিস্তারিত

158. ল্যাপটপ কী?

  • ক. ছোট কুকুর
  • খ. পর্বতারোহণ সামগ্রী
  • গ. বাদ্যযন্ত্র
  • ঘ. ছোট কম্পিউটার

উত্তরঃ ছোট কম্পিউটার

বিস্তারিত

159. অ্যাসবেসটস কী?

  • ক. অগ্নিনিরোধক খনিজ পদার্থ
  • খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
  • গ. বেশি ঘনত্ব বিশিষ্ট তরল পদার্থ
  • ঘ. একধরনের রাসায়নিক পদার্থ

উত্তরঃ অগ্নিনিরোধক খনিজ পদার্থ

বিস্তারিত

160. পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?

  • ক. বায়ুর চাপ বেশি থাকার কারণে
  • খ. বায়ুর চাপ কম থাকার কারণে
  • গ. পাহাড়ের বাতাস কম থাকায়
  • ঘ. পাহাড়ের ওপর তাপমাত্রা বেশি থাকায়

উত্তরঃ বায়ুর চাপ কম থাকার কারণে

বিস্তারিত

161. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-

  • ক. ইন্টারকম
  • খ. ইন্টারনেট
  • গ. ই-মেইল
  • ঘ. ইন্টারসিভ

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

162. স্বনের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. নাইট্রিক এসিড
  • গ. হাইড্রোক্লোরিক এসিড
  • ঘ. টারটারিক এসিড

উত্তরঃ নাইট্রিক এসিড

বিস্তারিত

163. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

  • ক. বেলে মাছ
  • খ. পালং শাক
  • গ. খাসির মাংস
  • ঘ. মুরগির মাংস

উত্তরঃ খাসির মাংস

বিস্তারিত

164. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়। কারণ গাছ হতে-

  • ক. অধিক পরিমাণ অক্সিজেন নির্গত হয়
  • খ. অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়
  • গ. অধিক পরিমাণে কার্বন মনোঅক্সাইড নির্গত হয়
  • ঘ. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়

উত্তরঃ অধিক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়

বিস্তারিত

165. কোনটি বেশি স্থিতিস্থাপক ?

  • ক. ইস্পাত
  • খ. রাবার
  • গ. কাচঁ
  • ঘ. পানি

উত্তরঃ ইস্পাত

বিস্তারিত

166. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

  • ক. অ্যানোফিলিস
  • খ. এডিস
  • গ. কিউলেক্স
  • ঘ. সব ধরনের মশা

উত্তরঃ এডিস

বিস্তারিত

167. প্রথম টেস্টটিউব বেবি কবে ভূমিষ্ঠ হয়?

  • ক. ২৭ মে
  • খ. ২৪ মে
  • গ. ৩০ মে
  • ঘ. ৩১ মে

উত্তরঃ ৩০ মে

বিস্তারিত

168. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

  • ক. ৩৯
  • খ. ৩২
  • গ. ৩৩
  • ঘ. ৩৪

উত্তরঃ ৩৩

বিস্তারিত

169. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

  • ক. বোর, ১৯৬৩
  • খ. রাদারফোর্ড, ১৯১৯
  • গ. হাইগ্যান, ১৯৬১
  • ঘ. মাইম্যান, ১৯৬০

উত্তরঃ মাইম্যান, ১৯৬০

বিস্তারিত

170. প্রাকৃতিক উৎস্য হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি?

  • ক. সাগরের পানি
  • খ. হ্রদের পানি
  • গ. নদীর পানি
  • ঘ. বৃষ্টির পানি

উত্তরঃ বৃষ্টির পানি

বিস্তারিত

171. ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?

  • ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
  • খ. মেমোরী চিপ হিসেবে
  • গ. চুম্বক ক্ষেত্র হিসেবে
  • ঘ. কার্বনক্ষেত্র হিসেবে

উত্তরঃ চুম্বক ক্ষেত্র হিসেবে

বিস্তারিত

172. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রী তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে?

  • ক. ০ ডিগ্রী
  • খ. ১০০ ডিগ্রী
  • গ. ৪০ ডিগ্রী
  • ঘ. -৪০ ডিগ্রী

উত্তরঃ -৪০ ডিগ্রী

বিস্তারিত

173. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

  • ক. পেনিসিলিন
  • খ. ইনসুলিন
  • গ. ফলিক এসিড
  • ঘ. এমাইনো এসিড

উত্তরঃ ইনসুলিন

বিস্তারিত

174. টেস্টিং সল্টের রাসায়নিক নাম কী?

  • ক. সোডিয়াম বাই-কার্বোনেট
  • খ. সোডিয়াম
  • গ. মনো সোডিয়াম গ্লুটামেট
  • ঘ. পটাসিয়াম বাই-কার্বনেট

উত্তরঃ মনো সোডিয়াম গ্লুটামেট

বিস্তারিত

175. তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

  • ক. তরল পদার্থ
  • খ. কঠিন পদার্থ
  • গ. নরম পদার্থ
  • ঘ. বায়বীয় পদার্থ

উত্তরঃ বায়বীয় পদার্থ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects