সাধারন বিজ্ঞান

201. পেনিসিলিয়াম আবিষ্কার করেন-

  • ক. রবার্ট হুক
  • খ. টমাস এডিসন
  • গ. আলেকজান্ডার ফ্লেমিং
  • ঘ. জেমস ওয়াট

উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং

বিস্তারিত

202. গ্রিন হাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে-

  • ক. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে
  • খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
  • গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
  • ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে

উত্তরঃ সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে

বিস্তারিত

203. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-

  • ক. গাছগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করে
  • খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজগত বাঁচায়
  • গ. দেশের অথনৈতিক উন্নয়নের কোন অবদান নেই
  • ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

উত্তরঃ গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবজগত বাঁচায়

বিস্তারিত

204. বাংলাদেশ-ভাতর পানি চুক্তির মেয়াদ-

  • ক. ১০ বছর
  • খ. ২০ বছর
  • গ. ২৫ বছর
  • ঘ. ৩০ বছর

উত্তরঃ ৩০ বছর

বিস্তারিত

205. বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?

  • ক. কার্বনডাই-অক্সাইড
  • খ. জলীয় বাষ্প
  • গ. ক্লোরোফ্লোরো কার্বন
  • ঘ. নাইট্রিক অক্সাইড

উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন

বিস্তারিত

206. ড্রাই আইস হালো-

  • ক. কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড
  • খ. কঠিন অবস্থায় সালফার অক্সাইড
  • গ. শূন্য ‍ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের বরফ
  • ঘ. হাইড্রোজেন পার অক্সাইডের কঠিন অবস্থা

উত্তরঃ কঠিন অবস্থায় কার্বন-ডাই-অক্সাইড

বিস্তারিত

207. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

  • ক. শুশুক
  • খ. তিমি
  • গ. ইলিশ
  • ঘ. হাঙ্গর

উত্তরঃ শুশুক

বিস্তারিত

208. ডায়াবেটিস রোগ সম্পর্কিত যে তথ্যটি সঠিক নয়-

  • ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
  • খ. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
  • গ. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
  • ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এ রোগ হয়

উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

বিস্তারিত

209. এনজিওপ্লাস্টি হচ্ছে-

  • ক. হৃদপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
  • খ. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
  • গ. হৃৎপিণ্ডের টিস্যুকে নতুন টিস্যু সংযোজন
  • ঘ. হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন

উত্তরঃ হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

বিস্তারিত

210. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা বিনষ্ট করে?

  • ক. কার্বন-ডাই-অক্সাইড
  • খ. কার্বন মনো-অক্সাইড
  • গ. নাইট্রিক অক্সাইড
  • ঘ. সালফার ডাই-অক্সাইড

উত্তরঃ কার্বন মনো-অক্সাইড

বিস্তারিত

211. স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হয়-

  • ক. ০ ‍0 সেন্টিগ্রেড
  • খ. ১০০ 0 সেন্টিগ্রেড
  • গ. ৪ 0 সেন্টিগ্রেড
  • ঘ. ২৬৪ 0 সেন্টিগ্রেড

উত্তরঃ 0 সেন্টিগ্রেড

বিস্তারিত

212. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়-

  • ক. আইসোবার
  • খ. আইসোটোপ
  • গ. আইসোটোন
  • ঘ. আইসোমোর

উত্তরঃ আইসোটোপ

বিস্তারিত

213. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

  • ক. ভূ-কেন্দ্রে
  • খ. ভূ-পৃষ্ঠে
  • গ. ভূ-পৃষ্ট থেকে ১০০ ফুট নিচে
  • ঘ. ভূ-পৃষ্ট থেকে ১০০ ফুট উঁচুতে

উত্তরঃ ভূ-পৃষ্ঠে

বিস্তারিত

214. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?

  • ক. লৌহ
  • খ. ইউরেনিয়াম
  • গ. প্লুটোনিয়াম
  • ঘ. নেপচুনিয়াাাম

উত্তরঃ লৌহ

বিস্তারিত

215. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?

  • ক. দর্পণ
  • খ. লেন্স
  • গ. প্রিজম
  • ঘ. বিম্ব

উত্তরঃ দর্পণ

বিস্তারিত

216. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয়, তার নাম কী?

  • ক. গামা রশ্মি
  • খ. মাইক্রোওয়েভ
  • গ. অবলোহিত বিকিরণ
  • ঘ. আলোক তরঙ্গ

উত্তরঃ মাইক্রোওয়েভ

বিস্তারিত

217. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

  • ক. হেস
  • খ. গোল্ডস্টাইন
  • গ. রাদারফোর্ড
  • ঘ. আইনস্টাইন

উত্তরঃ হেস

বিস্তারিত

218. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?

  • ক. এ্যামপ্লিফায়ার
  • খ. জেনারেটর
  • গ. লাউড স্পীকার
  • ঘ. মাইক্রোফোন

উত্তরঃ লাউড স্পীকার

বিস্তারিত

219. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

  • ক. ফ্যাদোমিটার
  • খ. জাইরোকম্পাস
  • গ. সাবমেরিন
  • ঘ. এনিও মিটার

উত্তরঃ ফ্যাদোমিটার

বিস্তারিত

220. কম্পিউটার কে আবিষ্কার করেন?

  • ক. উইলিয়াম অটরেড
  • খ. ব্লেইসি প্যাসকেল
  • গ. হাওয়ার্ড আইকেন
  • ঘ. অ্যাবাকাস

উত্তরঃ হাওয়ার্ড আইকেন

বিস্তারিত

221. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

  • ক. থাইরোসিন
  • খ. গ্লুকাটন
  • গ. এড্রিনালিন
  • ঘ. ইনসুলিন

উত্তরঃ ইনসুলিন

বিস্তারিত

222. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?

  • ক. কাঁচা লৌহ
  • খ. ইস্পাত
  • গ. এলুমিনিয়াম
  • ঘ. কোবাল্ট

উত্তরঃ এলুমিনিয়াম

বিস্তারিত

223. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্য দায়ী কোন গ্যাস?

  • ক. ক্লোরোফ্লোরো কার্বন
  • খ. কার্বন-মনোঅক্সাইড
  • গ. কার্বন ডাই-অক্সাইড
  • ঘ. মিথেন

উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন

বিস্তারিত

224. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির

  • ক. ১৬ শতাংশ
  • খ. ২০ শতাংশ
  • গ. ২৫ শতাংশ
  • ঘ. ৩০ শতাংশ

উত্তরঃ ২৫ শতাংশ

বিস্তারিত

225. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

  • ক. ২০ জোড়া
  • খ. ২২ জোড়া
  • গ. ২৩ জোড়া
  • ঘ. ২৫ জোড়া

উত্তরঃ ২৩ জোড়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects