সাধারন বিজ্ঞান

276. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

  • ক. শূন্যতায়
  • খ. লোহা
  • গ. পানি
  • ঘ. বাতাসে

উত্তরঃ লোহা

বিস্তারিত

277. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

  • ক. সয়ুজ
  • খ. এপোলো
  • গ. ভয়েজার
  • ঘ. ভাইকিং

উত্তরঃ ভাইকিং

বিস্তারিত

278. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

  • ক. আইনস্টান
  • খ. ওপেনহেমার
  • গ. অটোম্যান
  • ঘ. রোজেনবার্গ

উত্তরঃ ওপেনহেমার

বিস্তারিত

279. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্যে দ্বিগুণ করলে কম্পাংকের কতটা পরিবর্তন ঘটবে?

  • ক. অর্ধেক ‘
  • খ. দ্বিগুণ হবে
  • গ. তিন গুণ হবে
  • ঘ. চার গুণ হবে

উত্তরঃ অর্ধেক ‘

বিস্তারিত

280. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে -

  • ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
  • খ. পোলারয়েড পদ্ধতিতে
  • গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
  • ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

উত্তরঃ পোলারয়েড পদ্ধতিতে

বিস্তারিত

281. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ -

  • ক. বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি
  • খ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
  • গ. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
  • ঘ. বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

উত্তরঃ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

বিস্তারিত

282. আাকাশে বিজলি চমকায় -

  • ক. দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
  • খ. মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
  • গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
  • ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

উত্তরঃ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

বিস্তারিত

283. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -

  • ক. ৭৫ ডিবি
  • খ. ৯০ ডিবি
  • গ. ১০৫ ডিবি
  • ঘ. ১২০ ডিবি

উত্তরঃ ১০৫ ডিবি

বিস্তারিত

284. পানিতে নৌকার বৈঠা বেঁকে যাওয়ার কারণ আলোর -

  • ক. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  • খ. প্রতিসরণ
  • গ. বিচ্ছুরণ
  • ঘ. পোলারায়ন

উত্তরঃ প্রতিসরণ

বিস্তারিত

285. রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ -

  • ক. এটি হালকা ও দামে সস্তা
  • খ. এটি সব দেশেই পাওয়া যায়
  • গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়িস সিদ্ধ হয়
  • ঘ. এটি সহজে ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

উত্তরঃ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়িস সিদ্ধ হয়

বিস্তারিত

286. গ্রিন হাউস ইফেক্ট বলতে বোঝায় -

  • ক. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি
  • খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
  • গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
  • ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ‍ভূমণ্ডলের অবলোকন

উত্তরঃ তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

বিস্তারিত

287. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -

  • ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
  • খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
  • গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
  • ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ‍ভূমণ্ডলের অবলোকন

উত্তরঃ উপগ্রহের সাহায্যে দূর থেকে ‍ভূমণ্ডলের অবলোকন

বিস্তারিত

288. পাল তোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-

  • ক. ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার করা হয়
  • খ. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
  • গ. পালের দড়িতে টানের নিয়ন্ত্রণে বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
  • ঘ. পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়

উত্তরঃ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

বিস্তারিত

289. ফিউশন প্রক্রিয়ায় -

  • ক. একটি পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
  • খ. একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
  • গ. ভারী পরমাণু ভেঙে দু’টি পরমাণু গঠিত হয়
  • ঘ. একটি পরমাণু ভেঙে দু’টি পরমাণু সৃষ্টি হয়

উত্তরঃ একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে

বিস্তারিত

290. সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রডের সাথে যে তরলটি ব্যবহৃত হয়, তা হল -

  • ক. নাইট্রিক এসিড
  • খ. সালফিউরিক এসিড
  • গ. এ্যামোনিয়াম ক্লোরাইড
  • ঘ. হাইড্রোক্লোরিক এসিড

উত্তরঃ সালফিউরিক এসিড

বিস্তারিত

291. নিচের কোন উক্তিটি সঠিক?

  • ক. বায়ু একটি যৌগিক পদার্থ
  • খ. বায়ু একটি মৌলিক পদার্থ
  • গ. বায়ু একটি মিশ্র পদার্থ
  • ঘ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

উত্তরঃ বায়ু একটি মিশ্র পদার্থ

বিস্তারিত

292. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সংঙ্গে এর মিল আছে?

  • ক. বাষ্পীয় ইঞ্জিন
  • খ. অন্তর্দহন ইঞ্জিন
  • গ. স্টারলিং ইঞ্জিন
  • ঘ. রকেট ইঞ্জিন

উত্তরঃ রকেট ইঞ্জিন

বিস্তারিত

293. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো -

  • ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
  • খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
  • গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
  • ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

উত্তরঃ লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

বিস্তারিত

294. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ -

  • ক. সরকারি নির্দেশ
  • খ. দূর থেকে চোখে পড়বে বলে
  • গ. দেখতে সুন্দর লাগে
  • ঘ. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

উত্তরঃ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

বিস্তারিত

295. ইউরিয়া সারের কাঁচামাল -

  • ক. অপরিশোধিত তেল
  • খ. ক্রিংকার
  • গ. এমোনিয়া
  • ঘ. মিথেন গ্যাস

উত্তরঃ মিথেন গ্যাস

বিস্তারিত

296. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -

  • ক. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
  • খ. অধিক পরিমানে CO2 নির্গত হয়ে
  • গ. কীটপতঙ্গের সাহায্যে
  • ঘ. ফুলে ফুলে সংস্পর্শে

উত্তরঃ বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

বিস্তারিত

297. ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন । কারণ এতে -

  • ক. লোহাকে টেম্পারিং করা হয়েছে
  • খ. সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে
  • গ. সব বিজাতীয় পদার্থ বের করা হয়েছে
  • ঘ. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে

উত্তরঃ সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে

বিস্তারিত

298. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -

  • ক. নাইট্রোজেন গ্যাস
  • খ. মিথেন
  • গ. হাইড্রোজেন গ্যাস
  • ঘ. কার্বন মনোক্সাইড

উত্তরঃ মিথেন

বিস্তারিত

300. কাজ করার সামর্থ্যকে বলে -

  • ক. শক্তি
  • খ. ক্ষমতা
  • গ. কাজ
  • ঘ. বল

উত্তরঃ শক্তি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects