সাধারন বিজ্ঞান

301. রঙধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলি -

  • ক. লেন্সের কাজ করে
  • খ. আতসী কাচের কাজ করে
  • গ. দর্পনের কাজ করে
  • ঘ. প্রিজমের কাজ করে

উত্তরঃ প্রিজমের কাজ করে

বিস্তারিত

302. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো -

  • ক. জিপসাম
  • খ. বালি
  • গ. সাজি মাটি
  • ঘ. চুনাপাথর

উত্তরঃ বালি

বিস্তারিত

303. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

  • ক. ২৪ জোড়া
  • খ. ২৬ জোড়া
  • গ. ২৩ জোড়া
  • ঘ. ২৫ জোড়া

উত্তরঃ ২৩ জোড়া

বিস্তারিত

304. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমদের দেশে প্রচলিত, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে -

  • ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
  • খ. খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরলরেখায়
  • গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
  • ঘ. ভূমি ও আয়নোস্ফিয়ারের মধ্যে প্রতিফলিত হয়ে

উত্তরঃ ওয়েভ গাইডের মধ্য দিয়ে

বিস্তারিত

305. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -‘

  • ক. ট্রান্সফরমার
  • খ. জেনারেটর
  • গ. স্টোরেজ ব্যাটারি
  • ঘ. ক্যাপাসিটর

উত্তরঃ স্টোরেজ ব্যাটারি

বিস্তারিত

306. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -

  • ক. কম হয়
  • খ. বেশি হয়
  • গ. একই হয়
  • ঘ. খুব কম হয়

উত্তরঃ একই হয়

বিস্তারিত

307. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -

  • ক. ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
  • খ. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুুত বন্ধ করা
  • গ. ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
  • ঘ. বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা

উত্তরঃ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুুত বন্ধ করা

বিস্তারিত

308. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো -

  • ক. পারমাণবিক জ্বালানি
  • খ. পিট কয়লা
  • গ. ফুয়েল সেল
  • ঘ. সূর্য

উত্তরঃ সূর্য

বিস্তারিত

309. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় । কারন -

  • ক. রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
  • খ. বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
  • গ. উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
  • ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক

উত্তরঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়

বিস্তারিত

310. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

  • ক. পেট্রোল
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. বায়োগ্যাস

উত্তরঃ বায়োগ্যাস

বিস্তারিত

311. সাধারণ ড্রাইসেলের ইলেকট্রোড হিসেবে রয়েছে -

  • ক. তামার দণ্ড ও দস্তার পাত
  • খ. তামার পাত ও দস্তার পাত
  • গ. কার্বন দণ্ড ও দস্তার কৌটা
  • ঘ. তামার দণ্ড ও দস্তার কৌটা

উত্তরঃ কার্বন দণ্ড ও দস্তার কৌটা

বিস্তারিত

312. মাছ অক্সিজেন নেয় -

  • ক. মাঝে মাঝে পানির উপর নাক তুলে
  • খ. পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
  • গ. পটকার মধ্যে জমানো বাতাস হতে
  • ঘ. পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

উত্তরঃ পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

বিস্তারিত

313. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ -

  • ক. এতে বিদ্যুতের অপচয় কম হয়
  • খ. পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
  • গ. অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
  • ঘ. প্রয়োজনমত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

উত্তরঃ এতে বিদ্যুতের অপচয় কম হয়

বিস্তারিত

314. আমাদের দোহকোষ রক্ত হতে গ্রহণ করে -

  • ক. অক্সিজেন ও গ্লুজোজ
  • খ. অক্সিজেন ও রক্তের আমিষ
  • গ. ইউরিয়া ও গ্লুকোজ
  • ঘ. এমাইনো এসিড ও CO 2

উত্তরঃ অক্সিজেন ও গ্লুজোজ

বিস্তারিত

315. সংকর ধাতু পিতলের উপাদান -

  • ক. তামা ও টিন
  • খ. তামা ও দস্তা
  • গ. তামা ও নিকেল
  • ঘ. তামা ও সীসা

উত্তরঃ তামা ও দস্তা

বিস্তারিত

316. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?

  • ক. মহাকর্ষ বলের জন্য
  • খ. মাধ্যাকর্ষণ বলের জন্য
  • গ. আমরা স্থির থাকার জন্য
  • ঘ. পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য

উত্তরঃ মাধ্যাকর্ষণ বলের জন্য

বিস্তারিত

317. যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো -

  • ক. লাল, সবুজ, আসমানী
  • খ. লাল, কমলা, বেগুনি
  • গ. হলুদ, সবুজ, নীল
  • ঘ. লাল, নীল, বেগুনি

উত্তরঃ লাল, সবুজ, আসমানী

বিস্তারিত

318. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা -

  • ক. তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
  • খ. তাপশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
  • গ. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে‘
  • ঘ. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে

উত্তরঃ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে

বিস্তারিত

319. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো -

  • ক. ভিটামিন এ
  • খ. ভিটামিন সি
  • গ. লৌহ
  • ঘ. ক্যালসিয়াম

উত্তরঃ লৌহ

বিস্তারিত

320. জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে । কারণ -

  • ক. এরা অনেক ছোট হয়
  • খ. কাণ্ডে বায়ুকাঠুরী থাকে
  • গ. এরা পানিতে জম্মে
  • ঘ. পাতা অনেক কম থাকে

উত্তরঃ কাণ্ডে বায়ুকাঠুরী থাকে

বিস্তারিত

321. কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয়?

  • ক. অক্সিজেন
  • খ. কার্বন ডাই-অক্সাইড
  • গ. সালফার ডাই অক্সাইড
  • ঘ. নাইট্রোজেন ডাই-অক্সাইড

উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড

বিস্তারিত

322. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়।

  • ক. টাইক্লোরোটাইফ্লুরো ইথেন
  • খ. টেট্রাফ্লুরো ইথেন
  • গ. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
  • ঘ. আর্গন

উত্তরঃ টেট্রাফ্লুরো ইথেন

বিস্তারিত

323. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তাহা হলো -

  • ক. আলফা রেস (Alpha rays)
  • খ. বিটা বেস (Beta rays)
  • গ. গামা রেস (Gama rays)
  • ঘ. অক্স রেস (X-rays)

উত্তরঃ গামা রেস (Gama rays)

বিস্তারিত

324. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?

  • ক. প্লাসটিড
  • খ. মাইটোকন্ড্রিয়া
  • গ. নিউক্লিওলাস
  • ঘ. ক্রোমাটিন বস্তু

উত্তরঃ ক্রোমাটিন বস্তু

বিস্তারিত

325. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?

  • ক. এপিলেসপি
  • খ. পারকিনসন
  • গ. প্যারালাইসিস
  • ঘ. থ্রমবোসিন

উত্তরঃ পারকিনসন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects