সাধারন বিজ্ঞান

226. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  • ক. রোনাল্ডো
  • খ. জিদান
  • গ. সুকের
  • ঘ. বেবেতা

উত্তরঃ সুকের

বিস্তারিত

228. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?

  • ক. ইনসুলিন
  • খ. থাইরক্সিন
  • গ. এনড্রোজেন
  • ঘ. এস্ট্রোজেন

উত্তরঃ ইনসুলিন

বিস্তারিত

229. গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?

  • ক. উত্তাপ অনেক বেড়ে যাবে
  • খ. বৃষ্টিপাত কমে যাবে
  • গ. নিম্নভূমি নিমজ্জিত হবে
  • ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে

উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে

বিস্তারিত

230. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

  • ক. ৮.৩২ মিনিট
  • খ. ৯.১২ মিনিট
  • গ. ৭.৯৬ মিনিট
  • ঘ. ১০.৬৫ মিনিট

উত্তরঃ ৮.৩২ মিনিট

বিস্তারিত

231. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

  • ক. হাতি
  • খ. কুমির
  • গ. তিমি
  • ঘ. বাদুর

উত্তরঃ কুমির

বিস্তারিত

232. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি?

  • ক. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  • খ. আইজ্যাক নিউটন
  • গ. টমাস এডিসন
  • ঘ. ভোল্টা

উত্তরঃ টমাস এডিসন

বিস্তারিত

233. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-

  • ক. তেলের খনির মালিক হয়ে
  • খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
  • গ. জাহাজের ব্যবসা করে
  • ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে

উত্তরঃ উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে

বিস্তারিত

234. স্টিফেন হকিং বিশ্বের একজন খুবই বিখ্যাত-

  • ক. দার্শনিক
  • খ. পদার্থবিদ
  • গ. রাসায়নবিদ
  • ঘ. কবি

উত্তরঃ পদার্থবিদ

বিস্তারিত

235. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

  • ক. হীরা
  • খ. গ্রাফাইট পাথর
  • গ. পিতল
  • ঘ. ইস্পাত

উত্তরঃ হীরা

বিস্তারিত

236. Natural protein -এর কোড নাম -

  • ক. Protein-P53
  • খ. Protein-P51
  • গ. Protein-P49
  • ঘ. Protein-P54

উত্তরঃ Protein-P49

বিস্তারিত

237. ‘অ্যাকোয়া রেজিয়া ‘ বলতে বুঝায় -

  • ক. কনসেনট্রেড সালফিউরিক এসিড
  • খ. কনসেনট্রেড নাইট্রিক এসিড
  • গ. কনসেনট্রেড নাইট্রিক এসিড ও সালফিউরিক এসিডের মিশ্রণ
  • ঘ. কনসেনট্রেড নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ

উত্তরঃ কনসেনট্রেড নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ

বিস্তারিত

239. টুথপেস্টের প্রধান উপাদান -

  • ক. জেলি ও মসলা
  • খ. ভোজ্যতেল ও সোডা
  • গ. সাবান ও পাউডার
  • ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল

উত্তরঃ সাবান ও পাউডার

বিস্তারিত

240. পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয় -

  • ক. সান্দ্রতা
  • খ. স্থিতিস্থাপকতা
  • গ. প্লবতা
  • ঘ. পৃষ্ঠটান

উত্তরঃ পৃষ্ঠটান

বিস্তারিত

241. মুক্তা হলো ঝিনুকের -

  • ক. জমাট হরমোন
  • খ. প্রহাহের ফল
  • গ. খোলসের টুকরা
  • ঘ. চোখের মণি

উত্তরঃ প্রহাহের ফল

বিস্তারিত

242. আবহাওয়া ৯০% আর্দ্রতা মানে কী ?

  • ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
  • খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
  • গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
  • ঘ. বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%

বিস্তারিত

243. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-

  • ক. ডিজিটাল সিগন্যালের বার্তা প্রেরণ
  • খ. বোতাম টিপে ডায়াল করা
  • গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার
  • ঘ. নতুন ধরনের মাইক্রোফোন

উত্তরঃ ডিজিটাল সিগন্যালের বার্তা প্রেরণ

বিস্তারিত

244. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ -

  • ক. কম্পিউটার
  • খ. অফসেট পদ্ধতি
  • গ. ফটো লিথোগ্রাফি
  • ঘ. প্রসেস ক্যামেরা

উত্তরঃ ফটো লিথোগ্রাফি

বিস্তারিত

245. পীট কয়লার বৈশিষ্ট্য হলো-

  • ক. মাটির অনেক অনেক গভীরে থাকে
  • খ. ভিজা ও নরম
  • গ. পাহাড়ি এলাকায় পাওয়া যায়
  • ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

উত্তরঃ ভিজা ও নরম

বিস্তারিত

246. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?

  • ক. মৃদু রঞ্জন রশ্মি
  • খ. গামা রশ্মি
  • গ. বিটা রশ্মি
  • ঘ. কসমিক রশ্মি

উত্তরঃ গামা রশ্মি

বিস্তারিত

247. চাঁদে কোন শব্দ করলে শোনা যাবে না কেন?

  • ক. চাঁদে কোন জীবন নেই তাই
  • খ. চাঁদে কোন পানি নেই তাই
  • গ. চাঁদে বায়ুমন্ডল নেই তাই
  • ঘ. চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ অপেক্ষা কম তাই

উত্তরঃ চাঁদে বায়ুমন্ডল নেই তাই

বিস্তারিত

248. নাড়ির স্পন্দন প্রবাহিত হয় -

  • ক. ধমনীর ভিতর দিয়ে
  • খ. শিরার ভিতর দিয়ে
  • গ. স্নায়ুর ভিতর দিয়ে
  • ঘ. ল্যাকটিয়ারের ভিতর দিয়ে

উত্তরঃ ধমনীর ভিতর দিয়ে

বিস্তারিত

249. আকাশ নীল দেখায় কেন?

  • ক. নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে
  • খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
  • গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
  • ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে।

উত্তরঃ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

বিস্তারিত

250. ‘ স্ট্রোক আকম্মিক অজ্ঞান’ যা মৃত্যুর কারণ হতে পারে - এটা কী?

  • ক. হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
  • খ. মস্তিষ্কে রক্তপ্রবাহের বাধা
  • গ. হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
  • ঘ. ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

উত্তরঃ মস্তিষ্কে রক্তপ্রবাহের বাধা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects