সাধারন বিজ্ঞান

251. কোনটি রক্তের কাজ নয়?

  • ক. কলা হতে ফুসফুসে বর্জ্যপদার্থ বহন করা
  • খ. ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
  • গ. হরমোন বিতরণ করা
  • ঘ. জারক রস বিতরণ করা

উত্তরঃ জারক রস বিতরণ করা

বিস্তারিত

253. গ্রিন হাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?

  • ক. উত্তাপ অনেক বেড়ে যাবে
  • খ. নিম্নভূমি নিমজ্জিত হবে
  • গ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
  • ঘ. বৃষ্টিপাত কমে যাবে

উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে

বিস্তারিত

254. নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব কীভাবে?

  • ক. যথাযথভাবে হাল ঘুরায়ে
  • খ. নদী স্রোত এর সুকৌশল ব্যবহারে
  • গ. পাল ব্যবহার করে
  • ঘ. গুণ টানার সময়ে টানটি সামনের দিকে রেখে

উত্তরঃ যথাযথভাবে হাল ঘুরায়ে

বিস্তারিত

255. বাংলাদেশে তড়িৎ এর কম্পাংক প্রতিসেকেন্ডে ৫০ সাইকেল। এর তাৎপর্য কী?

  • ক. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
  • খ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার একক দৈর্ঘ্য অতিক্রম করে
  • গ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
  • ঘ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে

উত্তরঃ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়

বিস্তারিত

256. আলট্রাসনোগ্রাফি কী?

  • ক. নতুন ধরনের এক্স রে
  • খ. ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
  • গ. শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
  • ঘ. শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ

উত্তরঃ ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

বিস্তারিত

257. নিত্য ব্যবহার্য অ্যারোসলের কৌটায় লেখা থাকে সিএফসিবিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?

  • ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে
  • খ. গ্রিন হাউস এফেক্টে অবদান রাখে
  • গ. ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে
  • ঘ. দাহ্য বলে অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে

উত্তরঃ ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে

বিস্তারিত

258. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

  • ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
  • খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
  • গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
  • ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে।

উত্তরঃ ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে

বিস্তারিত

259. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

  • ক. চট্রগ্রাম
  • খ. খুলনা
  • গ. কক্সবাজার
  • ঘ. রাজশাহী

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

260. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক -

  • ক. আসলের সমান হবে
  • খ. আসলের চেয়ে বেশি হবে
  • গ. আসলের চেয়ে কম হবে
  • ঘ. আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

উত্তরঃ আসলের চেয়ে বেশি হবে

বিস্তারিত

261. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলো?

  • ক. লাল
  • খ. সবুজ
  • গ. নীল
  • ঘ. বেগুনি

উত্তরঃ বেগুনি

বিস্তারিত

262. কোন মার্ধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?

  • ক. শূন্যতায়
  • খ. কঠিন পদার্থে
  • গ. তরল পদার্থে
  • ঘ. বায়বীয় পদার্থে

উত্তরঃ বায়বীয় পদার্থে

বিস্তারিত

263. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন ‍উপায় গ্রহণ করবেন?

  • ক. গাড়ির মধ্যেই বসে থাকবেন
  • খ. কোন গাছের তলায় আশ্রয় নিবেন
  • গ. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
  • ঘ. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন

উত্তরঃ বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

বিস্তারিত

264. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

  • ক. প্রতিফলন
  • খ. প্রতিধ্বনি
  • গ. প্রতিসরণ
  • ঘ. প্রতিসরাঙ্ক

উত্তরঃ প্রতিধ্বনি

বিস্তারিত

265. কোথায় সাঁতার কাটা সহজ?

  • ক. পুকুরে
  • খ. বিলে
  • গ. নদীতে
  • ঘ. সাগরে

উত্তরঃ সাগরে

বিস্তারিত

266. এভিকালচার বলতে কী বুঝায়?

  • ক. উড্ডয়নসংক্রান্ত বিষয়াদি
  • খ. পাখিপালন বিষয়াদি
  • গ. বাজপাথি পালন বিষয়াদি
  • ঘ. উড়োজাহাজ ব্যবস্থাপনা

উত্তরঃ পাখিপালন বিষয়াদি

বিস্তারিত

267. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

  • ক. সাদা
  • খ. কালো
  • গ. লাল
  • ঘ. ধূসর

উত্তরঃ কালো

বিস্তারিত

268. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?

  • ক. গারো
  • খ. সাঁওতাল
  • গ. খাসিয়া
  • ঘ. মারমা

উত্তরঃ মারমা

বিস্তারিত

269. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?

  • ক. নাইট্রোজেন
  • খ. হিলিয়াম
  • গ. নিয়ন
  • ঘ. অক্সিজেন

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

271. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

  • ক. ব্রোমিন
  • খ. পারদ
  • গ. আয়োডিন
  • ঘ. জেনন

উত্তরঃ ব্রোমিন

বিস্তারিত

272. কোনটি চৌম্বক পদার্থ?

  • ক. পারদ
  • খ. বিসমাথ
  • গ. এন্টিমনি
  • ঘ. কোবাল্ট

উত্তরঃ কোবাল্ট

বিস্তারিত

273. উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতর সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায় -

  • ক. অক্সিজেন কম
  • খ. ঠাণ্ডা বেশি
  • গ. বায়ুর চাপ বেশি
  • ঘ. বায়ুর চাপ কম

উত্তরঃ বায়ুর চাপ কম

বিস্তারিত

275. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

  • ক. উত্তল
  • খ. অবতল
  • গ. জুম
  • ঘ. সিলিনড্রিক্যাল

উত্তরঃ অবতল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects