সাধারন বিজ্ঞান
176. পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
- ক. নিউট্রন ও প্রোটন
- খ. ইলেকট্রন ও প্রোটন
- গ. নিউট্রন ও পজিট্রন
- ঘ. ইলেকট্রন ও পজিট্রন
উত্তরঃ নিউট্রন ও প্রোটন
177. মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
- ক. মাটির পাত্র পানি হতে তাপ শোষন করে
- খ. মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
- গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
- ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী
উত্তরঃ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
178. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
- ক. মেঘ উত্তম তাপ পরিবাহক
- খ. সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে তাপ উৎপন্ন হয়
- গ. মেঘ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয়
- ঘ. বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
উত্তরঃ মেঘ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয়
179. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
- ক. নিউক্লিয়াস
- খ. নিউক্লিওলাস
- গ. ক্রোমোজোম
- ঘ. নিউক্লিওপ্লাজম
উত্তরঃ ক্রোমোজোম
181. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
- ক. কিডনির পাথর গলাতে
- খ. পিত্ত পাথর গলাতে
- গ. গলগণ্ড রোগ নির্ণয়ে
- ঘ. নতুন পরমাণু তৈরিতে
উত্তরঃ কিডনির পাথর গলাতে
182. যখন সূর্য ও প্রথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
- ক. চন্দ্রগ্রহণ
- খ. সূর্যগ্রহণ
- গ. অমাবস্যা
- ঘ. পূর্ণিমা
উত্তরঃ সূর্যগ্রহণ
183. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
- ক. পাশাপাশি দুটো দাঁতের দাগ
- খ. অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
- গ. ক্ষতস্থানে প্রচুর রক্তপাত হতে থাকে
- ঘ. ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
উত্তরঃ পাশাপাশি দুটো দাঁতের দাগ
184. লোকভর্তি হলঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়। কারণ-
- ক. লোকভর্তি ঘরে মানুষের শোরগোল থাকে
- খ. শূণ্যঘর নীরব থাকে
- গ. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
- ঘ. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
উত্তরঃ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
185. পেট্রোলে আগুন পানির দ্বারা নিভানো যায় না। কারণ-
- ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
- খ. পেট্রোল পানির সাথে মিশে না
- গ. পেট্রোল পানির চেয়ে হালকা
- ঘ. খ ও গ উভয়ই সঠিক
উত্তরঃ খ ও গ উভয়ই সঠিক
186. ‘পিসিকালচার’ বলতে কী বুঝায়?
- ক. হাঁস-মুরগি পালন
- খ. মৌমাছি পালন
- গ. মৎস্য চাষ
- ঘ. রেশম চাষ
উত্তরঃ মৎস্য চাষ
187. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
- ক. ক্রনোমিটার
- খ. ওডোমিটার
- গ. ট্যাকোমিটার
- ঘ. ক্রোসকোগ্রাফ
উত্তরঃ ট্যাকোমিটার
188. মানবদেহে রক্তচাপ নির্ণায়ের যন্ত্র -
- ক. স্ফিগমোম্যানোমিটার
- খ. স্টেথিস্কোপ
- গ. কার্ডিওগ্রাফ
- ঘ. ইকোকার্ডিওগ্রাফ
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার
189. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
- ক. কম হয়
- খ. বেশি হয়
- গ. একই হয়
- ঘ. খুব কম হয়
উত্তরঃ একই হয়
- ক. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
- খ. ৮০% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
- গ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
- ঘ. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
উত্তরঃ ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
- ক. আইসোটোপ
- খ. আইসোমার
- গ. আইসোটোন
- ঘ. আইসোবার
উত্তরঃ আইসোটোপ
195. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় -
- ক. আইসোটোপ
- খ. আইসোমার
- গ. আইসোটোন
- ঘ. আইসোবার
উত্তরঃ আইসোটোন
196. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
- ক. ক্রনোমিটার
- খ. ট্যাকোমিটার
- গ. হাইড্রোমিটার
- ঘ. ওডোমিটার
উত্তরঃ ট্যাকোমিটার
197. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -
- ক. ব্যারোমিটার
- খ. সেক্সট্যান্ট
- গ. সিসমোগ্রাফ
- ঘ. ম্যানোমিটার
উত্তরঃ সিসমোগ্রাফ
198. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়-
- ক. গামা রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. রঞ্জন রশ্মি
- ঘ. কসমিক রশ্মি
উত্তরঃ রঞ্জন রশ্মি
- ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে
- খ. পরমাণর ফিউশন পদ্ধতিতে
- গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে
- ঘ. তেজস্ক্রিয়তার ফলে
উত্তরঃ পরমাণর ফিউশন পদ্ধতিতে