সাধারন বিজ্ঞান
1552. কম্পটন ক্রিয়ায় আলোর কোন ধর্ম প্রকাশ পায়?
- ক. তরঙ্গ ধর্ম
- খ. কণা ধর্ম
- গ. তরঙ্গ ও কণা ধর্ম
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ তরঙ্গ ও কণা ধর্ম
1553. AC প্রবাহকে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করবেন?
- ক. ডায়োড
- খ. জেনারেটর
- গ. ট্রানজিস্টর
- ঘ. এমপ্লিফায়ার
উত্তরঃ ডায়োড
1554. ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোন মৌলটি?
- ক. Zn
- খ. Cr
- গ. Fe
- ঘ. Ca
উত্তরঃ Cr
1555. নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক?
- ক. ফরমালিন
- খ. সালফার ডাইঅক্সাইড
- গ. সোডিয়াম নাইট্রেট
- ঘ. সোডিয়াম ক্লোরাইড
উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড
1556. ইউরিয়া সারের কাঁচামাল কী?
- ক. প্রাকৃতিক গ্যাস
- খ. চুনাপাথর
- গ. মিথেন গ্যাস
- ঘ. ইলমেনাইট
উত্তরঃ মিথেন গ্যাস
1558. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
- ক. পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
- খ. দেহ-কেন্দ্রিক ঘনকাকার
- গ. সংঘবন্ধ-ঘনকাকার
- ঘ. সংঘবন্ধ ষড়কৌণিক আকার
উত্তরঃ পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির
1563. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
- ক. ৪ : ১ : ১
- খ. ৪ : ২ : ২
- গ. ৪: ২ : ৩
- ঘ. ৪ : ৩ : ২
উত্তরঃ ৪ : ১ : ১
1566. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
- ক. ট্যাকোমিটার
- খ. অ্যালটিমিটার
- গ. ওডোমিটার
- ঘ. অডিওমিটার
উত্তরঃ ট্যাকোমিটার
1567. বাতাস একটি-
- ক. ডায়াচুম্বকীয় পদার্থ
- খ. প্যারাচুম্বকীয় পদার্থ
- গ. ফেরো চুম্বকীয় পদার্থ
- ঘ. অ্যান্টিফেরো চুম্বকীয় পদার্থ
উত্তরঃ ডায়াচুম্বকীয় পদার্থ
1568. অণুজীব বিজ্ঞানের জনক কে?
- ক. রবার্ট কক্
- খ. লুইস পান্তুর
- গ. এডওয়ার্ড জেনার
- ঘ. এন্টনি ভন লিউয়েনহুক
উত্তরঃ এন্টনি ভন লিউয়েনহুক
1569. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল-
- ক. অক্সিজেন
- খ. কার্বন-ডাইঅক্সাইড
- গ. নাইট্রোজেন
- ঘ. হাইড্রোজেন
উত্তরঃ হাইড্রোজেন
1570. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
- ক. পানির উপরিভাগে
- খ. পানির মধ্যভাগে
- গ. পানির আন্তঃআণবিক স্থানে
- ঘ. পানির তলদেশে
উত্তরঃ পানির উপরিভাগে
1571. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?
- ক. কার্বন ডাইঅক্সাইড
- খ. মিথেন
- গ. সিএফসি
- ঘ. নাইট্রাস অক্সাইড
উত্তরঃ সিএফসি