সাধারন বিজ্ঞান

326. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাহঞ্চলে দেখা যায়?

  • ক. খেজুর পাম
  • খ. সাগু পাম
  • গ. নিপা পাম
  • ঘ. তাল পাম

উত্তরঃ নিপা পাম

বিস্তারিত

327. বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?

  • ক. ট্রপোমন্ডল (Troposphere)
  • খ. স্ট্রাটোমন্ডল (Stratosphere)
  • গ. মেসোমন্ডল (Mesosphere)
  • ঘ. তাপমন্ডল (Troposphere)

উত্তরঃ ট্রপোমন্ডল (Troposphere)

বিস্তারিত

329. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় -

  • ক. পিসিকালচার
  • খ. এপিকালচার
  • গ. মেরিকালচার
  • ঘ. সেরিকালচার

উত্তরঃ এপিকালচার

বিস্তারিত

330. মা এর রক্তে হেপাটাইটিস বি (Hepatitis -B) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?

  • ক. ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
  • খ. ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
  • গ. জম্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন ও এইচ বি আই জি (HBIG) শট দিতে হবে।
  • ঘ. জম্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হবে

উত্তরঃ জম্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন ও এইচ বি আই জি (HBIG) শট দিতে হবে।

বিস্তারিত

331. ডেঙ্গু রোগ ছড়ায় -

  • ক. Aedes aegypti মশা
  • খ. House files
  • গ. Anophilies মশা
  • ঘ. ইঁদুর ও কাঠবেড়ালী

উত্তরঃ Aedes aegypti মশা

বিস্তারিত

332. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -

  • ক. স্ট্রাটোস্ফিয়ার
  • খ. ট্রপোস্ফিয়ার
  • গ. আয়োনোস্ফিয়ার
  • ঘ. ওজোনস্তর

উত্তরঃ আয়োনোস্ফিয়ার

বিস্তারিত

333. স্টিফেন হকিন্স একজন -

  • ক. দার্শনিক
  • খ. পদার্থবিদ
  • গ. রসায়নবিদ
  • ঘ. কবি

উত্তরঃ পদার্থবিদ

বিস্তারিত

334. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -

  • ক. নাইট্রোজেন গ্যাস
  • খ. মিথেন গ্যাস
  • গ. হাইড্রোজেন গ্যাস
  • ঘ. কার্বন মনোক্সাইড

উত্তরঃ মিথেন গ্যাস

বিস্তারিত

335. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস্য?

  • ক. তেল
  • খ. সমুদ্রের ঢেউ
  • গ. গ্যাস
  • ঘ. কয়লা

উত্তরঃ সমুদ্রের ঢেউ

বিস্তারিত

336. নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?

  • ক. পিতল
  • খ. তামা
  • গ. লোহা
  • ঘ. টিন

উত্তরঃ পিতল

বিস্তারিত

337. নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

  • ক. নাইট্রাস অক্সাইড
  • খ. কার্বন ডাই-অক্সাইড
  • গ. অক্সিজেন
  • ঘ. মিথেন

উত্তরঃ অক্সিজেন

বিস্তারিত

338. আকাশে রংধনু সৃষ্টির কারণ -

  • ক. ধুলিকণা
  • খ. বায়ুস্তর
  • গ. বৃষ্টির কণা
  • ঘ. অতিবেগুনী রশ্মি

উত্তরঃ বৃষ্টির কণা

বিস্তারিত

339. ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?

  • ক. মদ্য শিল্পে (wine industry)
  • খ. রুটি শিল্পে (Bakery)
  • গ. সাইট্রিক এসিড উৎপাদন
  • ঘ. এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে

উত্তরঃ সাইট্রিক এসিড উৎপাদন

বিস্তারিত

340. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?

  • ক. লাইসোজাইম (LYSOZYME)
  • খ. গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
  • গ. সিলিয়া (CILIA)
  • ঘ. লিস্ফোসাইট (LYMPHOCYTES)

উত্তরঃ লিস্ফোসাইট (LYMPHOCYTES)

বিস্তারিত

341. নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?

  • ক. ডি.এন.এ বা আর.এন.এ থাকে
  • খ. শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
  • গ. স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
  • ঘ. রাইবোজাম (Ribosome) থাকে

উত্তরঃ রাইবোজাম (Ribosome) থাকে

বিস্তারিত

342. তাপ ইঞ্জিনের কাজ -

  • ক. যান্ত্রিক শক্তিকে তাপশক্তিকে রূপান্তর
  • খ. তাপ শক্তিকে যান্ত্রিক রূপান্তর
  • গ. বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
  • ঘ. তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর

উত্তরঃ তাপ শক্তিকে যান্ত্রিক রূপান্তর

বিস্তারিত

343. শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?

  • ক. ২৮০ m/s
  • খ. ০
  • গ. ৩৩২ m/s
  • ঘ. ১১২০ m/s

উত্তরঃ

বিস্তারিত

344. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?

  • ক. হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)
  • খ. রাতকানা
  • গ. এনিমিয়া
  • ঘ. কোয়াশিয়রকর (KWASHIORKOR)

উত্তরঃ হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)

বিস্তারিত

345. গ্রীন হাউস কী?

  • ক. কাঁচের তৈরী ঘর
  • খ. সবুজ আলোর আলোকিত ঘর
  • গ. সবুজ ভবনের নাম
  • ঘ. সবুজ গাছপালা

উত্তরঃ কাঁচের তৈরী ঘর

বিস্তারিত

346. কোনটি জারক পদার্থ নয়?

  • ক. হাইড্রোজেন
  • খ. অক্সিজেন
  • গ. ক্লোরিন
  • ঘ. ব্রোমিন

উত্তরঃ হাইড্রোজেন

বিস্তারিত

347. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?

  • ক. ফিশন
  • খ. মেসন
  • গ. ফিউশন
  • ঘ. ফিউশন ও মেস

উত্তরঃ ফিশন

বিস্তারিত

348. প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?

  • ক. ৪০-৫০ ভাগ
  • খ. ৬০-৭০ ভাগ
  • গ. ৮০-৯০ ভাগ
  • ঘ. ৩০-২৫ ভাগ

উত্তরঃ ৮০-৯০ ভাগ

বিস্তারিত

349. চা পাতায় কোন ভিটামিন থাকে?

  • ক. ভিটামিন ‘ই’
  • খ. ভিটামিন ‘কে’
  • গ. ভিটামিন বি কমপ্লেক্স
  • ঘ. ভিটামিন ‘এ’

উত্তরঃ ভিটামিন বি কমপ্লেক্স

বিস্তারিত

350. কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে -

  • ক. পিছনে
  • খ. সামনে
  • গ. ডান পাশ্র্বে
  • ঘ. বাম পাশ্র্বে

উত্তরঃ পিছনে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects