সাধারন বিজ্ঞান

401. ইউরি গ্যাগারিন মহাশূণ্যে যায় -

  • ক. ১৯৫৬ সালে
  • খ. ১৯৬১ সালে
  • গ. ১৯৬৪ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৬১ সালে

বিস্তারিত

402. মৌমাছির চাষ হলো -

  • ক. এপিকালচার
  • খ. সেরিকালচার
  • গ. পিসিকালচার
  • ঘ. হর্টিকালচার

উত্তরঃ এপিকালচার

বিস্তারিত

403. দুধে থাকে -

  • ক. সাইট্রিক এসিড
  • খ. ল্যাকটিক এসিড
  • গ. নাইট্রিক এসিড
  • ঘ. এসিটিক এসিড

উত্তরঃ ল্যাকটিক এসিড

বিস্তারিত

404. এন্টবায়োটিকের কাজ -

  • ক. রোগ প্রতিরোধের ক্ষতা বৃদ্ধি করা
  • খ. জীবাণু ধ্বংস করা
  • গ. ভাইরাস ধ্বংস করা
  • ঘ. দ্রুত রোগ নিরাময় করা

উত্তরঃ জীবাণু ধ্বংস করা

বিস্তারিত

405. মাশরুম এক ধরনের -

  • ক. অপুষ্পক উদ্ভিদ
  • খ. পরজীবী উদ্ভিদ
  • গ. ফাঙ্গাস
  • ঘ. অর্কিড

উত্তরঃ ফাঙ্গাস

বিস্তারিত

406. পিতলের উপাদান হলো -

  • ক. তামা ও টিন
  • খ. তামা ও নিকেল
  • গ. তামা ও সীসা
  • ঘ. তামা ও দস্তা

উত্তরঃ তামা ও দস্তা

বিস্তারিত

407. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় -

  • ক. এক কিলোওয়াট-ঘণ্টা
  • খ. এক ওয়াট -ঘণ্টা
  • গ. এক কিলোমিটার
  • ঘ. এক ওয়াট

উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টা

বিস্তারিত

408. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?

  • ক. ডায়োড
  • খ. ট্রান্সফরমার
  • গ. ট্রানজিস্টার
  • ঘ. অ্যামপ্লিফায়ার

উত্তরঃ ডায়োড

বিস্তারিত

409. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র -

  • ক. ওডোমিটার
  • খ. ক্রনমিটার
  • গ. ট্যাকোমিটার
  • ঘ. ক্রেসকোগ্রাফ

উত্তরঃ ক্রেসকোগ্রাফ

বিস্তারিত

410. স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় -

  • ক. সালফিউরিক এসিড
  • খ. নাইট্রিক এসিড
  • গ. সাইট্রিক এসিড
  • ঘ. কার্বোলিক এসিড

উত্তরঃ নাইট্রিক এসিড

বিস্তারিত

412. Seismograph কি?

  • ক. পানির প্রবাহ মাপার যন্ত্র
  • খ. বায়ু মাপার যন্ত্র
  • গ. ভূমিকম্প মাপার যন্ত্র
  • ঘ. বৃষ্টিপাত মাপার যন্ত্র

উত্তরঃ ভূমিকম্প মাপার যন্ত্র

বিস্তারিত

413. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?

  • ক. শব্দ শক্তিতে
  • খ. আলোক শক্তিতে
  • গ. তাপ শক্তিতে
  • ঘ. রাসায়নিক শক্তিতে

উত্তরঃ শব্দ শক্তিতে

বিস্তারিত

414. চিকনগুনিয়ার বাহক কোনটি?

  • ক. অ্যানোফিলিন
  • খ. কিউলেক্স
  • গ. এসিড
  • ঘ. সকল ধরনের মশা

উত্তরঃ এসিড

বিস্তারিত

415. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস গুলো -

  • ক. আইসোটন
  • খ. আইসোটোপ
  • গ. আইসোবার
  • ঘ. রাসায়নিক পদার্থ

উত্তরঃ আইসোটোপ

বিস্তারিত

416. জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?

  • ক. চর্বি
  • খ. ভিটামিন
  • গ. শর্করা
  • ঘ. আমিষ

উত্তরঃ চর্বি

বিস্তারিত

417. লাফিং গ্যাসের সংকেত কোনটি?

  • ক. 2O5
  • খ. N2O3
  • গ. N2O
  • ঘ. Cu2O

উত্তরঃ 2O5

বিস্তারিত

418. নিম্নের কোন বর্ণটির শক্তি সবচেয়ে বেশি?

  • ক. লাল
  • খ. নীল
  • গ. সবুজ
  • ঘ. বেগুনি

উত্তরঃ বেগুনি

বিস্তারিত

420. নিম্নের কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?

  • ক. রাবার
  • খ. ইস্পাত
  • গ. লোহা
  • ঘ. তামা

উত্তরঃ ইস্পাত

বিস্তারিত

421. ‘এন্টোমোলোজী’ কোন বিষয়ের বিজ্ঞান-

  • ক. পাখি
  • খ. কীটপতঙ্গ
  • গ. মাছ
  • ঘ. সরীসৃপ

উত্তরঃ কীটপতঙ্গ

বিস্তারিত

422. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ হয় -

  • ক. কম
  • খ. বেশি
  • গ. একই
  • ঘ. খুবই কম

উত্তরঃ একই

বিস্তারিত

424. কেমোথেরাপির জনক হলেন -

  • ক. পল এহর্লিক
  • খ. উইলিয়াম রনজেন
  • গ. মাদাম কুরি
  • ঘ. গোল্ড সেইন

উত্তরঃ পল এহর্লিক

বিস্তারিত

425. টমেটোতে বিদ্যমান -

  • ক. সাইট্রিক এসিড
  • খ. অক্সালিক এসিড
  • গ. স্যালিক এসিড
  • ঘ. অ্যাসিটিক এসিড

উত্তরঃ সাইট্রিক এসিড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects