সাধারন বিজ্ঞান
401. ইউরি গ্যাগারিন মহাশূণ্যে যায় -
- ক. ১৯৫৬ সালে
- খ. ১৯৬১ সালে
- গ. ১৯৬৪ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬১ সালে
403. দুধে থাকে -
- ক. সাইট্রিক এসিড
- খ. ল্যাকটিক এসিড
- গ. নাইট্রিক এসিড
- ঘ. এসিটিক এসিড
উত্তরঃ ল্যাকটিক এসিড
404. এন্টবায়োটিকের কাজ -
- ক. রোগ প্রতিরোধের ক্ষতা বৃদ্ধি করা
- খ. জীবাণু ধ্বংস করা
- গ. ভাইরাস ধ্বংস করা
- ঘ. দ্রুত রোগ নিরাময় করা
উত্তরঃ জীবাণু ধ্বংস করা
406. পিতলের উপাদান হলো -
- ক. তামা ও টিন
- খ. তামা ও নিকেল
- গ. তামা ও সীসা
- ঘ. তামা ও দস্তা
উত্তরঃ তামা ও দস্তা
407. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় -
- ক. এক কিলোওয়াট-ঘণ্টা
- খ. এক ওয়াট -ঘণ্টা
- গ. এক কিলোমিটার
- ঘ. এক ওয়াট
উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টা
408. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
- ক. ডায়োড
- খ. ট্রান্সফরমার
- গ. ট্রানজিস্টার
- ঘ. অ্যামপ্লিফায়ার
উত্তরঃ ডায়োড
409. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র -
- ক. ওডোমিটার
- খ. ক্রনমিটার
- গ. ট্যাকোমিটার
- ঘ. ক্রেসকোগ্রাফ
উত্তরঃ ক্রেসকোগ্রাফ
410. স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় -
- ক. সালফিউরিক এসিড
- খ. নাইট্রিক এসিড
- গ. সাইট্রিক এসিড
- ঘ. কার্বোলিক এসিড
উত্তরঃ নাইট্রিক এসিড
411. আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?
- ক. ৫ ফুট
- খ. ৪ ফুট
- গ. ৩ ফুট
- ঘ. ২ ফুট
উত্তরঃ ২ ফুট
412. Seismograph কি?
- ক. পানির প্রবাহ মাপার যন্ত্র
- খ. বায়ু মাপার যন্ত্র
- গ. ভূমিকম্প মাপার যন্ত্র
- ঘ. বৃষ্টিপাত মাপার যন্ত্র
উত্তরঃ ভূমিকম্প মাপার যন্ত্র
413. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
- ক. শব্দ শক্তিতে
- খ. আলোক শক্তিতে
- গ. তাপ শক্তিতে
- ঘ. রাসায়নিক শক্তিতে
উত্তরঃ শব্দ শক্তিতে
- ক. অ্যানোফিলিন
- খ. কিউলেক্স
- গ. এসিড
- ঘ. সকল ধরনের মশা
উত্তরঃ এসিড
415. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস গুলো -
- ক. আইসোটন
- খ. আইসোটোপ
- গ. আইসোবার
- ঘ. রাসায়নিক পদার্থ
উত্তরঃ আইসোটোপ
419. সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সর্বনিম্ন যে দূরত্ব পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় -
- ক. 10 cm
- খ. 15 cm
- গ. 25 cm
- ঘ. 20 cm
উত্তরঃ 25 cm
423. মুখবিবরের লালাগ্রন্থি থেকে হজমে সাহায্যকারী উপাদান হিসেবে নিঃসৃত এনজাইন -
- ক. টায়ালিন
- খ. পেপসিন
- গ. রেনিন
- ঘ. লাইপেজ
উত্তরঃ টায়ালিন
- ক. পল এহর্লিক
- খ. উইলিয়াম রনজেন
- গ. মাদাম কুরি
- ঘ. গোল্ড সেইন
উত্তরঃ পল এহর্লিক
425. টমেটোতে বিদ্যমান -
- ক. সাইট্রিক এসিড
- খ. অক্সালিক এসিড
- গ. স্যালিক এসিড
- ঘ. অ্যাসিটিক এসিড
উত্তরঃ সাইট্রিক এসিড