সাধারন বিজ্ঞান

426. নিচের কোন অঙ্গটির গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওআই -

  • ক. রেচনতন্ত্র
  • খ. কংকালতন্ত্র
  • গ. যকৃত
  • ঘ. ফুসফুস

উত্তরঃ ফুসফুস

বিস্তারিত

427. সর্বনিস্ন তাপমাত্রা নির্দেশক কোনটি?

  • ক. গলনাংক
  • খ. ফ্যাদম
  • গ. হিমাংক
  • ঘ. ম্যাগনিচিউড

উত্তরঃ হিমাংক

বিস্তারিত

428. কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের বৃষ্টির কারণ কি?

  • ক. মেঘের পানির কণা খুবই উত্তপ্ত হয়ে যায়
  • খ. মেঘে পানি কণার চেয়ে ক্লোরিনের পরিমাণ বেশি হয়ে গেলে
  • গ. মেঘের পানির কণার সাথে বাতাসের ভাসমান রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে
  • ঘ. মেঘের পানির কণা খুব ঠাণ্ডা হয়ে যাওয়ায়

উত্তরঃ মেঘের পানির কণা খুব ঠাণ্ডা হয়ে যাওয়ায়

বিস্তারিত

429. বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?

  • ক. কার্বন ডাইঅক্সাইড
  • খ. অক্সিজেন
  • গ. মিথেন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ মিথেন

বিস্তারিত

430. কোনটির কারণে মরিচ ঝাল লাগে?

  • ক. ক্যাপসিসিন
  • খ. ভিটামিন
  • গ. ভিটামিন-ই
  • ঘ. ভিটামিন-এ

উত্তরঃ ক্যাপসিসিন

বিস্তারিত

431. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো -

  • ক. বায়োটেকনোলজি
  • খ. ন্যানোটেকনোলজি
  • গ. বায়োমেট্রিক্স
  • ঘ. জেনিটিক ইঞ্জিনিয়ারিং

উত্তরঃ ন্যানোটেকনোলজি

বিস্তারিত

432. হিমশৈল কি?

  • ক. উত্তর মেরুর জমাট বাঁধা বরফ
  • খ. গ্রিনল্যান্ডের জমাট বাঁধা বরফ
  • গ. শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফ খণ্ড
  • ঘ. হিমালয়ের চূড়ায় জমাট বাঁধা বরফ

উত্তরঃ শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফ খণ্ড

বিস্তারিত

433. সিদ্ধ চালে কি পরিমাণ শ্বেতসার থাকে?

  • ক. ৭১%
  • খ. ৭৩%
  • গ. ‘৭৪%
  • ঘ. ৭৯%

উত্তরঃ ৭৯%

বিস্তারিত

434. স্যাটেলাইট কোন বলের কারণে ঘুরতে থাকে?

  • ক. অভিকর্ষজ ত্বরণ
  • খ. মাধ্যাকর্ষণ বল
  • গ. আপেক্ষিক বল
  • ঘ. সমান্তরাল বল

উত্তরঃ মাধ্যাকর্ষণ বল

বিস্তারিত

435. একক ভরের কোনো বস্তুর ওজন বিষুবীয় অঞ্চলে কত?

  • ক. ৯.৭৯ নিউটন
  • খ. ৯.৭৮ নিউটন
  • গ. ৯.৮১ নিউটন
  • ঘ. ৯. ৮৩ নিউটন

উত্তরঃ ৯.৭৮ নিউটন

বিস্তারিত

436. মানবদেহে হাড় ও দাঁত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ?

  • ক. ফসফরাস
  • খ. লৌহ
  • গ. সোডিয়াম
  • ঘ. ম্যাগনেসিয়াম

উত্তরঃ ফসফরাস

বিস্তারিত

437. বাংলাদেশে বসবাসকারী সবচেয়ে বেশি আদিবাসী কোনটি?

  • ক. চাকমা
  • খ. সাওতাল
  • গ. মারমা
  • ঘ. মুরং

উত্তরঃ চাকমা

বিস্তারিত

439. স্বর্ণের খনির জন্য বিখ্যাত স্থান কোনটি?

  • ক. টোকিও
  • খ. দুবাই
  • গ. জোহানেসবাগ
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ জোহানেসবাগ

বিস্তারিত

440. বাতাসে অক্সিজেনের পরিমাণ কত?

  • ক. ২২%
  • খ. ২৯%
  • গ. ৩৩%
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

441. ইবোলা ভাইরাসে আক্রান্তের লক্ষণ কী?

  • ক. উচ্চ রক্তচাপ
  • খ. অনেক জ্বর
  • গ. মাড়িতে রক্তক্ষরণ
  • ঘ. খিচুনি ধরা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

442. ডেঙ্গু রোগের জীবাণুবাহী মশার প্রজাতি হলো

  • ক. এডিস
  • খ. কিউলেক্স
  • গ. এনোফিলিস
  • ঘ. ফাইলেরিয়া

উত্তরঃ এডিস

বিস্তারিত

443. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয় -

  • ক. এক কিলোওয়াট-ঘণ্টায়
  • খ. এক ওয়াট -ঘণ্টা
  • গ. এক কিলোওয়াট
  • ঘ. এক ওয়াট

উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টায়

বিস্তারিত

444. কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর তুলনায় -

  • ক. সমান
  • খ. দ্বিগুণ
  • গ. তিনগুণ
  • ঘ. শূন্য

উত্তরঃ শূন্য

বিস্তারিত

445. কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়?

  • ক. সিনকোনো
  • খ. কালমেঘ
  • গ. বাসক
  • ঘ. ফণিমনসা

উত্তরঃ সিনকোনো

বিস্তারিত

446. ‘ভিটামিন সি’ এর রাসায়নিক নাম কি?

  • ক. অ্যাসকরবিক এসিড
  • খ. ফলিক এসিড
  • গ. ফ্যাটি এসিড
  • ঘ. এমাইনো এসিড

উত্তরঃ অ্যাসকরবিক এসিড

বিস্তারিত

447. আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর -

  • ক. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
  • খ. বিক্ষেপণ বেশি
  • গ. প্রতিফলন বেশি
  • ঘ. শোষণ বেশি

উত্তরঃ বিক্ষেপণ বেশি

বিস্তারিত

448. নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?

  • ক. স্থিতি শক্তি
  • খ. তড়িৎ শক্তি
  • গ. যান্ত্রিক শক্তি
  • ঘ. গতিশক্তি

উত্তরঃ স্থিতি শক্তি

বিস্তারিত

449. মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?

  • ক. পেপসিন
  • খ. ট্রিপসিন
  • গ. টায়ালিন
  • ঘ. অ্যামাইলেজ

উত্তরঃ টায়ালিন

বিস্তারিত

450. নিম্নে কোনটি জীবন্ত জীবাশ্ম?

  • ক. রাজকাঁকড়া
  • খ. প্লাটিপাস
  • গ. স্কোনোডেন
  • ঘ. ভেড়া

উত্তরঃ রাজকাঁকড়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects