সাধারন বিজ্ঞান

378. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

  • ক. ঐচ্ছিক
  • খ. বিশেষ ধরনের ঐচ্ছিক
  • গ. অনৈচ্ছিক
  • ঘ. বিশেষ ধরনের অনৈচ্ছিক

উত্তরঃ বিশেষ ধরনের অনৈচ্ছিক

বিস্তারিত

379. Dengue fever is spread by -

  • ক. Aedes aegypti mosquito
  • খ. Common House flies
  • গ. Anophilies mosquito
  • ঘ. Rats and squirrels

উত্তরঃ Aedes aegypti mosquito

বিস্তারিত

380. Photosynthesis takes place in -

  • ক. Roots of the plants
  • খ. Stems of the plants
  • গ. Green parts of the plants
  • ঘ. All parts of the plants

উত্তরঃ Green parts of the plants

বিস্তারিত

381. সুষম খাদ্যের উপাদান কয়টি?

  • ক. ৪টি
  • খ. ৬টি
  • গ. ৫টি
  • ঘ. ৮টি

উত্তরঃ ৬টি

বিস্তারিত

382. ইউরিয়া সা থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

  • ক. ফসফরাস
  • খ. নাইট্রোজেন
  • গ. পটাশিয়াম
  • ঘ. সালফার

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

383. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-

  • ক. গ্লাইকোজেন
  • খ. গ্লুকোজ
  • গ. ফ্রক্টোজ (Fructose)
  • ঘ. সুক্রোজ

উত্তরঃ গ্লাইকোজেন

বিস্তারিত

384. হাড় ও দাঁতকে মজবুত করে -

  • ক. আয়োডিন
  • খ. আয়রন
  • গ. ম্যাগনেশিয়াম
  • ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস

উত্তরঃ ক্যালসিয়াম ও ফসফরাস

বিস্তারিত

385. সুনামীর কারণ হল -

  • ক. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
  • খ. ঘূর্ণীঝড়
  • গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  • ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প

বিস্তারিত

386. ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হয় -

  • ক. এরোগ মানবদেহের কিডনি নষ্ট করে
  • খ. চিনি জাতীয় খাবর খেলে এ রোগ হয়
  • গ. এ রোগ হতে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  • ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়

উত্তরঃ চিনি জাতীয় খাবর খেলে এ রোগ হয়

বিস্তারিত

387. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

  • ক. কৃত্রিম সার প্রয়োগ
  • খ. পানি সেচ
  • গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
  • ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

উত্তরঃ পানি সেচ

বিস্তারিত

388. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -

  • ক. ঘনত্ব কম
  • খ. ঘনত্ব বেশি
  • গ. তাপমাত্রা বেশি
  • ঘ. দ্রবণীয়তা বেশি

উত্তরঃ ঘনত্ব বেশি

বিস্তারিত

389. গাড়ীর ব্যাটারিতে এসিড ব্যবহৃত হয়?

  • ক. নাইট্রিক
  • খ. সালফিউরিক
  • গ. হাইড্রোক্লোরিক
  • ঘ. পারক্লোরিক

উত্তরঃ সালফিউরিক

বিস্তারিত

390. কোনটি এন্টিবায়োটিক ?

  • ক. ইনসুলিন
  • খ. পেপসিন
  • গ. পেনিসিলিন
  • ঘ. ইথিলিন

উত্তরঃ পেনিসিলিন

বিস্তারিত

391. জন্ডিসে আক্রান্ত হয় -

  • ক. যকৃত
  • খ. কিডনি
  • গ. পাকস্থলী
  • ঘ. হৃৎপিণ্ড

উত্তরঃ যকৃত

বিস্তারিত

392. MKS পদ্ধতিতে ভরের একক -

  • ক. কিলোগ্রাম
  • খ. পাউন্ড
  • গ. গ্রাম
  • ঘ. আউন্স

উত্তরঃ কিলোগ্রাম

বিস্তারিত

393. অ্যালটিমিটার (Altimeter) কি?

  • ক. তাপ পরিমাপক যন্ত্র
  • খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
  • গ. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
  • ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র

উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র

বিস্তারিত

394. কোনটি মৌলিক পদার্থ?

  • ক. লোহা
  • খ. লিথিয়াম
  • গ. জার্মেনিয়াম
  • ঘ. ইউরেনিয়াম

উত্তরঃ লোহা

বিস্তারিত

395. স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান -

  • ক. তামা
  • খ. দস্তা
  • গ. ক্রোমিয়াম
  • ঘ. এলুমিনিয়াম

উত্তরঃ ক্রোমিয়াম

বিস্তারিত

396. সর্বাপেক্ষা হালকা গ্যাস -

  • ক. অক্সিজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. র‌্যাডন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ হাইড্রোজেন

বিস্তারিত

397. ভারী পানির রাসায়নিক সয়কেত -

  • ক.

    2H2O2

  • খ.

    H2O

  • গ.

    D2O

  • ঘ.

    HD2O2

উত্তরঃ

D2O

বিস্তারিত

398. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় -

  • ক. তামা
  • খ. দস্তা
  • গ. রূপা
  • ঘ. এলুমিনিয়াম

উত্তরঃ দস্তা

বিস্তারিত

399. সংকর ধাতু পিতলের উপাদান -

  • ক. তামা ও টিন
  • খ. তামা ও দস্তা
  • গ. তামা ও সীসা
  • ঘ. তামা ও নিকেল

উত্তরঃ তামা ও দস্তা

বিস্তারিত

400. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা

  • ক. আইনস্টাইন
  • খ. জি.ল্যামেটার
  • গ. স্টিফেন হকিং
  • ঘ. গ্যালিলিও

উত্তরঃ জি.ল্যামেটার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects