সাধারন বিজ্ঞান
376. নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
- ক. CaCO3
- খ. NH4HCO3
- গ. NaHCO3
- ঘ. (NH4)2CO3
উত্তরঃ NaHCO3
378. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
- ক. ঐচ্ছিক
- খ. বিশেষ ধরনের ঐচ্ছিক
- গ. অনৈচ্ছিক
- ঘ. বিশেষ ধরনের অনৈচ্ছিক
উত্তরঃ বিশেষ ধরনের অনৈচ্ছিক
379. Dengue fever is spread by -
- ক. Aedes aegypti mosquito
- খ. Common House flies
- গ. Anophilies mosquito
- ঘ. Rats and squirrels
উত্তরঃ Aedes aegypti mosquito
380. Photosynthesis takes place in -
- ক. Roots of the plants
- খ. Stems of the plants
- গ. Green parts of the plants
- ঘ. All parts of the plants
উত্তরঃ Green parts of the plants
382. ইউরিয়া সা থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
- ক. ফসফরাস
- খ. নাইট্রোজেন
- গ. পটাশিয়াম
- ঘ. সালফার
উত্তরঃ নাইট্রোজেন
383. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
- ক. গ্লাইকোজেন
- খ. গ্লুকোজ
- গ. ফ্রক্টোজ (Fructose)
- ঘ. সুক্রোজ
উত্তরঃ গ্লাইকোজেন
- ক. আয়োডিন
- খ. আয়রন
- গ. ম্যাগনেশিয়াম
- ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস
উত্তরঃ ক্যালসিয়াম ও ফসফরাস
385. সুনামীর কারণ হল -
- ক. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
- খ. ঘূর্ণীঝড়
- গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প
386. ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হয় -
- ক. এরোগ মানবদেহের কিডনি নষ্ট করে
- খ. চিনি জাতীয় খাবর খেলে এ রোগ হয়
- গ. এ রোগ হতে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
- ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
উত্তরঃ চিনি জাতীয় খাবর খেলে এ রোগ হয়
387. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
- ক. কৃত্রিম সার প্রয়োগ
- খ. পানি সেচ
- গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
- ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
উত্তরঃ পানি সেচ
388. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -
- ক. ঘনত্ব কম
- খ. ঘনত্ব বেশি
- গ. তাপমাত্রা বেশি
- ঘ. দ্রবণীয়তা বেশি
উত্তরঃ ঘনত্ব বেশি
389. গাড়ীর ব্যাটারিতে এসিড ব্যবহৃত হয়?
- ক. নাইট্রিক
- খ. সালফিউরিক
- গ. হাইড্রোক্লোরিক
- ঘ. পারক্লোরিক
উত্তরঃ সালফিউরিক
393. অ্যালটিমিটার (Altimeter) কি?
- ক. তাপ পরিমাপক যন্ত্র
- খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
- গ. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
- ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র
399. সংকর ধাতু পিতলের উপাদান -
- ক. তামা ও টিন
- খ. তামা ও দস্তা
- গ. তামা ও সীসা
- ঘ. তামা ও নিকেল
উত্তরঃ তামা ও দস্তা
400. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা
- ক. আইনস্টাইন
- খ. জি.ল্যামেটার
- গ. স্টিফেন হকিং
- ঘ. গ্যালিলিও
উত্তরঃ জি.ল্যামেটার