সাধারন বিজ্ঞান

351. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?

  • ক. ৯০ শতাংশ
  • খ. ৯৪ শতাংশ
  • গ. ৯৮ শতাংশ
  • ঘ. ৯৯.৯৭ শতাংশ

উত্তরঃ ৯৯.৯৭ শতাংশ

বিস্তারিত

352. যে সব অনুজীব রোধ সৃষ্টি করে তাদের বলা হয় -

  • ক. প্যাথজেনিক
  • খ. ইনফেকশন
  • গ. টক্সিন
  • ঘ. জীবাণু

উত্তরঃ প্যাথজেনিক

বিস্তারিত

353. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরী?

  • ক. স্বীকৃতি
  • খ. স্নেহ
  • গ. সাফল্য
  • ঘ. উল্লেখিত সব কটি

উত্তরঃ উল্লেখিত সব কটি

বিস্তারিত

354. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

  • ক. ট্রিপসিন
  • খ. লাইপেজ
  • গ. টয়ালিন
  • ঘ. অ্যামাইলেজ

উত্তরঃ ট্রিপসিন

বিস্তারিত

355. বায়ুমন্ডলের শতকরা কতভাগ আরগম বিদ্যমান?

  • ক. ৭৮.০
  • খ. ০.৮
  • গ. ০.৪১
  • ঘ. ০.৩

উত্তরঃ ০.৮

বিস্তারিত

356. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

  • ক. হৃদযন্ত্রে
  • খ. বৃক্কে
  • গ. ফুসফুসে
  • ঘ. প্লিহাতে

উত্তরঃ প্লিহাতে

বিস্তারিত

357. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?

  • ক. ট্রান্সফরমার
  • খ. ডায়নামো
  • গ. বৈদ্যুতিক মটর
  • ঘ. হুইল

উত্তরঃ ডায়নামো

বিস্তারিত

358. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  • ক. স্নায়ুতন্ত্রের
  • খ. রেচন তন্ত্রের
  • গ. পরিপাক তন্ত্রের
  • ঘ. শ্বাস তন্ত্রের

উত্তরঃ স্নায়ুতন্ত্রের

বিস্তারিত

359. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?

  • ক. জন্ডিস
  • খ. এইডস
  • গ. নিওমোনিয়া
  • ঘ. চোখ ওঠা

উত্তরঃ নিওমোনিয়া

বিস্তারিত

360. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

  • ক. বায়োজলী
  • খ. জুওলজী
  • গ. জেনেটিক
  • ঘ. ইভোলিওশন

উত্তরঃ জেনেটিক

বিস্তারিত

361. কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?

  • ক. ডিজেল
  • খ. পেট্রোল
  • গ. অকটেন
  • ঘ. সিএনজি

উত্তরঃ ডিজেল

বিস্তারিত

362. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

  • ক. আলফা রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. গালা রশ্মি
  • ঘ. আলট্রাভায়োলেট রশ্মি

উত্তরঃ গালা রশ্মি

বিস্তারিত

363. কোন রং দূর থেকে দেখা যায়?

  • ক. সাদা
  • খ. কালো
  • গ. হলুদ
  • ঘ. লাল

উত্তরঃ লাল

বিস্তারিত

364. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস্য হলো-

  • ক. আইসোটোন
  • খ. আইসোটোপ
  • গ. আইসোবার
  • ঘ. রাসায়নিক পদার্থ

উত্তরঃ আইসোটোপ

বিস্তারিত

365. ন্যাচরাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কোনটি?

  • ক. ইউরিয়া এবং এএসপি
  • খ. টিএসপি এবং এএসপি
  • গ. ইউরিয়া
  • ঘ. ডিএপি

উত্তরঃ ইউরিয়া এবং এএসপি

বিস্তারিত

366. বায়ুমণ্ডলে নাইট্রোজেনর পরিমাণ কত শতাংশ?

  • ক. ৭৫.৮%
  • খ. ৭৯.২%
  • গ. ৭৫.১%
  • ঘ. প্রায় ৮০%

উত্তরঃ ৭৫.১%

বিস্তারিত

367. ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?

  • ক. স্যাংগার ও পলিং
  • খ. লুই পাস্তুর ও ওয়াটসন
  • গ. ওয়াটসন ও ক্রিক
  • ঘ. পলিং ও ক্রিক

উত্তরঃ ওয়াটসন ও ক্রিক

বিস্তারিত

368. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

  • ক. আমিষ
  • খ. আয়োডিন
  • গ. স্নেহ
  • ঘ. লৌহ

উত্তরঃ আমিষ

বিস্তারিত

369. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

  • ক. ঘোড়া
  • খ. উট
  • গ. বলগা হরিণ
  • ঘ. খেচর

উত্তরঃ উট

বিস্তারিত

370. pH হলো -

  • ক. এসিড নির্দেশক
  • খ. ক্ষার নির্দেশক
  • গ. এসিড ও ক্ষার নির্দেশক
  • ঘ. এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

উত্তরঃ এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

বিস্তারিত

371. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?

  • ক. বেকেরেল রশ্মি
  • খ. X রশ্মি
  • গ. গামা রশ্মি
  • ঘ. বিটা রশ্মি

উত্তরঃ X রশ্মি

বিস্তারিত

372. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি -

  • ক. যুক্ত অবস্থার চাইতে কম
  • খ. যুক্ত অবস্থার চাইতে অধিক
  • গ. যুক্ত অবস্থার সমান
  • ঘ. কোনটিই সঠিক নয়

উত্তরঃ যুক্ত অবস্থার চাইতে কম

বিস্তারিত

373. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

  • ক. গায়ের ঘাম বের হতে দেয় না
  • খ. বাষ্পায়ন শীতলার সৃষ্টি করে
  • গ. পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
  • ঘ. পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

উত্তরঃ বাষ্পায়ন শীতলার সৃষ্টি করে

বিস্তারিত

374. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

  • ক. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
  • খ. প্রোটন ধনাত্মক আধানযুক্ত
  • গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
  • ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

উত্তরঃ ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে

বিস্তারিত

375. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -

  • ক. এ্যামিটার
  • খ. অণুবীক্ষণ যন্ত্র
  • গ. ভোল্টমিটার
  • ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র

উত্তরঃ তড়িৎবীক্ষণ যন্ত্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects